25/06/2025
"রব যা জানে, তা আমি জানতাম না…"
এক সময় আমার অগাধ বিশ্বাস, ভালোবাসা, ভরসা—সবকিছু ভেঙে চুরমার হয়েছিল। আমি প্রতারিত হয়েছিলাম। দিনের পর দিন আমার সরলতা, আমার ভালোবাসা, আমার বিশ্বাসকে ব্যবহার করা হয়েছিল। যাকে আমি আমার পুরো পৃথিবী ভেবেছিলাম, সে আমাকে শুধু মিথ্যা দিয়েছিল—মিথ্যা কথা, মিথ্যা মায়া। আমি তখন জীবন্ত লাশের মতো হয়ে গিয়েছিলাম।
চোখের পানি শুকিয়ে গিয়েছিল। শুধু একটাই আর্তি ছিল—“হে আল্লাহ, তাকে আমার করে দাও।”
কিন্তু আল্লাহ দেননি।
আমি ভেঙে পড়েছিলাম।
প্রশ্ন করেছিলাম—“আমার সাথেই কেন?”
কিন্তু আজ বুঝি—
আমার রব জানতেন, আমি যা জানি না।
আমার রব শুনতেন, যা আমি শুনতে পেতাম না।
কে আমার সাথে কী উদ্দেশ্য নিয়ে আছে, সেটা জানতেন শুধু তিনি।
তাই তিনি আমাকে রক্ষা করেছেন—আমার সবচেয়ে প্রিয় জিনিসটা দিয়ে না, বরং সেই ভালোবাসার মোহ থেকে মুক্তি দিয়ে।
আমাকে তিনি ভেঙে ভেঙে গড়েছেন—
শিখিয়েছেন দুনিয়ার মানুষ চিনতে,
শিখিয়েছেন ধৈর্য রাখতে,
আর সেই চোখের পানি, দুঃখ আর প্রার্থনার বদলে তিনি দিয়েছেন —
একটা ভালোবাসায় ভরা পরিবার,
একটা নিরাপদ আশ্রয়,
একটা সুন্দর মন-মানসিকতার জীবনসঙ্গী।
যেখানে আমি বউ হয়ে নয়, মেয়ে হয়ে প্রবেশ করেছি।
আজ আমি কৃতজ্ঞ—
আমার সেই রবের প্রতি,
যিনি আমার দোয়ার জবাব ঠিকমতোই দিয়েছেন,
শুধু আমি তখন বুঝিনি।
এখন আমার চাওয়া—এই বিশ্বাস, এই ভালোবাসার যোগ্য হয়ে ওঠা।
আমার নতুন পরিবারকে সবটুকু দিয়ে ভালোবাসা, সম্মান আর দায়িত্ব পালন করা।
হে আল্লাহ, তুমি আমাকে তোমার দেওয়া নেয়া সবকিছুতে কবুল করে নাও।
তোমার দেওয়া এই শান্তি, এই মানুষগুলো, এই ঘর—
এই আমার চির কৃতজ্ঞতা।