Niloy vai

Niloy vai যদিও ছিল গল্পটা অল্প,
তবুও তাকে সারাজীবন মনে রাখবো �

26/06/2025

টাকায় একমাত্র পারফিউম 😈


26/06/2025

👉Follow👈

06/06/2025

Song ❤️



16/08/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

15/08/2024

📌তার নাম Lutfozzaman Babar বিএনপির একজন এমপি ও প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, যার কার্যকলাপ আজও অনেকের মনে গভীরভাবে প্রোথিত। তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো, ভারতের সেভেন সিস্টার্স এলাকায় বিদ্রোহী দল গঠন করে ভারতকে অস্থিতিশীল করার প্রচেষ্টা। এমনকি চীন ও পাকিস্তানও মিলে ভারতে যতটা ক্ষতি করতে পারেনি, তিনি একাই তার চেয়ে বেশি ক্ষতি করার চেষ্টা করেছিলেন।

তার বিরুদ্ধে সবচেয়ে আলোচিত ঘটনা হলো ১০ ট্রাক অস্ত্র পাচারের ঘটনা, যার কারণে তিনি মামলায় জড়িয়েছিলেন। যদিও তিনি শেষ পর্যন্ত ধরা পড়ে যান, কিন্তু সেই সময় যদি এই অস্ত্রগুলো ভারতে প্রবেশ করতো, তাহলে ভারতের পরিস্থিতি কেমন হতো, তা ভাবতেই শিউরে উঠতে হয়। তিনি ছিলেন এমন একজন, যিনি এমন সময় ভারতকে হুমকি দিয়েছিলেন, যখন বাংলাদেশ থেকে কেউ এ ধরনের সাহস দেখায়নি।

সেভেন সিস্টার্সকে "স্টেপ সিস্টার" বানানোর ক্ষমতা ছিল তার—এমনটাই মনে করেন অনেকে। ১০ ট্রাক অস্ত্র মামলাটি হয়তো অনেকেই ভুলে গেছেন, কিন্তু সেই সময় উদ্ধারকৃত ৪৬৩টি বাক্সে ছিল এমটিটি, এসএমজি, টমিগান ৭৯০টি, ২৭ হাজার গ্রেনেড, ১৫০টি রকেট লঞ্চার, ৬২০টি ম্যাগাজিন এবং ১১ লাখ ৪৩ হাজার ৫২০টি গুলি। এসবের আনুমানিক মূল্য ছিল ২৭ হাজার কোটি টাকা।

সেই সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এবং যদি সেই অস্ত্রগুলো ভারতে ঢুকতো, আজকের ভারতের সেভেন সিস্টার্স হয়তো অক্ষত থাকতো না। ভারত তখন নিজেদের নিরাপত্তা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়তো যে, আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সময়ই পেত না। ফলে হয়তো আমাদের দেশকেও ১৫ বছরের দুঃশাসন সহ্য করতে হতো না।

তার সেই বিখ্যাত ডায়লগ, "উই আর লুকিং ফর শত্রুজ!"—আজও অনেকে ভুলতে পারেনি।

ধুর বেডা..........
06/08/2024

ধুর বেডা..........


Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Niloy vai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share