Sakib's Obscura

Sakib's Obscura “Visual thinker. Story-driven designer. I craft brands, content, and ideas that not only look good — but feel right.”

10/06/2025

একটা সময় বাংলাদেশ ক্রিকেটের স্বর্ণযুগ ছিলো। ঘরে ঘরে ক্রিকেটের ফ্যান জন্ম নিতো। সবাই তামিম, সাকিব, মুশফিক হইতে চাইতো। এখন সেই ক্রিকেটের খোজ নেয়ার মানুষ কমে গেছে। কারণ ক্রিকেট এখন অসুস্থ।
অপরদিকে বাংলাদেশ ফুটবল দল। যেখানে তেমন কেউ খোজ ও নিতো না। আজকে তাদের স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ। গ্যালারিতে আনন্দ উল্লাসে দর্শক মাতোয়ারা। মানুষ খেলা দেখার জন্য বাইরে পর্যন্ত ভীড় করছে।
এসবই খেলোয়াড়দের পরিশ্রমের ফল।
তারা দেখিয়ে দিচ্ছে একদম নিশ থেকে কিভাবে টপে উঠা যায়। এখন বাংলাদেশ সাউথ এশিয়ার সেরা ফুটবল দল।
আশা করি সামনে আরো অনেক দূর যাওয়া বাকি..
এভাবেই হামজা, জামাল ভূইয়া -দের হাত ধরে এগিয়ে যাক বাংলাদেশ ফুটবল দল ❤️❤️❤️

**যখন কাক অসুস্থ বোধ করে... তখন পিঁপড়ার সন্ধান করে। কাক অসুস্থ বোধ করলে পিঁপড়ার বাসার কাছে গিয়ে বসে, ডানা মেলে দেয়, ...
21/05/2025

**যখন কাক অসুস্থ বোধ করে... তখন পিঁপড়ার সন্ধান করে।
কাক অসুস্থ বোধ করলে পিঁপড়ার বাসার কাছে গিয়ে বসে, ডানা মেলে দেয়, নিশ্চল হয়ে থাকে এবং পিঁপড়াদেরকে তার উপর আক্রমণ করতে দেয়।

কাক এটা করে কারণ পিঁপড়ারা কাকের শরীরে ফর্মিক অ্যাসিড ছড়িয়ে দেয়, যা একটি প্রাকৃতিক পরজীবী-নাশক হিসেবে কাজ করে। এই অ্যাসিড কাককে ছত্রাক, ব্যাকটেরিয়া এবং পরজীবী থেকে মুক্তি পেতে সাহায্য করে, যাতে ওষুধ ছাড়াই এটি সুস্থ হয়ে উঠতে পারে।

এই আচরণকে "অ্যান্টিং" (Anting) বলা হয় এবং বিভিন্ন প্রজাতির পাখির মধ্যে এটি দেখা গেছে। এটি প্রাণীদের স্ব-চিকিৎসার একটি অবিশ্বাস্য উদাহরণ।

প্রকৃতি তার নীরব জ্ঞানের মাধ্যমে আমাদেরকে অবাক করে দেওয়া কখনই বন্ধ করে না!

গাছ যে নিজেই বৃষ্টি ডাকে – প্রকৃতির গোপন বর্ষাদেবতা!সব গাছ শুধু বৃষ্টি বনেই বাঁচে না,কিছু গাছ নিজেরই বৃষ্টি তৈরি করে!দক্...
21/05/2025

গাছ যে নিজেই বৃষ্টি ডাকে – প্রকৃতির গোপন বর্ষাদেবতা!

সব গাছ শুধু বৃষ্টি বনেই বাঁচে না,
কিছু গাছ নিজেরই বৃষ্টি তৈরি করে!

দক্ষিণ আমেরিকার গভীর জঙ্গলে এক অদ্ভুত গাছ জন্মায়, যার নাম এম্বাউবা গাছ (Cecropia)। বিজ্ঞানীরা এই গাছ নিয়ে যা আবিষ্কার করেছেন, তা যেন গল্পের চেয়েও অবিশ্বাস্য।

এই গাছ দিনে প্রচুর পরিমাণে জল মাটির গভীর থেকে টেনে তোলে এবং পাতার মাধ্যমে তা বাতাসে ছেড়ে দেয় – এই প্রক্রিয়াকে বলে ট্রান্সপিরেশন। কিন্তু এম্বাউবা এখানেই থামে না। যখন অনেক এম্বাউবা গাছ একসাথে থাকে, তখন তারা এতটা আর্দ্রতা ছড়িয়ে দেয় যে সেই জলীয়বাষ্প থেকে আকাশে মেঘ জমে – এবং শেষ পর্যন্ত বৃষ্টি নামে।

অর্থাৎ, শুধু টিকে থাকার জন্য নয়, এই গাছেরা নিজেদের এলাকা ঠাণ্ডা রাখে এবং নিজেরাই বৃষ্টিও ডাকে!

প্রকৃতি কতটা জটিল ও বিস্ময়কর, এম্বাউবা গাছ তার এক জীবন্ত প্রমাণ।

তাই গাছ শুধু দাড়িয়ে থাকে—এ ধারণা ভুল। কিছু গাছ সত্যিই বর্ষা নামাতে পারে!

ব্যাথা যে কতটা ভয়ানক হতে পারে তা এ রোগীর চেয়ে ভালো কেউ বলতে পারবে না!এই ছবিতে ৬০ বছর বয়সী এক মহিলার  3D rendered CT scan...
19/05/2025

ব্যাথা যে কতটা ভয়ানক হতে পারে তা এ রোগীর চেয়ে ভালো কেউ বলতে পারবে না!
এই ছবিতে ৬০ বছর বয়সী এক মহিলার 3D rendered CT scan দেখানো হয়েছে, যিনি প্যারোটিড গ্রন্থির ক্যান্সারে ভুগছেন।দূর্ভাগা এ রোগীর ক্যান্সার ছড়িয়ে পরে হাড়ে ( Bone metastasis)। ছবিতে নিতম্বের ইলিয়াম হাড়ে বড় বড় ক্ষত দেখা যাচ্ছে।এ ক্ষত গুলো প্রচন্ড যন্ত্রণাদায়ক এবং অবিরত হাড় ভেঙে যাওয়ার ব্যাথার মত ব্যাথার সৃষ্টি করে।মেরুদণ্ডে ও ক্যান্সার ছড়িয়ে পড়ায় একটি Compression fracture (চাপজনিত ভাঙন) হয়েছে।এ ধরনের রোগী ব্যথার চোটে প্রতিক্ষণে সৃষ্টিকর্তার কাছে মৃত্যু কামনা করে দোয়া করে।
“আসআলুল্লাহাল আযিম, রব্বাল আরশিল আযিমি আন ইয়াশফিয়াক।”
অর্থ:
“আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, যিনি মহান আরশের অধিপতি, যেন তিনি আপনাকে আরোগ্য দান করেন।”
- Dr. Abu Rayhan

22/06/2024

রাসেল ভাইপার সমস্যার সমাধান 😵‍💫

সবুজ নান্দনিকতার অনন্য অলংকারীক বাগানবিলাস। বাগানবিলাস - ইংরেজি নাম : Bougainvillea ; বৈজ্ঞানিক নাম: Bougainvillea spect...
19/06/2024

সবুজ নান্দনিকতার অনন্য অলংকারীক বাগানবিলাস।
বাগানবিলাস - ইংরেজি নাম : Bougainvillea ; বৈজ্ঞানিক নাম: Bougainvillea spectabilis ।
গোলাপী, লাল, হলুদ বিভিন্ন রঙের অধিকারী এ ফুল গাছটির আদি নিবাস ব্রাজিল ও দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে উৎপত্তি হয়েছে। মূলত উষ্ণমণ্ডলীয় দেশসমূহ সহ মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে গৃহসজ্জ্বা কিংবা বাড়ির চারপাশের সৌন্দর্য্য বৃদ্ধিতে লতাজাতীয় গুল্ম হিসেবে বাগানবিলাস জন্মানো হয়। ফরাসী আবিস্কারক লুই অটোইন ডি বোগেইনভিলিয়া'র নাম অনুসারে এ গাছের নামকরণ রাখা হয়েছে বোগেইনভিলিয়া। শীত, বসন্ত এমনকি সারা বছর বাগানে শোভা পায় ফুলটি। তাই রবীন্দ্রনাথ ঠাকুর বৈজ্ঞানিক নামের সঙ্গে সঙ্গতি রেখে নামকরণ করেন বাগানবিলাস।
এ গাছটির প্রায় ১৮ প্রজাতি রয়েছে। এর অনেকগুলোই বিশ্বের সর্বত্র গরম আবহাওয়ায় ছায়াচ্ছন্ন পথ তৈরী ও বারান্দার শোভা বর্ধনে চাষাবাদ করা হয়। এ প্রজাতির গাছগুলো ২০ থেকে ৩০ মিটার পর্যন্ত উচ্চতাবিশিষ্ট হয়।
সাজসজ্জ্বায়ভূষিত গাছ হিসেবে অত্যন্ত পরিচিত। ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, আরুবা, ফিলিপাইন, বাংলাদেশ, থাইল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইউনান, চীন, তাইওয়ান, ভিয়েতনাম, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, গ্রীস, স্পেন, তুরস্ক, সাইপ্রাস, সিঙ্গাপুর, ভূ-মধ্যসাগরীয় অঞ্চল, ক্যারিবীয় দ্বীপপুঞ্জ, মধ্য আমেরিকা, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল, হাওয়াই প্রমূখ দেশে এ গাছের উৎপাদন সবিশেষ লক্ষণীয়।
অনেক প্রজাতির বাগানবিলাস রাষ্ট্রীয় প্রতীক হিসেবে গুয়াম দ্বীপপুঞ্জ মাতসু দ্বীপপুঞ্জ এবং তাইওয়ানের পিংটুং কাউন্টি; মালয়েশিয়ার ইপোহ; ফিলিপাইনের তাগবিলরন; ক্যালিফোর্নিয়ার কেমারিলো, নাগুনা নিগুয়েল, স্যান ক্লিমেন্টে, চীনের কুয়াংতুং প্রদেশের শেনচেন, হুইচৌ, চুহাই এবং চিয়াংমেন; ওকিনাওয়ার নাহায় প্রচলিত রয়েছে।

রাসেল ভাইপার///চন্দ্রবড়া।।এই সাপের বিশেষত্ব হচ্ছে, এরা খুবই বিষাধর। কাউকে ছোবল দিলে এন্টি ভেনম দিলেও বাঁচার সম্ভাবনা ২০%...
19/06/2024

রাসেল ভাইপার///চন্দ্রবড়া।।
এই সাপের বিশেষত্ব হচ্ছে, এরা খুবই বিষাধর। কাউকে ছোবল দিলে এন্টি ভেনম দিলেও বাঁচার সম্ভাবনা ২০%.।।এন্টি ভেনম এটার টা নাই এ দেশে।
আর এই দেশের জলবায়ুতে প্রকিতৃতে এদের কোন অবদান নাই।
আরও ভয়ংকর ব্যাপার হল অন্যান্য সাপ সাধারণত নিজেরা আক্রান্ত হলে কিংবা সরাসরি কারও সামনে পড়লে ছোবল দেয় অন্যথায় কামড় দিতে আসে না বরং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু রাসেল ভাইপার দূরে থেকে মানুষ দেখলেও তেড়ে আসে আর কামড় দেওয়ার চেষ্টা করে।
অন্য সাপ ১ রকম বিষ ধারন করলেও,,রাসেল ভাইপারের বিষ একই সাথে ৫/৬ ধরনের হয়।
এই সাপ খুবই দ্রুত বংশ বিস্তার করে
এরা সরাসরি বাচ্চা দেয়---৫০ থেকে ৮০ টি পর্যন্ত বাচ্চা দিতে পারে।
সম্প্রতি,, রাজশাহী,, ময়মনসিংহ, চাঁদপুর, বরিশাল সহ ঢাকার নিকটবির্তী মানিকগঞ্জ,মাওয়া ও পদ্মার তীরবর্তী এলাকায় এই সাপের উপদ্রব বেড়েছে।
তাই সরকারিভাবে যদি এই সাপ নিধনের উদ্যোগ না নেয়া হয় তাহলে বর্ষার মৌসুমে সারা বাংলাদেশে এই সাপ ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। যা দেশের প্রান্তিক জনগোষ্ঠী সহ সকল স্তরের মানুষের জন্য হুমকী স্বরূপ।
জনসাধারণের উপকার এর জন্য শেয়ার করতে পারেন।

16/06/2024

শত সমস্যার সমাধান, এক পৃথিবী সুখ লুকায়িত তোমাতে 💐

Eid Mubarak Everyone 🥰
16/06/2024

Eid Mubarak Everyone 🥰

সুদিন আসতে ক দিন বাকি ?
18/05/2024

সুদিন আসতে ক দিন বাকি ?


সময় বৃথাতুমি বললে না, বোকা ভেবে গেলে আমারে ।
11/05/2024

সময় বৃথা
তুমি বললে না,
বোকা ভেবে গেলে আমারে ।


May your Eid celebrations be surrounded by the love of family and friends, and may every moment be cherished.-EID MUBARA...
10/04/2024

May your Eid celebrations be surrounded by the love of family and friends, and may every moment be cherished.
-EID MUBARAK

Address

Gazipur

Telephone

+8801782234560

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sakib's Obscura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sakib's Obscura:

Share