খবর প্রতিদিন

  • Home
  • খবর প্রতিদিন

খবর প্রতিদিন video blogger and video creator ,Bangla video, Bangla news video creator. নিউজ ব্লগ
(1)

23/06/2025

কাজটা কি ঠিক করল,,সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে জু’তা’র মালা। কমেন্ট করুন

22/06/2025

আবারো বেড়েছে করোনার দাপট??
করুনার আরও পাঁচ জনের মৃ/ত্যু শনাক্ত 36

22/06/2025

ইসরাইলে ইরানের হামলায় নিহত ২৪
ইসরাইলে ইরানের হামলায় গত ১০ দিনে ২৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির জরুরি চিকিৎসা পরিষেবা।

বর্ষার ফুটন্ত ফুল কদম
22/06/2025

বর্ষার ফুটন্ত ফুল কদম

20/06/2025

পৃথিবীতে সবাই শান্তির জন্য আসে,, যুদ্ধ মানুষের শান্তি বয়ে আনতে পারেনা,, সব সম্প্রদায় যেন শান্তিতে থাকুক এটাই মূল মন্ত্র।

16/06/2025

পবিত্র ঈদে জনগণের ভোগান্তি,, ভুগান্তির আরেক নাম এটিএম বুথ,, সারা বাংলাদেশে গার্মেন্টস ফ্যাক্টরির বেতন ডাচ-বাংলা ব্যাংকে দেওয়ার কারণে,, এটিএম বুথে অতিরিক্ত চাপ পড়ে,, এতে গার্মেন্টস কর্মী ও সাধারণ মানুষের টাকা-পয়সার প্রয়োজনে,, বাংলাদেশের সব জায়গায় দীর্ঘ লাইন দেখা গেছে,, তাছাড়া এটিএম বুথে টাকা না পাওয়ায়, মানুষ দিনের পর দিন টাকা না নিয়েই বাড়িতে ফিরছে,, আশা করি ঈদের ছুটি কেটে গেলেই এগুলো সমাধান হয়ে যাবে,, তবে কর্তৃপক্ষ যেহেতু এতগুলো ব্যাংকে একাউন্ট করে ফেলেছে মানুষের,, সেই ক্ষেত্রে চাহিদা অনুযায়ী তাদের এটিএম বুথে টাকা সরবরাহ না করায় মানুষের ভোগান্তি বেড়েছে,, এতে সমাধান হতো গার্মেন্টস ফ্যাক্টরি ও অন্যান্য কল কারখানার বেতন যদি আগের মতো তাদের হাতে হাতে দিয়ে দিত তাহলে,, এটিএম বুথে এতটা চাপ পড়তো না,, আর মানুষ দীর্ঘ লাইনও দিতে হতো না,, তাই কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি।

16/06/2025

পবিত্র ঈদকে কেন্দ্র করে,, প্রকাশ্য চলছে ডাকাতি,, ১০০ টাকার ভাড়া ৩০০ টাকা,, ৩০০ টাকার ভাড়া ৬০০ টাকা,, কোন ক্ষেত্রে ৩০০ টাকার ভাড়া ৯০০ টাকা,, তার উদাহরণস্বরূপ,, ময়মনসিংহ থেকে রামপুর বাজার ভাড়া ৩০০ টাকা,, ঈদের পূর্বে ছিল ১২০ টাকা,, দেশে প্রশাসন বলতে কিছুই নাই,, আমারও চলতি পথে,, এক আর্মি তার আত্মীয়-স্বজনকে তুলে দিল ২৫০ টাকায়,,, সে নিজে প্রতিবাদ না করে,, আমার মনে হয় ওই দলের পক্ষ থেকে কিছু টাকা পয়সা নিয়ে,, প্রতিবাদ না করে তারা ৩০০ টাকা ভাড়া নিতে উৎসাহিত করেছে।

06/06/2025

ফ্রি ইন্টারনেট,, ফ্রি ইন্টারনেট,, ফ্রি ইন্টারনেট,,
ঈদ উপলক্ষে ২০ জিবি ইন্টারনেট ফ্রি, বা ৩০ জিবি ইন্টারনেট ফ্রি, ফেসবুক প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন চলতেছে, এগুলো হচ্ছে প্রতার,ক চ,ক্র এগুলো থেকে সবাই সাবধান থাকবেন,,

05/06/2025

বনফুল বলে কেউ হেলা করিও না

বড়লেখা চা বাগানের অপার সৌন্দর্য
03/06/2025

বড়লেখা চা বাগানের অপার সৌন্দর্য

02/06/2025

সিলেট বড়লেখা উপজেলার সুন্দর একটি মসজিদ

ইন্টারনেটের দাম কমানো হয়েছে ২০২৫/২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ইন্টারনেট ও মোবাইল সেবা ব্যবহারকারীদের জন্য সুখবর। সরকা...
02/06/2025

ইন্টারনেটের দাম কমানো হয়েছে ২০২৫/২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ইন্টারনেট ও মোবাইল সেবা ব্যবহারকারীদের জন্য সুখবর। সরকারের পক্ষে ইন্টারনেট ও মোবাইল অপারেটরদের কর কমানোর মাধ্যমে সেবাগুলো আরও সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের ইন্টারনেট সেবার ওপর উৎসে কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এর কারণে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে অর্ধেক কম কর দিতে হবে, যা সরাসরি গ্রাহকদের খরচ কমানোর পথ খুলে দেবে। একই সঙ্গে মোবাইল অপারেটরদের টার্নওভার কর ২ শতাংশ থেকে কমিয়ে ১.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সোমবার (২ জুন) বিটিভির মাধ্যমে জানান, এই কর হ্রাসের ফলে মোবাইল ও ইন্টারনেট খাতের আর্থিক চাপ কমবে। ফলে তারা সেবার মান উন্নয়ন ও নতুন প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াতে পারবে, যা গ্রাহকদের জন্য উন্নত ও সাশ্রয়ী সেবা নিশ্চিত করবে। প্রস্তাবিত বাজেটের মোট আয়-ব্যয় ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা গত অর্থবছরের চেয়ে ৭ হাজার কোটি টাকা কম।

বাজেট চূড়ান্ত হওয়ার পর উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বৈঠক সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। অনুমোদন মিললে ১ জুলাই থেকে বাজেট কার্যকর হবে। সরকারের এই পদক্ষেপ ডিজিটাল সেবা ও টেলিযোগাযোগ খাতকে আরও শক্তিশালী করবে এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সাশ্রয়ী ও উন্নত ইন্টারনেট ও মোবাইল সেবা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when খবর প্রতিদিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to খবর প্রতিদিন:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share