সু ভা ষি ণী

সু ভা ষি ণী তুমি আমাকে ঠকাওনি,
আমাকে ঠকিয়েছে তোমার প্রতি রাখা আস্থা বিশ্বাস,
এবং আমার আগ মুহূর্তে করা পরিকল্পনা,
আমি আমার মস্তিষ্কের কাছে বেশ লজ্জিত,,,,,!

06/05/2025

মেনে নিয়েছি

02/04/2025

আমি অভিশাপ দিচ্ছি না, তবে আমি খুব করে চাই! আমার সাথে অন্যায় করা মানুষদের, উপরওয়ালা নিজ হাতে শাস্তি দিক! আজ না হোক, তবে আজ থেকে ১০ বছর পর, বা ১০ যুগ পরে হলেও তারা তাদের কর্মফল ভোগ করুক! তারা উপলদ্ধি করুক, উপরওয়ালা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না! তারা এটাও উপলদ্ধি করুক, অন্য কে ঠকালে, নিজেকেও ঠকতে হয়!!🖤

Two people get into a relationship, then brkUp... One is very happy with her new life, the other can't forget the memori...
29/03/2025

Two people get into a relationship, then brkUp... One is very happy with her new life, the other can't forget the memories of the past......💔

23/03/2025

সম্পর্ক কখনো শেষ হয়না। শেষ হয় দুজনের দেখা। শেষ হয় একসাথে পথচলা। দূরত্ব বাড়তে বাড়তে দুজন দুদিকে চলে গেলেই সম্পর্ক শেষ হয়না। আবার কখনো দেখা হয়, কোনদিন দেখা না হলেও মনে পড়ে যায়। মনের অজান্তেই মনে পড়ে যায়। বিড়বিড় করে পুরনো কথা ভাবি- আমারো
একটা মানুষ ছিল। সে মানুষটা কোথায়? কেমন আছে? ভালো থাকলে ভালো, খারাপ থাকলে আমার কী! আমিও যে তেমন ভালো নেই!
তবু আলাদা হয় মানুষ, আলাদা হবার অভিনয়ে। সম্পর্ক শেষ হয়না, আমরা রাখতে পারিনা। সম্পর্কে জড়ালেই বিপদ, কখনো ভোলা যায়না। প্রত্যেকটা মানুষই বিপদে আছে, যে যার মত করে অল্প, ভয়ংকর কিংবা নিষ্ঠুর "না ভুলতে পারা" জনিত বিপদে 🙂

11/03/2025

কথাগুলো😊

09/03/2025

ছেড়ে গিয়ে ফিরে আসা মানুষ অভিশপ্ত। আমাকে যে ছেড়ে গেছে, সে আর ফিরে না আসুক। অন্য কাউকে বুঝে পাক তার মতো করে তার ভেতর। আমাকে যে ছুড়ে ফেলে দিয়েছে তাকে যেন অন্য কেউ তার মতো করে আগলে রাখে।

যে সবটুকু বিশ্বাস মাড়িয়ে একলা করে গেলো, তার যেন একটু বিশ্বাসের বাতাস লাগে! অন্য কাউকে আমার মতো বিশ্বাসের বাতাসে ভালবাসুক। বলছি না তাকে সেই বিশ্বাসী মানুষও ভাঙুক। শুধু কামনা বিশ্বাস কেমন বুঝুক।।

অন্য কাউকে বিশ্বাস করে অন্তত তারা বিশ্বাস ভাঙার ব্যথা জানতে শিখুক। যারা বিশ্বাস রেখে ঠুংকো অজুহাতে একলা করে যায় একটা জীবন।
সেই মানুষটার ভেতরে মৃত্যুর মতো সত্য ফুটে জেনে যাক, বিশ্বাসের ভাঙা আয়না ধার দেনায় জোড়া লাগে না।

এলোমেলো কথায় আমাকে যে নির্মম ভাবে ছুড়ে ফেলে দিয়ে গেলো সেই মানুষ গুছিয়ে কাউকে ভালবাসুক। গল্পের জীবনে যেন অন্য কেউ বুঝে পাক তার বিশ্বাসী হাত। আমার মতো করে যেন কাউকে ভাঙা আয়না বিভৎসতায় মুখ দেখতে না হয়।

সাতার না জানা মানুষটা যার হাত ধরে নদী পাড়ি দিতে চেয়ে ডুবে গেছে সে তো গেছেই। কিন্ত যে ভরসা দিয়েছি সেই মানুষ ভরসার অর্থ বুঝে নদী পাড়াপাড়ের আস্থায় আত্মসমর্পণ করুক। আর কারো গোটা জীবন যেন বিশ্বাসের হাতে মৃত্যুর পথে আলিঙ্গন না করে।

সু ভা ষি ণী

03/03/2025

কতটা নিবিড় ভাবে আমি তোমাকে ভালোবাসি!

যোজন যোজন দূর থেকে তোমায় দেখা যায় তবু ছোঁয়া যায় না! প্রচন্ড এলোমেলো তুমি, তবু আলতো করে তোমার চুল সাঁজিয়ে দেয়া যায় না।
তুমি ঘুমিয়েছো কি ঘুমাওনি, খোঁজ হয়তো নেয়া যায়, তবু না ঘুমুলেও তোমায় জোর করা যায় না। তোমার ঘুম পাচ্ছে না শুনে তবুও তোমার চুলে আঙুলের অনুভূতি ছড়িয়ে দেয়া যায় না।
যখন তোমার মন খারাপ হয় খুব আপন কোনো মানুষের অভাবে! তবুও খুব কাছে গিয়ে দুহাত দিয়ে তোমায় বুকের মধ্যে আঁকড়ে নিয়ে বলা যায় না— আমি আছি!
তোমায় না দেখলে, না শুনলে হাসফাস লাগে খুব! তোমার কষ্টে বিষণ্ণতা ছেঁয়ে যায় খুব, তবু চাইলেই চুপচাপ করে তোমার পাশে বসে থাকা যায় না।

কতটা নিবিড় ভাবে ভালোবাসি! অথচ বলা যায় না— আমি আছি, ভালোবাসি।

কোথায় তুমি? কেমন আছো? ঘুমোচ্ছো? ভালোবাসো?

28/02/2025

তোমাকে ভালোবাসার পর আমি ভেবেছিলাম,
পৃথিবীর অন্য কোথাও বোধহয় এতো সুখ নেই;
শত যুদ্ধের পরেও যেন তোমাতে আঁকড়ে থাকতে চেয়েছিলাম।

শক্ত করে ধরে রাখতে চেয়েছিলাম তোমার ওই হাত,
আমার মনে হয়েছিল ওই হাত ছেড়ে দিলে-
আমি পরে যাবো জ্বলন্ত অগ্নিগিরিতে নিঃস্ব হয়ে যাবো আমি।

আজ এতো দিন পরে মনে হলো আমি যেটাকে সুখ মনে করতাম, সেটা ছিল প্রচণ্ড ঝড় হওয়ার পূর্বে শীতল বাতাস;
আর এখন সেই ঝড় বইছে।

হয়ত সেদিনের সুখ আমি একাই উপলব্ধি করেছি,
তাই আজ ঝড়টাও আমার ভেতরেই কেবল বইছে।

যে হাত দুটি ধরে রাখার আমি তীব্র চেষ্টা করেছিলাম,
সে হাতগুলো আমাকে অজানা এক শহরের দিকে নিয়ে গেছে- যেখানে কেবল হাহাকার শূন্যতা-শূন্যতা।

এই শূন্য শহরে শুধু আমিই প্রবেশ করেছি,
যাত্রার পথে ছেড়ে দিয়েছে চেনা মুষ্টি বদ্ধ হাত।

এখন আমি দাঁড়িয়ে আছি অজস্র ঝড়ের মুখোমুখি ,
একবুক হাহাকার নিয়ে শূন্যতার শহরে।

-ফাহমিদ হাসান

27/02/2025

একদিন তুমিই টের পাবে,
দাঁড়িয়ে থেকে চলে যেতে দেখার যন্ত্রণা কত তীব্র। কারোর জন্য ঘন্টার পর ঘন্টা আপেক্ষা করার যন্ত্রণা কতটা তীব্র। চোখে পানি নিয়ে ঘুমিয়ে পরার যন্ত্রণা কতটা তীব্র। স্বপ্ন ভাঙ্গা, সবটুকু গুরুত্ব দিয়েও তীব্র অবহেলা ফেরত পাওয়ার যন্ত্রণা কতটা তীব্র।
কাউকে নিজের সবটুকু ভালবাসা দিয়েও তাকে নিজের করে না পাওয়ার যন্ত্রণা কতটা তীব্র।🥀
হয়তো একদিন তুমিও বুঝবে।

15/02/2025

এক জনম প্রেমের বিনিময়ে-
আমি সস্তা মূল‍্যে তোমার থেকে কয়েকটা দিন কিনেছিলাম।

বাজারে কত্তো প্রেমিক ছিলো ,
কিন্তু কি আশ্চর্য দেখো!.. আমি সব ছেড়ে ছুঁড়ে ,
তোমাকে বেছে নিয়েছিলাম ,
আমার ইস্পাত কঠিন হৃদয়ে শুধু তোমার জন্য জন্ম নিলো নিখাঁদ শিমুল তুলার মতো নরম ভালোবাসা।

এক জীবন বাজী রেখে-
আমি একাকিত্ব আর হতাশার বৃত্ত থেকে বেরিয়ে আমি যখন সদ্য জন্মানো এক কিশোরী ,
ঠিক তখনই তুমি আমাকে ঘাস ফুল হতে বললে!.
আমি ছলছল চোখে পুরো ঘাসের কার্পেটে অটল ঠাঁয় দাঁড়িয়ে রইলাম।
তোমার মাড়িয়ে যাওয়ার অভ‍্যাসে;
কখন যে আমি ঘাসফুল থেকে দূর্বাদলে রুপান্তরিত হলাম টের পাইনি।

কয়েক যুগ পর প্রকৃতির নিয়মে আমার ভিতরেও একটা হাহাকারের নদী জন্ম হতে লাগলো,
জীবন্ত লাশ হয়ে কয়েক হাজার বছর পড়ে থাকার পর;
সদ্য প্রজাপতির মতন উড়তে থাকা সেই কিশোরী আজ কোথায়!?সে কখন,কিভাবে কতোটা নিদারুন যন্ত্রণায় মরে গেলো কেউ জানে না।

আমার সোনাই...
আমি কল্পনাতে তোমাকে দেখেছিলাম,
যে আমার দিকে বাড়িয়ে দিয়েছিলো স্নেহের হাত,নিগাঢ় মমতা,যেখানে কোন করুণা ছিল না!..
যার ছিল বাবার মতন বিছানা পাতা বুক।
সেখানে তো আমি কোন ছলনার গন্ধ পাই নি!..
আমি ভেবেছিলাম-
আমি তোমার বুকে ঘুমের ঘোরে অলস দুপুর ভেবে কাটিয়ে দিবো আমার এক জীবনের সমস্ত ক্লান্তি;
কিন্তু কি আশ্চর্য দেখো সোনাই..
তোমার প্রেম যে এতোটা দুঃস্বপ্নের মতো-
তা আমি ঘাসফুল না হলে জানতামই না।

তোমার ব্যবহার,তোমার বলা প্রতিটা কথা ছিলো আমার হৃদয়ের কাটার আঘাত,
তোমার মুখ ফিরিয়ে নেওয়ার স্বভাব,
তোমার ইউটার্ন নেওয়ার হঠাৎ হঠাৎ পরিকল্পনা,আমাকে রোজ নরক দেখাতে দেখাতে একদিন ভেঙ্গেই দিলো।
অথচ তুমি তা বুঝতেও পারলে না।
কিংবা বুঝতে চাইলে না।
এক সমুদ্র ভালোবাসার অপরাধে আমি মাথা পেতে নিলাম এই নির্বাসন,মেনে নিলাম আমার দুঃস্বপ্নের জীবন ।

আগলে রাখার হাত ভেবে যাকে আঁকড়ে ধরে ছিলাম,
সে হাত কবে কখন ছেড়ে গেছে অযোগ্যতার অযুহাতে
ঝলমলে দুনিয়ায় তা আমি টের পাই নি।
নিজেকে গাছের মতন জন্ম দিতে গিয়ে,
কবে কখন যে আমিই ফিনিক্স পাখি হয়ে গেছি!..মনে নেই।

এখন আমি বুকে আগুন পুষি,সে আগুনে নিত‍্য পুড়ে ছাই আমার শব্দরা,কথারা,কান্নারা,অনুভূতিরা,তোমার মিথ্যা ভালোবাসা, এমনকি পুড়ে পুড়ে নিঃশেষ আমি নিজেও।
আমার এই আগুন পোষা হাত ধরার ক্ষমতা আর তোমার নেই,আর নেই কোন মানুষেরও।
তাই অযথাই মিথ্যে দোষারোপ করো না,
আমি এখন ফিনিক্স পাখি!...আর পোড়াতে পারবে না।

-মায়াবতী

তুমি আমাকে ঠকাওনি, আমাকে ঠকিয়েছে তোমার প্রতি রাখা আস্থা বিশ্বাস, এবং আমার আগ মুহূর্তে করা পরিকল্পনা, আমি আমার মস্তিষ্কে...
26/01/2025

তুমি আমাকে ঠকাওনি,
আমাকে ঠকিয়েছে তোমার প্রতি রাখা আস্থা বিশ্বাস,
এবং আমার আগ মুহূর্তে করা পরিকল্পনা,
আমি আমার মস্তিষ্কের কাছে বেশ লজ্জিত,,,,,!

Every'one সু ভা ষি ণী

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when সু ভা ষি ণী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সু ভা ষি ণী:

Share