07/09/2024
কিছু পোলাপানের পোস্ট দেখে হাসবো নাকি কাঁদবো বুঝতেছিনা। জাতীয় সঙ্গীত নিয়ে পরছে যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিৎ নাকি উচিৎ না? কেউ কেউ আবার বলছে যে ডিজে গান দেয়া হোক, ভাই তোরা যা শুরু করছিস তোদের জন্য নারগিস আপা আর হিরো আলমের গান দেয়া উচিত। ফালতু যতসব। জাতীয় সঙ্গীত কি দুষ করছে??
মনের মাধুর্য মিশিয়ে গান টা শুনে দেখিস ভাই গান গাওয়া লাগবে না।
কিসের মধ্যে কি পান্তা ভাতে ঘি মিশানো হচ্ছে আর কিছুইনা
বি:দ্র: ভালো না লাগলে এরিয়ে যান ধন্যবাদ।।