13/08/2024
আসসালামু আলাইকুম
আশা করি সবাই এই পোস্ট টা পড়বেন এবং শেয়ার করে অন্য কে দেখার সুযোগ করে দিবেন।
আমি আজকে একটা বিষয় নিয়ে কিছু কথা বলবো।
সমন্বয়ক নাহিদ ইসলাম ওনি এই দেশ কে স্বাধীন করার জন্য কি পরিমান লড়াই করেছেন তা তো আমরা সবাই কম বেশি জানি তাই না? এমন কি মৃ'ত্যু'র মুখ থেকেও মহান আল্লাহ তায়া’লা তাকে বাঁ'চি'য়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ।
এখন ওনি টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এটা কি এমনি এমনি পেয়েছেন? অবশ্যই না! তার মধ্যে এমন কিছু প্রতিভা আছে বলেই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
এটাতে ও অনেকের সমস্যা আছে কেন ভাই? কিছু দিন অপেক্ষা করেন দেখেন ওনি কিভাবে দায়িত্ব পালন করেন। তাকে একটু সময় দেন।
শুধু শুধু ওনার পিছনে পড়ে আছেন? বিশেষ করে ওনার ব্যক্তিগত জীবন নিয়ে এতো সমস্যা কেন ভাই আপনাদের। বুজলাম না! নিউস ফিডে গত তিন চার দিন ধরে ঢুকতে পারছি না। ঢুকলেই ওনাকে নিয়ে পোস্ট। যেমন আপনারা ওনার এক মাএ ছোট বোন হিরা কে বউ বানিয়ে দিচ্ছেন। আবার ওনার বন্ধু নুসরাত তাবাসসুম আপুকে বউ বানাচ্ছেন। মানে সিরিয়াসলি! আর মানুষ তো আছেই কিছু পেলেই সেটা নিয়ে হাজার হাজার বাজে মন্তব্য করবে মানুষকে ছোট করে কথা বলবে। কেন এসব করছেন?
এখন অনেকে বলবেন যে ওটা ওনার বোন বা বন্ধু জানতাম না। জানতেন না যখন তখন কেন না জেনে এসব নিয়ে পোস্ট করবেন? এগুলো কি মজা করার জিনিস? এটার অধিকার কি আপনাদের আছে অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার? এখন ওনার জায়গায় যদি আপনার বোনকে নিয়ে কেউ এসব করতো তখন আপনার কেমন লাগতো? অন্য কে ছোট না করে একবার তার জায়গায় আপনাকে রে'গে দেখেন কেমন লাগে। ভাই বোনের পবিত্র বন্ধনটাকে আপনার কি বানিয়ে দিচ্ছেন। দয়া করে এসব করবেন না।
আল্লাহ ছা'ড় দেন! কিন্তু ছে'ড়ে দেন না। সাবধান।
ওনার বউ কে? এসব জেনে কী আপনাদের কোনো কাজ আছে। ওনার যখন সময় হবে ওনি নিজেই পরিচয় দিবে। সো আপনারা এসব পোস্ট করা বন্ধ করুন। এসব নেওয়া যাচ্ছে না আর!!
পরিশেষে বলবো নিজের জীবন নিয়ে ভাবুন। অন্যের জীবন নিয়ে নয়! আলাহ তায়া’লা সবাইকে হেদায়েত দান করুন আমিন।
আমি যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।
© মুসকান !🌸