06/09/2022
প্রযুক্তির অগ্রগতিতে দৈনন্দিন বিশাল একটা অংশজুড়ে আমরা ব্যবহার করে যাচ্ছি ইন্টারনেট। স্মার্ট ফোনের বিভিন্ন অ্যাাপস ও কম্পিউটার সফটওয়্যারের ব্যবহারের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। ধীরে ধীরে ব্যবহারের সব ডিভাইস হয়ে যাচ্ছে স্মার্ট, যুক্ত হচ্ছে ইন্টারনেটের সাথে। লাইট, ফ্যান এসি সহ সব নিত্যব্যবহার্য যন্ত্রপাতি চালাতে পারছি পৃথিবীর যে কোন প্রান্ত থেকে। এছাড়া ইন্ডাস্ট্রিয়াল বেশিরভাগ মনিটরিং ও কন্ট্রোলিং এখন হয়ে যাচ্ছে ইন্টারনেট বেইজড অটোমেশনের দিকে। খুব সহজে নিজের প্রতিষ্ঠান, বাসাবাড়ির অবস্থা জানতে পারছি মোবাইল ফোনে নিমেষেই।
আমরা এমন যুগে আছি যেখানে আইওটি আমাদের জীবন ব্যবস্থাকে নতুনভাবে সংজ্ঞায়ীত করেছে , এবং টেকনলজির সাথে সম্পর্ক স্থাপনের পথকে পরিবর্তন করেছে। আইওটি ইন্ডাস্ট্রীজ এর ভবিষ্যৎ অনেক বিস্তৃত ও ব্যাপক। কোন সন্দেহ নেই যে , আইওটি এর প্রয়োজনীয়তা ক্রমাগত বাড়বে
দৈনন্দিন জীবনে সহজ করে দেয়া কাজ গুলোর টেকনিক্যাল সব দিক নিয়ে হাতে কলমে শিক্ষার উদ্দেশ্যে সকল ছাত্রছাত্রীদের জন্য “DUET Innovation Society” আয়োজন করতে যাচ্ছে তিন দিন ব্যাপি আইওটি প্রশিক্ষণ কর্মশালা 🔥“Workshop on IoT Based Hardware & Software Simulation”🔥
এই কর্মশালায় শিক্ষার্থীদেরকে ইন্টারনেট ও রোবটিক্সের সমন্বয়ে প্রতিষ্ঠান, ইন্ডাষ্ট্রি ও বাসাবাড়ির বিভিন্ন লোড কন্ট্রোলিং ও সেন্সর ক্যালিব্রেশন শিখনের মাধ্যমে দক্ষ আইওটি ডেভেলপার হিসেবে তৈরী করা হয়।
ওয়ার্কশপটি ২১,২৩, ও ২৪ সেপ্টেম্বর ২০২২ অনুষ্ঠিত হবে।
এছাড়া প্রজেক্ট প্রদর্শনী প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হবে ২৫ সেপ্টেম্বর ২০২২।
এই ওয়ার্কশপে যেসকল মডিউল প্রয়োজন হবে তা হলো:
১. লাইট সেন্সর
২. ফায়ার সেন্সর
৩. ইজিয়ার ল্যাম্প
৪. ইজিয়ার রিলে মডিউল
৫. ইজিয়ার বাজার মডিউল
৬. ইজি আইওটি শিল্ড
৭. ২ পিন জেএসটি জাম্পার -৩টি
৮. ৩ পিন জেএসটি জাম্পার - ৪ টি
গ্রুপভিত্তিক এই ওয়ার্কশপে অংশগ্রহনে থাকছেঃ
# সার্টিফিকেট
# আকর্ষণীয় পুরষ্কার ( টপ তিনটি গ্রুপ)
# টি শার্ট
ওয়ার্কশপ সম্পর্কিত বিস্তারিত তথ্য পাবেন নিচের লিংকে সংযুক্ত প্রোফাইল বুকে।
Link:
https://drive.google.com/drive/folders/1GbHULrLWJy3ygwdBNctqC2thovccdZDs
Event Link:
https://www.facebook.com/events/415928443980103/?ref=newsfeed
এবং রেজিস্ট্রেশন লিংকঃ
https://forms.gle/DkaSnUkhKPH1Sv799
যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুনঃ
1. Md. Yeasin Mizi
General Secretary, DIS
contact: 01643-021408
2. Nazmul Hossain
Event Coordinator, DIS
contact: 01400-422080