Adhar

Adhar Here I will be posting videos on dark things like scary, murder, mystery etc. Enjoy!!

আমার মনে হয় মেয়ে জন্মানোর ৪০ দিন পর তাদের জন্য ছেলে দেখে বিয়ে দিয়ে দেওয়া উচিত।এর অনেক রিজন আছে,বেনিফিটস ও আছে। একটা মেয়ে...
27/12/2024

আমার মনে হয় মেয়ে জন্মানোর ৪০ দিন পর তাদের জন্য ছেলে দেখে বিয়ে দিয়ে দেওয়া উচিত।
এর অনেক রিজন আছে,বেনিফিটস ও আছে। একটা মেয়ে কমপহ্মে ১৬-২০ বছর নিজের বাবার বাড়ি থাকে, বাবা মায়ের শিহ্মায় শিক্ষিত হয়,আদব- কায়দা শেখে।
তারপর কি হয়,তাদের বিয়ে দেওয়া হয়। তারপর শুরু হয় আসল খেলা।

মেয়ের হাঁটা ভালো না,কাজ ভালো না,আচার আচরণ ভালো না, কথার ধরন ভালো না,বাপের বাড়ি থেকে ভালো শিক্ষা পায় নি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে এর থেকে পরিএাণের উপায় কি? মেয়ের ৪০ দিন পার হইলেই ছেলের বউ করে নিয়ে আসো আর নিজের শিক্ষায় শিক্ষিত করো,সিম্পল।
শুধু শুধু নিজের বাড়ির বউ কে বছরের পর বছর অন্যের বাড়িতে রেখে বড় করে উল্টো পাল্টা শিক্ষা গ্রহণ করানোর তোহ কোনো মানে হয় না।🫣
Collected

মানুষের নজর যে সত্যি লাগে এইটার কিছু কাহিনী শুনাই চলেন -১. একসময় কোমড় সমান ঘন কোঁকড়া চুল ছিলো। দুইটা বেনী করলে মনে হইতো...
17/12/2024

মানুষের নজর যে সত্যি লাগে এইটার কিছু কাহিনী শুনাই চলেন -

১. একসময় কোমড় সমান ঘন কোঁকড়া চুল ছিলো। দুইটা বেনী করলে মনে হইতো মোটা মোটা সা/প। একবার এক খালাম্মা আমার চুল ধরে জোরে টেনে বলে," বাবাগো কি মোটা চুল!" ঐযে পড়া শুরু হইলো আর থামলো না। এখনো পড়তেই আছে। মাথায় যতটুকু চুল আছে সেইটা শুধু একটু যত্ন নেই বলে।

২. আম্মাকে নিয়ে পোস্ট করলেই কোনো না কোনো বিষয়ে আম্মার সাথে সম্পর্ক খারাপ হইতো। ২/৩ দিন কথা হইতো না। একবার আম্মার একটা স্ক্রিনশট দিয়ে কি জানি লিখসিলাম। এরপর টানা ৬দিন আমার সাথে আম্মার কিছু ঠিক ছিল না।

৩. আমার স্কিন আল্লাহর রহমতে স্পট নাই৷ একবার একজন এক্কেবারে স্কিনে হাত বুলায় বলে বাবাগো তোমার স্কিন কি সুন্দর। এখন পর্যন্ত স্কিনে কি পরিমান ইস্যু হচ্ছে বলতে পারবো না। বাম্পস, ব্রেকাউট কিচ্ছু বাকি নাই।

৪. পড়াশুনায় মনোযোগী হয়ে লাইব্রেরিতে থাকতাম। একজন বললো, ওয়াও, কিভাবে ম্যানেজ করো! এরপর থেকে এই অব্দি মনোযোগ আনতে পারতেসি না।

৫. শাড়ির অবসেশন নিয়ে মানুষ এত কথা শুনাইসে! এখন শাড়ি পরতে মন চায় না। তাও জোর করে পরি।

৬. অফিসে ২/৩ দিন ভালো গেলেই এক কলিগ এমনভাবে বলে যে, আপনাকে তো স্যার চোখে হারায়! এরপরই কিছু না কিছু শুনাবেই। কিছু না কিছু হবেই। কোনো না কোনো কাজের জন্য আমাকে স্যারের কাছে বকা খেতেই হবে।

৭. আগে এই ২হাত দিয়েই সব ম্যানেজ করসি। এক্কেবারে সব। বাসা, অফিস, বিজনেস, পড়াশুনা, গান, শখ, প্রেম সব। প্রায় অনেকেই বলতো ভাই, তুমি কেমনে পারো! এখন? এখন একটা করলেই হয়রান লাগে।

৮. একবার এক বান্ধুবীর সামনে দাঁড়ায় প্যানকেক বানাচ্ছিলাম। ও এমনভাবে বলসে সুন্দর হইসে যে এরপর থেকে আর প্যানকেক হয় না আমার হাতে।

৯. মাঝে দিয়ে কয়েকদিন শাড়ি পরে ছবি দিসিলাম খুব। এরপর এমন বিছানায় পড়সি আর উঠতেই পারিনা। সারাদিন চেহারায় ক্লান্তি আর ক্লান্তি। অথচ বসেই থাকি বেশিরভাগ সময়।

অনেকে হয়তো ইচ্ছা করে দেয় না নজর। কিন্তু এইযে কথার আগে ওয়াও, আয়হায়, বাবাগো, মাগো বললে নজর লেগেই যায়। আরেকজনের কিছু ভালো লাগলে মাশাআল্লাহ বলবেন প্লিজ। আপনার জন্য সেই মানুষটার সুন্দর সময়, কাজ যাতে ভেস্তে না যায় এইটা মাথায় রাইখেন।

তারিখ: ২৫.০৯.২০২১নতুন শহরে আসার পর থেকে আমরা পরিবারসহ এক পুরোনো দোতলা বাড়িতে উঠেছিলাম। আমি, ছোট ভাই সাকিব, আর মা একসঙ্গে...
16/12/2024

তারিখ: ২৫.০৯.২০২১
নতুন শহরে আসার পর থেকে আমরা পরিবারসহ এক পুরোনো দোতলা বাড়িতে উঠেছিলাম। আমি, ছোট ভাই সাকিব, আর মা একসঙ্গে থাকি। বাবা অফিসের কাজে প্রায়ই বাইরে থাকেন। নতুন জায়গা, নতুন পরিবেশ—সব ঠিকঠাকই ছিল। তবে প্রথম রাত থেকেই যেন একটা অদ্ভুত অনুভূতি আমাদের পিছু নিয়েছিল।

তারিখ: ৩০.০৯.২০২১
রাতের খাবার শেষ করে আমি পড়ার ঘরে বসে ছিলাম। ছোট ভাই ঘুমিয়ে পড়েছে। মা তার ঘরে নামাজ পড়ছিলেন। হঠাৎ রান্নাঘর থেকে একটানা টুংটাং শব্দ শোনা গেল, যেন বাসনপত্র একে অপরের সঙ্গে ঘষা খাচ্ছে। প্রথমে ভেবেছিলাম, হয়তো মায়ের দরকার। কিন্তু যখন গিয়ে দেখি, রান্নাঘর ফাঁকা, তখন গায়ের লোম দাঁড়িয়ে গেল।
মাকে বলতেই তিনি শান্তভাবে বললেন, "তুই বেশি ভাবিস না। হয়তো ইঁদুর বা বাতাসের শব্দ।"

কিন্তু আমার মনে হচ্ছিল, বিষয়টা এত সহজ নয়।

তারিখ: ০৫.১০.২০২১
সেদিন রাতে ছোট ভাই সাকিব আমাকে জাগিয়ে তুলল। ওর কণ্ঠে আতঙ্ক, "দাদা, কেউ জানালার বাইরে দাঁড়িয়ে আছে!"
জানালার কাছে গিয়ে দেখি, সাদা পোশাকে একজন, চোখে কোনো দৃষ্টি নেই। শুধু স্থিরভাবে তাকিয়ে আছে। ভয়ে পিছিয়ে গেলাম। বাবা তখনো আসেননি, আর মা ঘুমিয়ে ছিলেন। সাকিবকে কোনোভাবে বোঝালাম, ও ভুল দেখেছে।

তবে সেদিনই প্রথম মনে হলো, এই বাড়িতে কিছু একটা অস্বাভাবিক ঘটছে।

তারিখ: ১৫.১০.২০২১
রাতে সাকিব জ্বর নিয়ে ঘুমাচ্ছিল। আমি মা’র সঙ্গে রান্নাঘরে বসে গল্প করছিলাম। হঠাৎ মনে হলো, সাকিবের ঘর থেকে কেউ হাঁটছে। পায়ের শব্দ ধীরে ধীরে আমাদের দিকে আসছে। আমি দরজা খুলে বাইরে তাকালাম। কিছুই দেখলাম না। কিন্তু শব্দ তখনো চলছিল, যেন আমাদের ঘুরে বেড়াচ্ছে।

মা দ্রুত কিছু দোয়া পড়তে শুরু করলেন। আমরা সারারাত আর ঘুমাতে পারিনি।

তারিখ: ২০.১০.২০২১
সেদিন বিকেলে মা বাজারে গিয়েছিলেন। আমি আর সাকিব বাসায় একা ছিলাম। সন্ধ্যা নামতেই বাড়িটা যেন আরও অদ্ভুত হয়ে উঠল। জানালার পর্দা বাতাসে অস্বাভাবিকভাবে উড়ছিল। রান্নাঘরের দিক থেকে চায়ের গন্ধ আসছিল।
আমি গিয়ে দেখলাম, গ্যাসের চুলা বন্ধ। কিন্তু টেবিলে একটা গ্লাস রাখা, যেখানে অল্প চা ছিল।

আমি কিছু বলার আগেই সাকিব চিৎকার করে বলল, "ওটা কার হাত?"
আমার দিকে তাকিয়ে দেখলাম, রান্নাঘরের জানালার কোণে অন্ধকার থেকে একটা ছায়া ধীরে ধীরে ভেসে উঠছে।

আমরা দুজনই দরজা বন্ধ করে রুমে এসে পড়লাম। মা আসা পর্যন্ত আয়াতুল কুরসি পড়তে লাগলাম।

তারিখ: ২৫.১০.২০২১
মা পুরো বাসা দোয়া পড়ে পানি ছিটিয়ে শুদ্ধ করেছিলেন। কিন্তু তবুও যেন সেই অদৃশ্য শক্তি আমাদের পিছু ছাড়ছিল না। রাতে ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখলাম, কেউ একজন আমার নাম ধরে ডাকছে।
"ইমরান... ইমরান..."
ঘুম ভেঙে দেখি, দরজার ওপাশে আসলেই কেউ ফিসফিস করছে। ভয়ে ঠাণ্ডা ঘামে ভিজে গিয়েছিলাম।

তারিখ: ৩০.১০.২০২১
মা সিদ্ধান্ত নিলেন, এই বাসা ছেড়ে চলে যাব। কিন্তু আমাদের মনে হলো, কিছু একটা যেন আমাদের আটকে রাখতে চাইছে। বাসা ছাড়ার দিন সাকিব ঘুম থেকে উঠে চিৎকার করে উঠল, "ও আমাকে ছাড়বে না!"
মা দোয়া পড়তে পড়তে সাকিবকে শান্ত করলেন।

তারিখ: ১০.১১.২০২১
আমরা অন্য বাসায় চলে এসেছি। প্রথম কয়েকটা দিন ভালোই কেটেছে। কিন্তু মাঝে মাঝে হঠাৎ মনে হয়, সেই চায়ের গন্ধ, সেই ফিসফিসানিটা যেন এখানেও এসে পৌঁছেছে।

মা একদিন রাতে বললেন, "সব জায়গা থেকে পালানো যায় না, ইমরান। দোয়া আর সাহস ছাড়া কিছুই করতে পারব না।"

তারপর থেকে আমরা একে অন্যকে সাহস জোগাই। অতিপ্রাকৃত ঘটনার রহস্য কখনো পুরোপুরি বোঝা যায় না, তবে ভয় পেলে তা আরও বাড়ে। সাহস আমাদের একমাত্র অস্ত্র।
#ভৌতিক_গল্প
#রহস্যময়_বাসা
#অদ্ভুত_অভিজ্ঞতা
#ভয়ঙ্কর_রাত
#চায়ের_গন্ধ
#অতিপ্রাকৃত
াহস
#বাংলা_গল্প
#ভৌতিক_বাসা
#আধিভৌতিক_রহস্য










10/10/2024

If you are thinking you are going to vote for BNP, watch news!!!!

08/09/2024
06/07/2024

সুন্দর কথা

Stop genocide now.
08/06/2024

Stop genocide now.

🔴 BREAKING: Spain has said it will join South Africa’s case before the ICJ accusing Israel of genocide in the Gaza Strip http://aje.io/pbp7cn

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Adhar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share