
08/02/2024
গাজীপুর সিটির সালনা এরিয়ার এক কম্পিউটার ট্রেইনিং সেন্টার তাদের ব্যানারে এবং ফেসবুক পোস্টে ফিন্যান্সিং কোর্সে ভর্তির অফার দিচ্ছে । এখন কথা হচ্ছে, ফিন্যান্সিং বিষয়টি আসলে কি তা নিয়ে বিস্তারিত জানতে গুগলের হেল্প নিয়েও পরে ব্যার্থ হলাম! গুগল মামাও জানে না তবে উক্ত প্রতিষ্ঠান ঠিকই জানে!
অনেকে বলতে পারেন, হয়তো বানানে ভুল করছে , তাহলে বলতে চাই তাদের পোস্টে এবং ব্যানারে এরকমই বানান ভুল আরো বেশ কয়েক জায়গায় করেছে। এখন কথা হলো তাদের পরিচালক এবং ট্রেইনারনা এই ধরনের ভুল যদি করে, তাহলে স্টুডেন্টসদের কি শিখাবে!
এরকম অনভিজ্ঞ ট্রেইনার এবং ভুঁইফোঁড় ট্রেইনিং সেন্টার কিভাবে এত বছর ধরে প্রতিষ্ঠান চালাতে পারে এবং স্টুডেন্ট রা এখানে কি শিখছে! এখনই সময় এধরণের প্রতিষ্ঠানের হাত থেকে আগামীর প্রজন্ম কে বাঁচানোর।
পরিশেষে নতুনদের উদ্দেশ্যে বলতে চাই, এ ধরনের প্রতিষ্ঠানের একশ হাত দূরে থাকার চেষ্টা করবেন অনুগ্রহ করে।