Head Office
Phoenix Bhaban, 3rd floor,
12 Dilkusha C/A
Dhaka - 1000, Bangladesh
Phone : +88-02-223352738-39
Email : [email protected]
Web : www.bestlifebd.com আমাদের সম্পর্কে
বেস্ট লাইফ ইন্স্যুরেন্স 2013 সালের শেষের দিকে তার যাত্রা শুরু করে। আমাদের উদ্দেশ্য হল সমস্ত সক্ষম এবং বীমাযোগ্য ব্যক্তিদের আমাদের ছাতার নিচে নিয়ে আসা। আমরা ব্যবসায়িক কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখতে
চাই এবং সারা দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে আগ্রহী। মূল্যবান সম্ভাব্য ক্লায়েন্ট, পলিসি হোল্ডার এবং এজেন্টদের প্রতি আমাদের অঙ্গীকার যে আমরা বাংলাদেশের সমস্ত জীবন বীমা কোম্পানির মধ্যে সেরা।
★ বেস্ট লাইফের উদ্দেশ্য সমুহ★
★ উপযুক্ত এবং আধুনিক বীমা সুবিধা প্রদানের মাধ্যমে ব্যক্তি ও পরিবারের অধিকতর আর্থিক নিরাপত্তার ব্যবস্থা করা ।
★দেশের আনাচে কানাচে ছড়ানাে ছিটানো অর্থ ও সঞ্চারসমূহকে একত্রিত করে জাতি গঠণমূলক বিভিন্ন হিতকর ও লাভজনক প্রকল্পে বিনিয়ােগ করে দেশের উন্নয়ন কর্মকান্ডে পুঁজি যােগান দেওয়া ।
★উন্নত সেবা ও আকর্ষণীয় হারে বােনাস প্রদানের মাধ্যমে জীবন বীমাকে একটি লাভজনক সঞ্চয় ব্যবস্থায় রূপান্তরিত করা।
★দেশের অসংখ্য শিক্ষিত যুবক - যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা করা । দেশের অসহায় কর্মক্ষম যেমনঃ বৃদ্ধ , অন্ধ , পঙ্গু , গরীব দুঃখীদের কল্যাণে জীবন বীমা শিল্পের মাধ্যমে বিশেষ অবদান রাখা ।
★দেশের বিভিন্ন স্তরের জনগােষ্ঠীর চাহিদা অনুযায়ী বীমা স্কীম প্রণয়ন করে জনকল্যাণে ব্রতী হওয়া ।