18/09/2025
#ঠাকুরগাঁও_জেলা'র যেসকল প্রতিযোগী ❝সেরাদের সেরা-সিজন ৬❞ এ অংশগ্রহণ করতে চান,
সসাস এর ওয়েবসাইট থেকে অনলাইনে ফর্ম পূরণ করতে পারেন
অথবা
#অফলাইনে ফর্ম পূরণ করে রেজিষ্ট্রেশন করতে যোগাযোগ করুন আমাদের সাথে।
যোগাযোগ : 📳01782685772
সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)-এর উদ্যোগে ৬ষ্ঠ বারের মতো আয়োজন হতে যাচ্ছে, জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ❝সেরাদের সেরা-সিজন ৬❞
🎙️প্রতিযোগিতার বিষয়:
১। গান
২। অভিনয়
৩। আবৃত্তি
রেজিস্ট্রেশনের শেষ সময়:
০১ অক্টোবর ২০২৫
রেজিস্ট্রেশন ফি: ১০০৳
🏅পুরস্কার
চ্যাম্পিয়ন: নগদ ১ লক্ষ টাকা (ক্রেস্ট + সনদ)
১ম রানার আপ: নগদ ৭৫ হাজার টাকা (ক্রেস্ট + সনদ)
২য় রানার আপ: নগদ ৫০ হাজার টাকা (ক্রেস্ট + সনদ)
৩য় ও ৪র্থ স্থান: ক্রেস্ট + সনদ + নগদ অর্থ
(এ ছাড়াও মোট ১০ জনকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে)
🎗️নিয়মাবলি:
১- প্রতিযোগিতা থানা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে।
২- প্রতিটি বিষয়ে ক ও খ গ্রুপ থাকবে।
ক-গ্রুপ: ১ম থেকে ৮ম শ্রেণী পর্যন্ত (মেয়েদের ক্ষেত্রে ৪র্থ শ্রেণি পর্যন্ত অংশগ্রহণ করতে পারবে)
খ-গ্রুপ: ৯ম থেকে মার্স্টাস পর্যন্ত।
৩- অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রতিযোগীরা সসাসের ওয়েবসাইট (www.sosasbd.org) গিয়ে সেরাদের সেরা ব্লগে গিয়ে রেজিস্ট্রেশন ফরম যথাযথ ভাবে পূরণ করে আবেদন সাবমিট করতে হবে।
৪- এছাড়াও জেলা ভিত্তিক সসাসের প্রতিনিধির মাধ্যমে সরাসরি ফরম সংগ্রহ করে আবেদন করতে পারবে।
৫- রেজিস্ট্রেশন ফরম অনলাইনে সাবমিট ব্যতীত কোন প্রতিযোগি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না।
৬- রেজিস্ট্রেশন ফি:১০০/- টাকা অনলাইন ফরম পূরণের সময় নির্ধারিত নিয়মে বিকাশ পেমেন্ট করতে হবে।
৭- কোন প্রতিযোগি একের অধিক বিষয়ে প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে তাকে অবশ্যই ভিন্ন ভিন্ন ফরম পূরণ ও পেমেন্ট করে অনলাইন সাবমিট নিশ্চিত করতে হবে।
🌐যোগাযোগ:
📱 01760-626742 (WhatsApp)
📧 [email protected]