ডুয়েট সাংবাদিক সমিতি

ডুয়েট সাংবাদিক সমিতি বস্তুনিষ্ঠ ও সৃজনশীল সংবাদ প্রকাশের দৃঢ় অঙ্গীকার

ডুয়েট উপাচার্যের শারদীয়া দূর্গাপূজার পূজা মণ্ডপ পরিদর্শনঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ বাণী অ...
26/09/2025

ডুয়েট উপাচার্যের শারদীয়া দূর্গাপূজার পূজা মণ্ডপ পরিদর্শন

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ বাণী অর্চনা সংসদ, ডুয়েট-এর আয়োজনে শারদীয়া দুর্গাপূজার পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ডুয়েট উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।

আজ ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যায় তিনি পূজামণ্ডপ পরিদর্শন ও পূজা উৎসবের আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন। পূজা যাতে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় সে বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেন। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দুর্গাপূজা সম্পন্ন করার জন্য প্রশাসন ও আয়োজকদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। তিনি পরিচ্ছন্নতা, আলোকসজ্জা ও নিরাপত্তার বিষয়ে বিশেষ দৃষ্টি দেওয়ার কথা বলেন।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন আরও বলেন, 'আমরা আমাদের প্রাণের ডুয়েটে সর্বোত্তম পারস্পরিক শ্রদ্ধা এবং ধর্মীয় সম্প্রীতির এক অনন্য পরিবেশ গড়ে তুলব।' এ সময় উপাচার্য সকল ধর্মাবলম্বীদের পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।

পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।~ডুয়েট সাংবাদিক সমিতি

26/09/2025
We are thrilled to announce that DUET Journalists Association is one of the proud Official Media Partner for "DUET TECHF...
22/09/2025

We are thrilled to announce that DUET Journalists Association is one of the proud Official Media Partner for "DUET TECHFEST 2025"!

ডিবেট বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি কোরাইশ, সাধারণ সম্পাদক নোমান বাংলাদেশের অন্যতম বিতর্ক সংগঠন " ডিবেট বাংলাদেশ " এর ২০২৫...
21/09/2025

ডিবেট বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি কোরাইশ, সাধারণ সম্পাদক নোমান

বাংলাদেশের অন্যতম বিতর্ক সংগঠন " ডিবেট বাংলাদেশ " এর ২০২৫-২৬ সেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী মো: আব্দুল্লাহ আল কোরাইশ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী আবু সুফিয়ান নোমান।

ডিবেট বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের অন্যান্যরা হলেন সহ-সভাপতি পদে জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ হাসান রাসেল, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মাহবুবুর রহমান সিয়াম (নর্থ সাউথ ইউনিভার্সিটি), সাংগঠনিক সম্পাদক পদে এস এম জাহিদ (বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি)।

নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন,
দপ্তর সম্পাদক পদে রনি ইসলাম ( ঢাবি) , প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আব্দুল্লাহ বুখারি (বিএল কলেজ,খুলনা) , অর্থ সম্পাদক পদে মতিউর রহমান স্বাধীন ( সরকারি তিতুমীর কলেজ, ঢাকা), প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক পদে আরমান খান সামির ( ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট), শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে আহমাদ চৌধুরী ( ইউনিভার্সিটি অফ স্কলার্স, ঢাকা), ইংরেজি বিতর্ক সম্পাদক পদে
ফাহমিদ জামিল ( ঢাকা মেডিকেল কলেজ), বাংলা বিতর্ক সম্পাদক পদে মাজহারুল ইসলাম রাকিব (নোয়াখালী সরকারি কলেজ)।

এছাড়াও ডিবেট বাংলাদেশের ২০২৫- ২৬ সেশনের কার্যনির্বাহী কমিটিতে সদস্য পদে নির্বাচিত হয়েছেন রবিউল আওয়াল ( হাবিবুল্লাহ বাহার কলেজ, ঢাকা) হাসানুজ্জামান হাসান (বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি), মুরসালিন হোসাইন (কুমিল্লা বিশ্ববিদ্যালয়), হুজাইফা চৌধুরী (রাজশাহী বিশ্ববিদ্যালয়), সামিউল ইসলাম (জগ্ননাথ বিশ্ববিদ্যালয়), শাহ নেওয়াজ ( কর্মাস কলেজ, চট্টগ্রাম) এবং আহসান হাবীব ( ঢাকা কলেজ)।

উল্লেখ্য, ডিবেট বাংলাদেশ ২০০৬ সালে প্রতিষ্ঠালাভের পর থেকে সারাদেশে বিতর্ক চর্চা নিয়ে কাজ করে যাচ্ছে।

বার্তা প্রেরক

আব্দুল্লাহ বুখারি
প্রচার সম্পাদক
ডিবেট বাংলাদেশ।

18/09/2025

এম- ডুয়েট প্রকল্প একনেকে অনুমোদন উপলক্ষে ডুয়েট উপাচার্যের শুভেচ্ছা বার্তা।

17/09/2025

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) অবকাঠামো উন্নয়নের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (এ....

17/09/2025

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুরের অবকাঠামো উন্নয়নের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমি....

একনেক সভায় ‘ডুয়েটের গবেষণাগারসমূহের সক্ষমতা বৃদ্ধিসহ আধুনিকায়ন এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্প অনুমোদনজাতী...
17/09/2025

একনেক সভায় ‘ডুয়েটের গবেষণাগারসমূহের সক্ষমতা বৃদ্ধিসহ আধুনিকায়ন এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর আজকের সভায় ‘ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর গবেষণাগারসমূহের সক্ষমতা বৃদ্ধিসহ আধুনিকায়ন এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন (M-DUET)’ শীর্ষক প্রকল্প চুড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। জুলাই ২০২৫ থেকে জুন ২০২৯ পর্যন্ত চার বছর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়িত হবে। বহুল প্রত্যাশিত এ প্রকল্প অনুমোদন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক যুগান্তকারী মাইলফলক।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্প অনুমোদনের পর ডুয়েটে আয়োজিত সংবর্ধনায় মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ‘ডুয়েটের গবেষণা কার্যক্রমকে বিশ্বমানের ও উদ্ভাবনমুখী করে গড়ে তোলার জন্য এই প্রকল্প একটি যুগান্তকারী পদক্ষেপ। ডুয়েটের গবেষণাগারসমূহ আধুনিকায়নের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের গবেষণার সুযোগ পাবে। একই সঙ্গে দক্ষ প্রকৌশলী তৈরির ক্ষেত্রে ডুয়েট আরও শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম হবে। আমি মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এবং মাননীয় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, মাননীয় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং অন্যান্য উপদেষ্টা মহোদয়কে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। একই সঙ্গে প্রকল্প প্রস্তাবনা প্রস্তুতকরণের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং ডুয়েটের এলামনাইবৃন্দ ও সকল শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মানসম্মত শিক্ষা ও গবেষণা নিশ্চিত করা, শিক্ষানুরাগী শিক্ষক, আধুনিক শ্রেণিকক্ষ, উন্নত গবেষণা অবকাঠামো তৈরি, টেকসই আবাসন সুবিধা, বৈশ্বিক বাজারে কর্মসংস্থানের উপযোগী করে মানবসম্পদ তৈরি ও বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবনমুখী পরিবেশ তৈরির লক্ষ্যে অনুমোদিত এই প্রকল্পটি বাস্তবায়িত হলে ডুয়েট হবে দেশের প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ক উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রাণকেন্দ্র।’

উপাচার্য মহোদয় আরও বলেন, ‘ডুয়েট দেশের টেকসই উন্নয়ন, উদ্ভাবন ও শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে গবেষণাগার ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে ডুয়েটের সক্ষমতা উন্নয়ন জরুরি। আমরা আশা করছি, আন্তর্জাতিক মানের গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে প্রযুক্তিনির্ভর বিশ্বের নেতৃত্বে অংশ নিতে পারবে আমাদের শিক্ষার্থীরা।’ তিনি বলেন, ‘প্রায় ৩৫০০ শিক্ষার্থীর জন্য গবেষণাগার আধুনিকায়ন, একাডেমিক ও ল্যাবরেটরি ভবন নির্মাণ, নতুন ১৬০০ শিক্ষার্থীর জন্য আবাসন সুবিধা এবং নিরাপত্তা ও আন্তঃক্যাম্পাস যোগাযোগের উন্নয়নই এই প্রকল্পের মূল লক্ষ্য।’ তিনি ডুয়েটের অগ্রযাত্রায় শিক্ষক, শিক্ষার্থীসহ সকলকে শিক্ষা, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিগত গবেষণা, প্রকাশনাসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে প্রাণপ্রিয় ডুয়েট ও দেশের টেকসই উন্নয়নে ভূমিকা রাখার প্রতি গুরুত্বারোপ করেন।

মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘এই প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে আধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও স্থাপনায় সমৃদ্ধ হয়ে ডুয়েট হয়ে উঠবে একটি গবেষণার আদর্শ সুতিকাগার। তিনি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এবং মাননীয় পরিকল্পনা উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা মহোদয় এবং প্রকল্প অনুমোদনের সঙ্গে জড়িত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও ডুয়েটের যৌথ বাস্তবায়নে প্রকল্পটি সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়িত হবে। একনেক সভায় প্রকল্প অনুমোদনের সংবাদে ডুয়েটে সর্বস্তরে এক আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়। এই উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপাচার্য মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান।

ডুয়েট উন্নয়নে ৮৬৬ কোটি টাকার ‘এম-ডুয়েট’ প্রকল্প একনেকে অনুমোদিতঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুরের অবকাঠাম...
17/09/2025

ডুয়েট উন্নয়নে ৮৬৬ কোটি টাকার ‘এম-ডুয়েট’ প্রকল্প একনেকে অনুমোদিত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুরের অবকাঠামো উন্নয়নের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) থেকে ৮ শত ৬৬ কোটি ৫৫ লক্ষ ৫২ হাজার টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

আজ বুধবার একনেক সভায় ‘ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর এর গবেষণাগারসমূহের সক্ষমতা বৃদ্ধিসহ আধুনিকায়ন এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন’ অনুমোদন করা হয়। ২০২৯ সালের জুনের মধ্যে এ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ে নতুন ১৬০০ শিক্ষার্থীর জন্য আবাসন সুবিধা সৃষ্টি, বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৫০০ জন শিক্ষার্থীর জন্য গবেষণাগারের আধুনিকায়ন ও আন্তর্জাতিক মানের গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা, নিরাপত্তা ও আন্তঃক্যাম্পাস যোগাযোগের সুবিধা সৃষ্টি করা সহ ৫টি ভবনের ঊর্ধ্বমূখী সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
~ডুয়েট সাংবাদিক সমিতি

Address

Gazipur
1700

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডুয়েট সাংবাদিক সমিতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ডুয়েট সাংবাদিক সমিতি:

Share

Category