গাজীপুর বাংলাদেশ

গাজীপুর বাংলাদেশ coming soon

05/07/2025
09/10/2024
07/10/2024
অনলাইনে নিজের পাসপোর্ট নিজেই আবেদন করার পুরো প্রক্রিয়া নিম্নরূপ: ১. অনলাইনে আবেদন ফরম পূরণ:প্রথমে পাসপোর্ট বিভাগের অফিসি...
05/10/2024

অনলাইনে নিজের পাসপোর্ট নিজেই আবেদন করার পুরো প্রক্রিয়া নিম্নরূপ:

১. অনলাইনে আবেদন ফরম পূরণ:
প্রথমে পাসপোর্ট বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে (e-passport.gov.bd) গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে।
🍀আবেদন ফরম প্রিন্ট: ফরম পূরণের পর আবেদন ফরম প্রিন্ট করতে হবে।

২. প্রয়োজনীয় কাগজপত্র 📄
☘️জাতীয় পরিচয়পত্রের ফটোকপি: ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং মূল জাতীয় পরিচয় পত্র সাথে নিবেন অবশ্যই।
🍀জন্ম নিবন্ধন সনদের ফটোকপি: জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
🍀পাসপোর্ট সাইজ ছবি: ১ কপি পাসপোর্ট সাইজ ছবি।
🍀পূর্বের পাসপোর্টের ফটোকপি (যদি থাকে)।
🍀অন্যান্য ডকুমেন্ট: যদি আবেদনকারী সরকারী চাকুরিজীবী হন, তবে এনওসি (NOC) প্রয়োজন হতে পারে।
৩. ফি জমা
🍀ফি: পাসপোর্ট ফি অনলাইনে বা নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে।
🍀ফি রসিদ: ফি জমা দেওয়ার পর রসিদটি সংরক্ষণ করতে হবে।
৪. আবেদন জমা
🍀আবেদন জমা: নিকটস্থ পাসপোর্ট অফিসে নির্দিষ্ট সময়ে গিয়ে আবেদন ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

৫. বায়োমেট্রিক তথ্য প্রদান
🍀ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি: পাসপোর্ট অফিসে গিয়ে আঙ্গুলের ছাপ এবং ছবি তোলা হবে।
৬. পাসপোর্ট সংগ্রহ
🍀এসএমএস বা ইমেইল: আবেদন গৃহীত হলে এবং পাসপোর্ট প্রস্তুত হলে এসএমএস বা ইমেইল পাওয়া যাবে।
🍀সংগ্রহ: নির্দিষ্ট পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে।

এছাড়া আরও বিস্তারিত তথ্যের জন্য পাসপোর্ট অফিসের ওয়েবসাইট দেখতে পারেন অথবা সরাসরি পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে পারেন।

বিঃদ্রঃ আমি এভাবেই পাসপোর্ট করেছিলাম,আজ তথ্যটা শেয়ার করলাম কারণ অনেকেরই দেখি পাসপোর্ট করতে অনেক ভোগান্তি পোহাতে হয় এবং অতিরিক্ত টাকা দিয়ে লোকের মাধ্যমে করতে হয়।

বাংলাদেশ সময় অনুযায়ী আজ সূর্যগ্রহণ শুরু হবে ২ অক্টোবর রাত ৯টা ৪৩ মিনিটে।
02/10/2024

বাংলাদেশ সময় অনুযায়ী আজ সূর্যগ্রহণ শুরু হবে
২ অক্টোবর রাত ৯টা ৪৩ মিনিটে।

পুরোপুরি বিনামূল্যে ইন্টারনেট.....
09/08/2024

পুরোপুরি বিনামূল্যে ইন্টারনেট.....

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের পরিচিতি.....
08/08/2024

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের পরিচিতি.....

08/08/2024
08/08/2024

Address

Gazipur
1704

Alerts

Be the first to know and let us send you an email when গাজীপুর বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গাজীপুর বাংলাদেশ:

Share