দ্বিধা

দ্বিধা জীবন বয়ে চলা নদীর মতোই। জীবন কে উপভোগ করতে হলে জীবনের ছোট ছোট সুন্দর মুহূর্ত গুলোকে উপলব্ধি করতে হবে

06/09/2025

যাকে সব থেকে বেশি ভালো বাসবেন, তার থেকে বেশি অবহেলা আর কষ্ট পাবেন।

06/09/2025

জীবনটা বড়ই অদ্ভুত

06/09/2025

pregency তে সব চেয়ে খারাপ সময় যাচ্ছে 😓

সাপের এন্টিভেনম মূলত ককটেল জাতীয় হয়। আপনাকে যে বিষধর সাপেই কামড় দিক, এন্টিভেনম একই। তাই সাপ চেনা জরুরী না৷ ওঝার কাছে না ...
25/08/2025

সাপের এন্টিভেনম মূলত ককটেল জাতীয় হয়। আপনাকে যে বিষধর সাপেই কামড় দিক, এন্টিভেনম একই।
তাই সাপ চেনা জরুরী না৷ ওঝার কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে যাওয়া জরুরী।

( বাংলাদেশে মোট ৪ প্রকার বিষধর সাপের কামড় লক্ষ্য করা যায়।
১.পদ্ম গোখরা ( নিউরোটক্সিন)
২.খয়া গোখরা ( নিউরোটক্সিন)
৩. কালাচ ( নিউরোটক্সিন)
৪. রাসেলস ভাইপার ( হেমোটক্সিন)

এই চার প্রকার সাপের ভেনম সংগ্রহ করে একসাথে এন্টিভেনম তৈরি করা হয়৷ সুতরাং, আপনাকে যে সাপেই কামড় দিক,ওষুধ একই।

উপরের চারটি সাপ বাদেও আমাদের দেশে শঙ্খচূর নামে ( ব্রান্ডেড ক্রেইট) কালো হলুদ ব্রান্ড করা একটা সাপ পাওয়া যায় যেটা মারাত্মক বিষধর। কিন্তু এযাবৎকালে এই সাপের কামড়ের কোন নজির নেই৷ এটা কাউকে কামড় দেয় না।

* সাপে কামড় দিলে হাত পায়ে বা শরীরের যেকোন স্থানে বাধন দেওয়ার কোন প্রয়োজন নেই৷ এতে উপকার হয় ই না,বরং আপনার বাধন দেওয়া অঙ্গে রক্ত চলাচলে অসুবিধার কারনে অঙ্গটি নষ্ট হতে পারে৷ ( রাসেলস ভাইপার এর কামড়ে হেমোটক্সিন বিষের প্রভাবে অঙ্গহানী হওয়ার সম্ভাবনা বেশি থাকে)

* আক্রান্ত স্থান ব্লেড দিয়ে চিড়ে দেওয়ার কোন দরকার নেই। এতে রোগী অতিরিক্ত রক্তক্ষরণে মারা যেতে পারে।

* সাপ কামড় দিলে আতঙ্কগ্রস্থ হওয়ার কিছু নেই। সঠিক সময়ে এন্টিভেনম নিলে বাঁচার সম্ভাবনা প্রায় ১০০%।
আতঙ্কগ্রস্থ হলে হার্ট ফেইলার হয়ে আপনি মারা যেতে পারেন।

* কালাচ সাপের কামড়ে সবচেয়ে বেশি মানুষ মারা যায়৷ এরা রাতে মানুষের বিছানার পাশে চলে আসে। এদের বিষে জ্বালা যন্ত্রণা করে না এবং কামড় দিলে চিহ্ন ঠিকভাবে বোঝা যায় না ( বিষদাঁত খুব ছোট) বলে মানুষ বুঝতে পারে না তার সাপে কামড় দিয়েছে। তাই মেঝেতে ঘুমাবেন না,মশারী লাগিয়ে ঘুমাবেন।

*** সর্বোপরি যে সাপেই কামড় দিক,ওঝার কাছে কখনই যাবেন না।
মনে রাখবেন, একমাত্র এন্টিভেনমই আপনাকে বাঁচাতে পারে৷ তাছাড়া দুনিয়ার আর কিছুই আপনাকে সাপের কামড় থেকে বাঁচাতে পারবে না৷

কি যুগ আইসা গেলো
04/07/2025

কি যুগ আইসা গেলো

রঙ্গন
03/07/2025

রঙ্গন

এটা কার ব্রাশ হতে পারে
14/06/2025

এটা কার ব্রাশ হতে পারে

আসলেই
12/06/2025

আসলেই

বছরের শেষ লিচু
12/06/2025

বছরের শেষ লিচু

12/06/2025

আল্লাহ্ কাউকে নিরাশ করেন না

07/06/2025

বরের কাছে এবারো ঈদ বোনাস পেলাম না। অবশ্য এর আগেও কখনও পাইনি

কি দেখা যায়???
04/06/2025

কি দেখা যায়???

Address

Gazipur
1100

Website

Alerts

Be the first to know and let us send you an email when দ্বিধা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share