Darul ohi model madrasah

Darul ohi model madrasah this is a page darul ohi model madrasha gazipur,there are uploaded and islami waz gojol and video,

19/06/2023

ফকির হয়ে যাওয়ার আগে আল্লাহর রাস্তায় দান কর।

15/06/2023

🔹নুয়ে গেছে মাথা-রয়ে গেছে অহংকার।

#আবু জাহেলের গর্দানে সাহাবী ইবনে মাসঊদ (রাঃ)-এর পা। আফরার দুই কিশোর ছেলে [মু'আয ও মু'আওবিয] তলোয়ারের ভাষায় একেবারে নাস্তানাবুদ করে দিয়েছে তাকে। বদরের কোন এক প্রান্তে উর্ধ্বশ্বাসে কাতরাচ্ছে সে। খানিকক্ষণ পরেই শ্বাসনালী দিয়ে বেরিয়ে যাবে জীবনের শেষ নিঃশ্বাস। আর কুল কায়েনাতের সব সৃষ্টিজীব আনন্দে উদ্বেলিত হবে আরেকবার। [বুখারীঃ6512]

যে কিনা যমীনের উপর রাজ করে চলেছে বছরের পর বছর; আজ সেই কিনা মুখ থুবড়ে পড়ে আছে যমীনের উপর। যে কিনা প্রিয় নাবীকে হত্যা করতে চক্রান্ত করেছে বারংবার অথচ সেই কিনা আজ কিশোরদ্বয়ের হাতে হত্যার শিকার।

#এই তো সেই আবু জাহেল যে কিনা অহংকার আর ক্ষমতার দাপটে সত্যকে ডিনাই করেছে অবিরাম। প্রিয় নাবী (সাঃ)-কে জন্মভূমি মক্কা থেকে বিতাড়িত করেছে সে। আর তিনি বেরিয়ে যাওয়ার সময় শত কষ্ট বুকে নিয়ে আক্ষেপ করে বলেছেনঃ ওহে মাক্কাহ! তোর থেকে যদি আমাকে বের করা না হত তবে কখনোই আমি বের হতাম না।[তিরমিযীঃ3925]

আপনার কি মনে হয় এ কথা বলার সময় কি তাঁর চোখের পাঁপড়ি ভিজেনি❓যিনি জন্মের আগে হারিয়েছেন বাবা, জন্মের ছ'বছর পর মা আর আট বছরে দাদা। তায়েফে পাথরের আঘাতে রক্তাক্ত হয়েছেন বিনা দোষে। একই বছরে হারিয়েছেন শ্রেষ্ঠ জীবনসঙ্গিনী খাদিজা (রাঃ)-কে। আর এখন কিনা নিজের জন্মভূমিটাও ছেড়ে চলে যেতে হচ্ছে। কিছুই তো আর রইল না।

নাহ। মক্কা থেকে বের করেই জাহেলটা ক্ষান্ত হয়নি। সে ষড়যন্ত্রের জাল বুনন করেছে মদীনা অব্দি। সময়ে সময়ে যুদ্ধের দামামা বাজিয়েছে ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে। তাদের এহেনও ষড়যন্ত্রের বৃত্তে পড়ে শান্তিমত ঘুমোতে পারেন নি আমাদের প্রিয় নাবী। তাই একটু নিশ্চিন্তে ঘুমানোর জন্য সা'দ (রাঃ)-কে রেখেছেন পাহারাদার।[মুসলিমঃ6125]

ইসলামকে মাটির সাথে মিশিয়ে দিতে কত শত কূটকৌশল রচনা করেছে আবু জাহেল অথচ আজ সে কিনা মাটির সাথে মিশে আছে। মাটির সাথে মিশেনি ইসলাম কিন্ত মিশে গিয়েছে আবু জাহেল। মাটির সাথে লেপ্টে আছে তার বডি। আজ মৃত্যুর দূত তার সামনে হাজির। নিয়ে যাওয়া হবে তাকে আর পবিত্র করা হবে এ যমীন।

#দেখুন, যখন সে মুমূর্ষু অবস্থায় জীবনের অন্তলগ্নে এসে পৌঁছেছে তখনও সে দাম্ভিকতার সুরে বলেছেঃ
وهل فوق رجل قتلته؟
“তোমরা কি আমার চেয়ে শ্রেষ্ঠ কাউকে হত্যা করতে পেরেছ”❓[মুসলিমঃ4554]

দেখেছেন তার অহংকারের ভিত্তি কত মজবুত! বস্তুত আবু জাহেলের অহংকারের পরিমাণ পরিমাপ করা অসম্ভব।

আচ্ছা সে কি নিজের ভুল স্বীকার করেছে❓

নাহ। সে স্বীকার করেনি তার ভুল। স্বীকৃতি দেয়নি আল্লাহ ও তাঁর রসূলকে। বরং তার আচরণে স্বীকৃতি পেয়েছে তার অহংকারের। শুধু অহংকার।

#শুধু কি তাই, মুমূর্ষু অবস্থায় সে আরো বলেছেঃ
فلو غير أكار قتلني؟
“আমাকে যদি চাষীরা [যে দুই বালক তাকে হত্যা করেছে তাঁরা মদীনার আর তাঁরা কৃষিকাজ করত] হত্যা না করে বড় কোন বীর-বাহাদুর হত্যা করত তবে কতইনা ভালো হতো”❗[বুখারীঃ 4020]

সে কিন্ত ইসলাম গ্রহণ করতে চায়নি বরং সে চেয়েছে তাকে যদি কোন বীর বাহাদুর হত্যা করত তবে কতইনা ভালো হত! চিন্তা করতে পারেন কতটা অহংকার আর জেদ থাকলে মানুষ মৃত্যুর সময়ও এমন কথা বলতে পারে❓ যেন অহংকার আর জাহালাত একেবারে গিলে ফেলেছে জাহেলটাকে। তার তরে আবু জাহেল নামটা বুঝি যথার্থই হয়েছে। আরে ফেরাউন তো জলের জাঁতা খেয়ে কালিমা পড়ার চেষ্টা করেছে কিন্ত আবু জাহেল তলোয়ার আঘাত খেয়েও কালিমা পড়ার চেষ্টাটুকুও করেনি।

চলে গেছে আবু জাহেল কিন্ত রয়ে গেছে তার আদর্শিক চেলা চামুন্ডারা। এ চিরন্তন সত্য কথাটি ভুলবার নয়- “কেউ যদি আবু জাহেল হয় তবে তার পরিনাম হবে আবু জাহেলের মতই।”

ইতিহাস সাক্ষী এই ভূ-রাজ্যে রাজ করা সব দাম্ভিক ও স্বৈরাচারীদের জীবন নাশ হয়েছে খুবই সিম্পলভাবে এবং সাধারণ মানুষদের হাতে। অজ্ঞের বাবা তার জ্বলন্ত প্রমাণ।

13/06/2023

মীম।
১ম শ্রেণী।

🌷দারুল ওহী মডেল মাদরাসা🌷🌿শরিফপুর সরকার পাড়া_গাজীপুর🌻🌹শিশু শ্রেনীর ছাএ/ছাএীদের ইংরেজি লিখার প্রচেষ্ঠা🌿
13/06/2023

🌷দারুল ওহী মডেল মাদরাসা🌷
🌿শরিফপুর সরকার পাড়া_গাজীপুর🌻
🌹শিশু শ্রেনীর ছাএ/ছাএীদের ইংরেজি লিখার প্রচেষ্ঠা🌿

12/06/2023

মাশাআল্লাহ।
কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন।
অসাধারণ কথা।

🌷দারুল ওহী মডেল মাদরাসা🌷🌿শরিফপুর সরকার পাড়া_গাজীপুর🌻🌹শিশু শ্রেনীর ছাএ/ছাএীদের বাংলা লিখার প্রচেষ্ঠা🌿
12/06/2023

🌷দারুল ওহী মডেল মাদরাসা🌷
🌿শরিফপুর সরকার পাড়া_গাজীপুর🌻
🌹শিশু শ্রেনীর ছাএ/ছাএীদের বাংলা লিখার প্রচেষ্ঠা🌿

11/06/2023

নাঈম ইসলাম,
শিশু শ্রেণী।
ছাএ , দারুল ওহী মডেল মাদ্রাসা গাজীপুর।
https://youtube.com/

09/06/2023

ঘুমানোর সময় যে দোয়া পড়িতে হয়।
,,,,,,শিশু শ্রেণীর ছাত্র।

08/06/2023

নাইমা ,
১ম শ্রেণী।
দারুল ওহী মডেল মাদ্রাসা গাজীপুর।

06/06/2023

জান্নাত।
শিশু

Address

Gazipur Hariken
Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Darul ohi model madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Darul ohi model madrasah:

Share