Innovation Society

Innovation Society "innovate to illuminate"- with that provable, DUET Innovation Society serves as an educational and a

The Alumni '16 series of DUET Innovation Society made a surprising start to the workplace. In a short time as fresh grad...
10/09/2022

The Alumni '16 series of DUET Innovation Society made a surprising start to the workplace. In a short time as fresh graduates, the top 2 alumni made their career debut as "Lecturers".

1. Jarin Tasnim Tamanna
(Former Chief Coordinator, DIS)
Lecturer, Dhaka International University [DIU]

2. Sidrat Muntaha Nur Pranto
(Former President, DIS)
Lecturer, Sonargaon University [SU], Dhaka

Our Heartiest CONGRATULATIONS to them on their wonderful transition.

06/09/2022

প্রযুক্তির অগ্রগতিতে দৈনন্দিন বিশাল একটা অংশজুড়ে আমরা ব্যবহার করে যাচ্ছি ইন্টারনেট। স্মার্ট ফোনের বিভিন্ন অ্যাাপস ও কম্পিউটার সফটওয়্যারের ব্যবহারের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। ধীরে ধীরে ব্যবহারের সব ডিভাইস হয়ে যাচ্ছে স্মার্ট, যুক্ত হচ্ছে ইন্টারনেটের সাথে। লাইট, ফ্যান এসি সহ সব নিত্যব্যবহার্য যন্ত্রপাতি চালাতে পারছি পৃথিবীর যে কোন প্রান্ত থেকে। এছাড়া ইন্ডাস্ট্রিয়াল বেশিরভাগ মনিটরিং ও কন্ট্রোলিং এখন হয়ে যাচ্ছে ইন্টারনেট বেইজড অটোমেশনের দিকে। খুব সহজে নিজের প্রতিষ্ঠান, বাসাবাড়ির অবস্থা জানতে পারছি মোবাইল ফোনে নিমেষেই।
আমরা এমন যুগে আছি যেখানে আইওটি আমাদের জীবন ব্যবস্থাকে নতুনভাবে সংজ্ঞায়ীত করেছে , এবং টেকনলজির সাথে সম্পর্ক স্থাপনের পথকে পরিবর্তন করেছে। আইওটি ইন্ডাস্ট্রীজ এর ভবিষ্যৎ অনেক বিস্তৃত ও ব্যাপক। কোন সন্দেহ নেই যে , আইওটি এর প্রয়োজনীয়তা ক্রমাগত বাড়বে
দৈনন্দিন জীবনে সহজ করে দেয়া কাজ গুলোর টেকনিক্যাল সব দিক নিয়ে হাতে কলমে শিক্ষার উদ্দেশ্যে সকল ছাত্রছাত্রীদের জন্য “DUET Innovation Society” আয়োজন করতে যাচ্ছে তিন দিন ব্যাপি আইওটি প্রশিক্ষণ কর্মশালা 🔥“Workshop on IoT Based Hardware & Software Simulation”🔥
এই কর্মশালায় শিক্ষার্থীদেরকে ইন্টারনেট ও রোবটিক্সের সমন্বয়ে প্রতিষ্ঠান, ইন্ডাষ্ট্রি ও বাসাবাড়ির বিভিন্ন লোড কন্ট্রোলিং ও সেন্সর ক্যালিব্রেশন শিখনের মাধ্যমে দক্ষ আইওটি ডেভেলপার হিসেবে তৈরী করা হয়।
ওয়ার্কশপটি ২১,২৩, ও ২৪ সেপ্টেম্বর ২০২২ অনুষ্ঠিত হবে।
এছাড়া প্রজেক্ট প্রদর্শনী প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হবে ২৫ সেপ্টেম্বর ২০২২।

এই ওয়ার্কশপে যেসকল মডিউল প্রয়োজন হবে তা হলো:
১. লাইট সেন্সর
২. ফায়ার সেন্সর
৩. ইজিয়ার ল্যাম্প
৪. ইজিয়ার রিলে মডিউল
৫. ইজিয়ার বাজার মডিউল
৬. ইজি আইওটি শিল্ড
৭. ২ পিন জেএসটি জাম্পার -৩টি
৮. ৩ পিন জেএসটি জাম্পার - ৪ টি

গ্রুপভিত্তিক এই ওয়ার্কশপে অংশগ্রহনে থাকছেঃ
# সার্টিফিকেট
# আকর্ষণীয় পুরষ্কার ( টপ তিনটি গ্রুপ)
# টি শার্ট
ওয়ার্কশপ সম্পর্কিত বিস্তারিত তথ্য পাবেন নিচের লিংকে সংযুক্ত প্রোফাইল বুকে।
Link:
https://drive.google.com/drive/folders/1GbHULrLWJy3ygwdBNctqC2thovccdZDs

Event Link:
https://www.facebook.com/events/415928443980103/?ref=newsfeed

এবং রেজিস্ট্রেশন লিংকঃ
https://forms.gle/DkaSnUkhKPH1Sv799

যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুনঃ
1. Md. Yeasin Mizi
General Secretary, DIS
contact: 01643-021408

2. Nazmul Hossain
Event Coordinator, DIS
contact: 01400-422080

01/09/2022

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (DUET), বাংলাদেশ ও এশিয়ার মধ্যে একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় যেখান থেকে .....

11/08/2022

আমাদের সামনের মিডের ছুটিতে ম্যাক্সিমাম ছাত্র বাসায় যাবে এবং অনেকেই তাদের টিম তৈরী করতে পারছে না। তাদের এই অসুবিধার কথা চিন্তা করে ডুয়েট ইনোভেশন সোসাইটি কর্তৃক নির্ধারিত ১২,১৩ এবং ১৪ই আগষ্ট অনুষ্ঠিত হতে যাওয়া "Workshop on IoT, Software and Hardware Simulation" এর সময় বাড়ানো হচ্ছে। আগামী ১৫, ১৬ এবং ১৭ই সেপ্টেম্বর হতে যাচ্ছে এই ওয়ার্কশপ।

খুব শীঘ্রই ওয়ার্কশপ এর নতুন প্রোফাইল এবং আকর্ষনীয় কিছু সংযোজনসহ আপডেট পরবর্তীতে গ্রুপে জানিয়ে দেওয়া হবে।

প্রযুক্তির অগ্রগতিতে দৈনন্দিন বিশাল একটা অংশজুড়ে আমরা ব্যবহার করে যাচ্ছি ইন্টারনেট। স্মার্ট ফোনের বিভিন্ন অ্যাাপস ও কম্প...
05/08/2022

প্রযুক্তির অগ্রগতিতে দৈনন্দিন বিশাল একটা অংশজুড়ে আমরা ব্যবহার করে যাচ্ছি ইন্টারনেট। স্মার্ট ফোনের বিভিন্ন অ্যাাপস ও কম্পিউটার সফটওয়্যারের ব্যবহারের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। ধীরে ধীরে ব্যবহারের সব ডিভাইস হয়ে যাচ্ছে স্মার্ট, যুক্ত হচ্ছে ইন্টারনেটের সাথে। লাইট, ফ্যান এসি সহ সব নিত্যব্যবহার্য যন্ত্রপাতি চালাতে পারছি পৃথিবীর যে কোন প্রান্ত থেকে। এছাড়া ইন্ডাস্ট্রিয়াল বেশিরভাগ মনিটরিং ও কন্ট্রোলিং এখন চলে যাচ্ছে ইন্টারনেট বেইজড অটোমেশনের দিকে। খুব সহজে নিজের প্রতিষ্ঠান, বাসাবাড়ির অবস্থা জানতে পারছি মোবাইল ফোনে নিমেষেই। দৈনন্দিন জীবনে সহজ করে দেয়া কাজ গুলোর টেকনিক্যাল সব দিক নিয়ে হাতে কলমে শিক্ষার উদ্দেশ্যে সকল ছাত্রছাত্রীদের জন্য “DUET Innovation Society” আয়োজন করতে যাচ্ছে তিন দিন ব্যাপি আইওটি প্রশিক্ষণ কর্মশালা 🔥“Workshop on IoT Based Hardware & Software Simulation”🔥
এই কর্মশালায় শিক্ষার্থীদেরকে ইন্টারনেট ও রোবটিক্সের সমন্বয়ে প্রতিষ্ঠান, ইন্ডাষ্ট্রি ও বাসাবাড়ির বিভিন্ন লোড কন্ট্রোলিং ও সেন্সর ক্যালিব্রেশন শিখনের মাধ্যমে দক্ষ আইওটি ডেভেলপার হিসেবে তৈরী করা হয়।

🟥 এই ওয়ার্কশপে যা যা শিখতে পারবেনঃ
১। আইওটি ভিত্তিক ইনোভেটিভ প্রজেক্ট আইডিয়া তৈরীকরণ।
২। আইডিয়ার আলোকে রোবটিক্স সেন্সর ও লোড ক্যালিব্রেশন।
৩। ডাটাবেইজ ডিজাইনিং ও ডাটাবেইজ এর সাথে হার্ডওয়্যার ডিভাইস কমিউনিকেশন।
৪। বিভিন্ন হার্ডওয়্যার প্লাটফর্ম সম্পর্কে ধারণা।
৫। এন্ড্রয়েড ভিত্তিক কয়েকটি আইওটি এপ্লিকেশনের আলোকে বর্ণনা।
৬। ডাটাবেইস ও মোবাইল এপ্লিকেশনের ক্যালিব্রেশন। 😇

👉 অংশগ্রহণকারীদের গ্রুপ করে এই ওয়ার্কশপে অংশগ্রহন করতে হবে। প্রতি গ্রুপে সর্বোচ্চ তিন জন মেম্বার করে থাকতে পারবে।
👉 অংশগ্রহণকারীদের হাতে কলমে শেখার জন্য ওয়ার্কশপে ব্যবহৃত যন্ত্রাংশ প্রত্যেক গ্রুপকে নিজস্ব দায়িত্বে সংগ্রহ করতে হবে এবং ওয়ার্কশপে অবশ্যই সকল যন্ত্রাংশসহ উপস্থিত হতে হবে।
👉 তিন দিন ব্যাপী এই ওয়ার্কশপ সরাসরি ডুয়েট ক্যাম্পাসে আয়োজিত হবে ১২, ১৩ এবং ১৪ই আগস্ট।
👉 ওয়ার্কশপের বিস্তারিত কোর্স আউটলাইন এবং প্রয়োজনীয় সেন্সর ও যন্ত্রাংশের তালিকা সংযুক্ত ড্রাইভ লিংকে ফাইলে দেয়া আছে।
https://drive.google.com/file/d/1jkVLP7hhZQfEEr4ZMie77jy1OFBEnHy-/view?usp=sharing
👉 শুধুমাত্র DUETian দের জন্য প্রতি গ্রুপের Group Participation Fee BDT 100/- (নগদ/বিকাশ/রকেট পেমেন্ট)
👉 ওয়ার্কশপে অংশগ্রহণে আগ্রহীদের নিচের 👇 ফর্মটি পূরণ করার অনুরোধ করা হলো-
https://forms.gle/wyDFNXb8r8ZABpsU9

👉 অংশগ্রহণকারীদের গ্রুপ করে অথবা একা এই ওয়ার্কশপে অংশগ্রহন করতে হবে। প্রতি গ্রুপে সর্বোচ্চ তিন জন মেম্বার করে থ.....

গ্রাফিক ডিজাইনিং জগতে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর  বেশ জনপ্রিয় দুটি সফটওয়্যার। পৃথিবীর বিভিন্ন দেশে ডিজাইনিং...
31/07/2022

গ্রাফিক ডিজাইনিং জগতে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর বেশ জনপ্রিয় দুটি সফটওয়্যার।
পৃথিবীর বিভিন্ন দেশে ডিজাইনিং এর জন্য ফটোশপ এবং ইলাস্ট্রেটর ব্যবহৃত হওয়ায় গ্রাফিক ডিজাইনারদের এই সফটওয়্যার স্কিলটি বেশ কাজে লাগে।
প্রকৌশলীদের জন্য তো এটা লাগবেই‼️ যেকোন ধরণের গ্রাফিক্যাল ইমেজ প্রেজেন্টেশনে এগুলো খুবই কার্যকর ।
মজার ব্যাপার হলো ফটোশপ এবং ইলাস্ট্রেটর খুব সহজেই শেখা যায়🔥
ডুয়েটিয়ান দের মধ্যে অল্প সময়ে ফটোশপ শেখার আগ্রহীদের জন্য DUET Innovation Society নিয়ে এসেছে 'Creative Graphic Design' লার্নিং সেশন।

তারিখঃ ০৫ আগস্ট, ২০২২ (শুক্রবার)
সময়ঃ রাত ১০.০০ টা (on Zoom Platform)

ট্রেইনার হিসাবে থাকবেন
1️⃣ Assadullah Al Mostazi এবং
2️⃣ Md Sayeduzzaman Shifat ।
উভয় ট্রেইনার গ্রাফিক ডিজাইনিং এর জন্য ফটোশপ এবং ইলাস্ট্রেটরের
বেসিক ধারণা থেকে শুরু করে এডভান্স টুলস ব্যবহার করে ডিজাইনিং শিখাবেন।
আপনি ভবিষ্যত প্রকৌশলী❓ ডিজাইনে নিজে হাত কে পাকা করে অন্য সবার থেকে এগিয়ে থাকতে চান❓
তাহলে এটাই সেই সুযোগ আপনার জন্য যেখানে সহজেই সফওয়্যারগুলোর দক্ষতা বাড়িয়ে নিজের সিভিকে ভারি করতে পারবেন ।
DIS এর নতুন পরিকল্পনা "Soft Skill Development Program (SSDP)" যেখানে প্রতি শুক্রবার থাকছে নতুন নতুন সফটওয়্যার লার্নিং সেশন।

: https://forms.gle/XgxfYwt8RvRi2Wdt5

We are pleased to announce the new steering executive committee 2022-23 of DUET Innovation Society. 💝💖Congratulations to...
16/07/2022

We are pleased to announce the new steering executive committee 2022-23 of DUET Innovation Society. 💝💖
Congratulations to all of the executives. 🎉🎊🎉
We wish the DUET Innovation Society will prosper and flourish through your responsible and assiduous activity this year. "Innovate to illuminate with impactful work" shall be actualised by your all actions. We hope the success you bring to society upholds the dignity of DUET and spread it over the horizon.
We wish you all the best in the future. 🤞❤️

Thanks to the former president of DIS Engr. Sidrat Muntaha Nur Pranto. for providing a cheque as a gift to the chief adv...
06/07/2022

Thanks to the former president of DIS Engr. Sidrat Muntaha Nur Pranto. for providing a cheque as a gift to the chief adviser of DIS.

This cheque consists of the amount of two of his dean awards money that he achieved from the faculty of EEE, DUET for scoring honours grade in consecutive semesters and years.

He mentioned that it was a very small birthday gift to DIS for his recent birthday (2nd July).
He also expressed his hope to expense this fund at any future events of this society for the betterment of the society.

We are very happy and thankful to him.

This memorable moment has been captured at 29th June, 2022 on the event of
Farewell and Freshers' Reception 2022

Congrats to the new executive steering panel 2022-23 of  1) Chief Coordinator Assadoullah Al Mostazi (IPE, 4/1)2) Presid...
04/07/2022

Congrats to the new executive steering panel 2022-23 of
1) Chief Coordinator
Assadoullah Al Mostazi (IPE, 4/1)
2) President
Khaled Hasan ( EEE, 4/1)
3) Deputy Coordinator
Shahjahan Chowdhury (EEE, 3/1)
4) General Secretary
Yeasin Mizi (CSE 3/1)

Thanks to the honorable teachers and leaders of BSL, DUET branch for continuous support to DIS.

Best wishes to all the new members of this committee in this lovely DIS family.

Session 1: Farewell and Freshers' Reception of DUET Innovation Society (DIS) 2022and Session 2: Intra DUET Aptitude Test...
03/07/2022

Session 1: Farewell and Freshers' Reception of DUET Innovation Society (DIS) 2022
and
Session 2: Intra DUET Aptitude Test ( Math and English)
Both of the events are successfully organized by DIS.

Quiz contest registration form:কুইজ প্রতিযোগিতাডুয়েট ইনোভেশন সোসাইটি কর্তৃক আয়োজিত প্রবীন বিদায় ও নবীন বরন অনুষ্ঠান ২০২২...
27/06/2022

Quiz contest registration form:
কুইজ প্রতিযোগিতা

ডুয়েট ইনোভেশন সোসাইটি কর্তৃক আয়োজিত প্রবীন বিদায় ও নবীন বরন অনুষ্ঠান ২০২২
তারিখ : ২৯ জুন, ২০২২
রিপোর্টিং টাইম : বিকাল ৪.০০ টা।
স্থানঃ ওল্ড একাডেমিক, সেমিনার রুম, ৩১১ নং

উপস্থিত সকল শিক্ষার্থী দের জন্য ১০ মিনিটের একটি On spot short "Aptitude test" বা কুইজ টেস্ট থাকবে, কুইজে ১০ টি MCQ type প্রশ্ন হতে পারে।

বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার ও সার্টিফিকেট, সাথে অন্যান্য সারপ্রাইজ আয়োজন তো আছেই।

সিলেবাসঃ ম্যাথ ও ইংলিশ সম্পর্কিত মানসিক দক্ষতামূলক প্রশ্ন (ক্যালকুলেটর বিহীন)

সকলের জন্য শুভকামনা।

প্রোগ্রামটিতে শুধুমাত্র ডুয়েটিয়ানরা বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে পারবেন ও অংশগ্রহণ করতে পারবেন।

রেজিস্ট্রেশন এর পর ৪৮ ঘন্টার মধ্যে ফিরতি মেইলে আপনার ইলিজিবিলিটি সহ বিস্তারিত জানানো হবে।

[ রেজিস্ট্রেশন লিংক ২৮ তারিখ রাত ৯ টায় ক্লোজ হয়ে যাবে।]

রেজিঃ লিংক নিচে👇👇

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe1vNImka5JEyOzPftPyW2TTtrr6FXvCF0cliCNovbdKcnTxQ/viewform?pli=1&pli=1

Congrats to the champion of "undergrad thesis paper contest" at IEEE BDS CO-LOCATED CONFERENCES, 24-25TH JUNE 2022 on th...
26/06/2022

Congrats to the champion of "undergrad thesis paper contest" at IEEE BDS CO-LOCATED CONFERENCES, 24-25TH JUNE 2022 on the co-event of International Student LED Conference to
Sidrat Muntaha Nur Pranto
and Sudipta Chakraborty (Student, 32nd Batch, EEE, DUET) and their supervisor
Prof. Dr. Md. Anwarul Abedin sir.

Best wishes for them.
Their thesis title was
Design and Analysis of Dual Controlled VCO for Phase Locked Loop Circuit

Military Cycle With Spring Wheel. Year: 1900s
22/06/2022

Military Cycle With Spring Wheel. Year: 1900s

There is no alternate of trees.
20/06/2022

There is no alternate of trees.

20/06/2022

15% of success in the career of a person comes from technical knowledge!
Another 85% comes from personality, communication, leadership, negociation ability.

-Carnegi University of Technology

কিভাবে রিসার্চ গ্যাপ বের করতে হয় জার্নাল থেকে ও রিসার্চ স্কোপ গুলো কি কি এগুলো নিয়ে Mexico State University এর Professor...
16/06/2022

কিভাবে রিসার্চ গ্যাপ বের করতে হয় জার্নাল থেকে ও রিসার্চ স্কোপ গুলো কি কি এগুলো নিয়ে Mexico State University এর Professor Dr Abdel Hameed Badawy থাকছেন, আগামীকাল DUET Innovation Society এর পেইজ থেকে নিচের International Seminar on Research Scopes and Research Gaps for Electrical & Computer Engineers ইভেন্ট সরাসরি সম্প্রচার হবে রাত ৯ টায়।

ইভেন্টে গোয়িং দিতে পারেন যথাসময়ে রিমাইন্ডার পেয়ে যাবার জন্য।

আপনার প্রশ্ন থাকলে সেশন শেষে তা নেয়া হবে ও উত্তর করবেন প্রফেসর।

চিফ গেস্ট হিসেবে থাকবেন ইইই বিভাগীয় প্রধান
Professor Dr. Ruma mam

Congrats to the honorable Vice President of "DUET Innovation Society - DIS", Sudipta Chakraborty for receiving his  firs...
14/06/2022

Congrats to the honorable Vice President of "DUET Innovation Society - DIS", Sudipta Chakraborty for receiving his first fulltime Job Offer from "Fair Electronics" (An authorized manufacturer), "SAMSUNG" in the position of "PLC Engineer".

They manufacture a full range of products of SAMSUNG in Bangladesh (i.e: Smartphone, TV, Refrigerator, Washing machines, Oven, Air Conditioners etc). This factory is also recognized as one of the Hi-Tech Parks of our country.

We’re proud he got this opportunity in the charming field before his results were released.

Congrats to Mosaddek Hossain Emon RaFio Deputy Communication Secretary of DISfor being appointed as an "Staff Reporter" ...
10/06/2022

Congrats to
Mosaddek Hossain Emon RaFio
Deputy Communication Secretary of DIS
for being appointed as an "Staff Reporter" of
"Dhaka Report 24" in Head Office.

We are very happy and proud. We wish him success.

Address

Dhaka University Of Engineering & Technology, DUET
Gazipur
1707

Website

Alerts

Be the first to know and let us send you an email when Innovation Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share