Green Voice Ulipur Upazila

Green Voice Ulipur Upazila Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Green Voice Ulipur Upazila, Media/News Company, Gazipur.

শতবর্ষী গাছ কাটার নির্দেশ দিয়ে  কুড়িগ্রামের ডিসি নিজেই প্রাকৃতিক হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত! অনতিবিলম্বে এই সিদ্ধান্ত ...
19/06/2025

শতবর্ষী গাছ কাটার নির্দেশ দিয়ে কুড়িগ্রামের ডিসি নিজেই প্রাকৃতিক হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত!
অনতিবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করতে হবে!
গ্রীন ভয়েস পরিবার স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে — প্রকৃতির বিরুদ্ধে যে দাঁড়াবে, তার বিরুদ্ধেই রুখে দাঁড়াবো।

গাছ কাটলে খবর আছে ✊

বীর নারী মুক্তিযোদ্ধা সখিনা বেগম (৯৩) আর নেই!আজ ১৭ জুন ২০২৫ তারিখ ভোরে কিশোরগঞ্জ জেলার  বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নে...
17/06/2025

বীর নারী মুক্তিযোদ্ধা সখিনা বেগম (৯৩) আর নেই!

আজ ১৭ জুন ২০২৫ তারিখ ভোরে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের বড়মাইপাড়া গ্রামে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গ্রীন ভয়েস ও বহ্নিশিখা পরিবার এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তাঁর বীরত্ব, ত্যাগ ও সংগ্রামের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে সখিনা বেগম সরাসরি সশস্ত্র যুদ্ধে অংশ নেন। ভাগ্নে মতিউর রহমান সম্মুখযুদ্ধে শহীদ হওয়ার পর প্রতিশোধপরায়ণ হয়ে তিনি আরও সক্রিয়ভাবে যুদ্ধে যুক্ত হন। গুরুই এলাকায় বসু বাহিনীর মুক্তিযোদ্ধা ক্যাম্পে রাঁধুনির কাজের ফাঁকে তিনি রাজাকারদের গতিবিধি নজরে রেখে তথ্য সরবরাহ করতেন মুক্তিযোদ্ধাদের। একপর্যায়ে তিনি পাকিস্তানি সেনাদের হাতে ধরা পড়েন, তবে কৌশলে পালিয়ে এসে সঙ্গে আনা একটি ধারালো দা দিয়ে পাঁচ রাজাকারকে হত্যা করেন। তাঁর সেই দা বর্তমানে ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষিত আছে।

বীরত্ব, সাহস আর দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসার প্রতীক এই মুক্তিযোদ্ধা চিরদিন আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবেন।

বীরের মৃত্যু নেই।
বিনম্র শ্রদ্ধা , সখিনা বেগম।

গ্রীন ভয়েস উলিপুর সরকারি কলেজ শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্...
16/06/2025

গ্রীন ভয়েস উলিপুর সরকারি কলেজ শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়
উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক নূরনবী সরকার, গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখার সদস্য আক্তারুল ইসলাম, সৌরভ বাবু এবং গ্রীন ভয়েস উলিপুর সরকারি কলেজ শাখার সদস্যবৃন্দ । এসময় নতুন সদস্যদের সাথে পরিচিতি সভা এবং আগামী দিনের পরিকল্পনা করা হয়।

05/06/2025

সওদার মৃত্যুতে গ্রীন ভয়েস উলিপুর পরিবার গভীর শোক জ্ঞাপন করছি

🌍 ৫ই জুন - বিশ্ব পরিবেশ দিবস 🌱গ্রীন ভয়েস, উলিপুর উপজেলা শাখার পক্ষ থেকে সবাইকে পরিবেশবান্ধব শুভেচ্ছা।আজকের এই দিনটি শুধু...
05/06/2025

🌍 ৫ই জুন - বিশ্ব পরিবেশ দিবস 🌱
গ্রীন ভয়েস, উলিপুর উপজেলা শাখার পক্ষ থেকে সবাইকে পরিবেশবান্ধব শুভেচ্ছা।

আজকের এই দিনটি শুধুমাত্র একটি দিবস নয়, বরং আমাদের দায়িত্ব ও অঙ্গীকার স্মরণ করার দিন। যেখানে আমরা প্রকৃতিকে ভালোবাসি, রক্ষা করি এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার প্রতিশ্রুতি পুনঃনিশ্চিত করি।
পরিবেশ রক্ষায় প্রতিটি সচেতন পদক্ষেপ হতে পারে একটি সবুজ বিপ্লবের সূচনা।

🍀 আসুন আমরা সবাই একসাথে কাজ করি –
✅ বেশি বেশি গাছ লাগাই
✅ প্লাস্টিক বর্জন করি
✅ পানি ও শক্তি অপচয় বন্ধ করি
✅ প্রকৃতিকে নিজের মতো বাঁচতে দিই

পরিবেশ বাঁচাতে আজকের প্রতিটি পদক্ষেপ হয়ে উঠুক আগামী দিনের নিরাপদ পৃথিবীর ভিত।

গ্রীন ভয়েস, উলিপুর উপজেলা শাখা
— পরিবেশের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ 💚

আগামীকাল চলে আসুন ঠাকুরবাড়ির সবুজ বনানী রক্ষায়,,যোগ দিন আমাদের সাথে,,সময় দুপুর ২ টা
03/06/2025

আগামীকাল চলে আসুন ঠাকুরবাড়ির সবুজ বনানী রক্ষায়,,
যোগ দিন আমাদের সাথে,,

সময় দুপুর ২ টা

সবুজ ভাবনায় নতুন সূচনা — গ্রীন ভয়েস উলিপুর সরকারি  কলেজ!প্রকৃতির প্রতি দায়বদ্ধতা, পরিবেশ রক্ষার দৃঢ় অঙ্গীকার ও সচেতন প্র...
02/06/2025

সবুজ ভাবনায় নতুন সূচনা — গ্রীন ভয়েস উলিপুর সরকারি কলেজ!

প্রকৃতির প্রতি দায়বদ্ধতা, পরিবেশ রক্ষার দৃঢ় অঙ্গীকার ও সচেতন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে দেশের অন্যতম পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস এবার যাত্রা শুরু করলো কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায়-উলিপুর সরকারি কলেজ-এ।

📍 কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক প্রাণবন্ত কর্মসূচির মাধ্যমে শুরু হয় সদস্য সংগ্রহ অভিযান ও পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম ও বৃক্ষ রোপন ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক জনাব শফিকুর রহমান শফিক স্যার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “সবুজ পরিবেশ রক্ষা শুধু দায়িত্ব নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি নৈতিক অঙ্গীকার।” তিনি কলেজ ক্যাম্পাসকে আরও সবুজ ও মনোরম করে গড়ে তোলার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা জানান এবং পরিকল্পনা বাস্তবায়নে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

আয়োজনে আরও উপস্থিত ছিলেন, গ্রীন ভয়েস, উলিপুর উপজেলা শাখার সদস্যবৃন্দ।

গ্রীন ভয়েস উলিপুর কলেজ শাখার এই নতুন উদ্যোগে শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ ও আগ্রহ প্রকাশ করে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, , পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত হবে।
এটি শুধু একটি শাখা চালুর ঘটনা নয়—এটি একটি নতুন প্রজন্মের সবুজ চিন্তা, দায়িত্ববোধ ও নেতৃত্বের সূচনা।

উক্ত কার্যক্রম শেষে উলিপুর সরকারি কলেজে বৃক্ষ রোপন ও এইচএসসি পরিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয় ।

আমরা তো তোমাদের বলি না গাছ লাগাতেই হবে তবে গাছ কাটো কেন??কেন তোমরা কেরে নিতে চাও বিশুদ্ধ বাতাস কেন তোমাদের এত রাগ??কেন চ...
27/05/2025

আমরা তো তোমাদের বলি না
গাছ লাগাতেই হবে
তবে গাছ কাটো কেন??

কেন তোমরা কেরে নিতে চাও বিশুদ্ধ বাতাস
কেন তোমাদের এত রাগ??

কেন চাইছো পৃথিবী উত্তপ্ত হোক??

শুভ জন্মদিন মাইদুল ইসলাম মামুন সভাপতি গ্রীন ভয়েস নাগেশ্বরী উপজেলা শাখা। একজন দক্ষ সংগঠক পরিশ্রমী ও সৎ তরুণ।যার মুখে সব ...
17/05/2025

শুভ জন্মদিন
মাইদুল ইসলাম মামুন সভাপতি গ্রীন ভয়েস নাগেশ্বরী উপজেলা শাখা।
একজন দক্ষ সংগঠক পরিশ্রমী ও সৎ তরুণ।

যার মুখে সব সময় ছড়িয়ে থাকে প্রাণবন্ত হাসি চমৎকার তার আচরণ যিনি মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনিই মাইদুল ইসলাম মামুন 💛

আপনার জন্য সর্বদা শুভকামনা 💛

গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখার পক্ষ থেকে সারফরাজ সৌরভ

পাটশাকের উপকারিতা ও পুষ্টিগুণঃপুষ্টিগুণে ভরা পাটশাক অনেকের কাছেই প্রিয় একটি খাবার। পাটশাক খেতে যেমন সুস্বাদু আর তেমনই সহ...
14/05/2025

পাটশাকের উপকারিতা ও পুষ্টিগুণঃ

পুষ্টিগুণে ভরা পাটশাক অনেকের কাছেই প্রিয় একটি খাবার। পাটশাক খেতে যেমন সুস্বাদু আর তেমনই সহজলভ্য। সাধারণত পাটশাক ভেজে নিয়ে গরম ভাতের সাথে খাওয়া হয়। এটি শাক হিসেবে শুধু মুখরোচকই নয় পাটের পাতায় রয়েছে অনেক পুষ্টিগুণ। পাট শাকে প্রচুর পরিমাণ পটাশিয়াম, আয়রন, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, সেলেনিয়াম এবং ভিটামিন সি, ই, কে, বি- ৬ এবং নিয়াসিন রয়েছে। প্রতি ১০০ গ্রাম পাটশাকে ক্যালরি থাকে ৭৩। এতে আমিষ থাকে ৩.৬ গ্রাম, ক্যালসিয়াম ২৯৮ মিলিগ্রাম, লোহা ১১ মিলিগ্রাম ও ক্যারোটিন ৬৪০০ (আইইউ)। তাছাড়া পাট শাকে রয়েছে উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যারোটিন এবং খাদ্যআঁশ। এসব পুষ্টি উপাদান রোগবালাই থেকে আমাদেরকে দূরে রাখে। সম্মানিত পাঠক দেখে নিন এবার পাট শাকের উপকারিতা এবং পুষ্টিগুণ সম্পর্কে।

মুখের রুচি বাড়ায়ঃ
তেতো স্বাদের পাটশাক খাওয়ার রুচি বাড়ায়। মুখের স্বাদ ফিরিয়ে আনে ও মেদ বৃদ্ধির আশঙ্কা কমায়। পাটশাকের তেতো স্বাদ মুখে লালা ক্ষরণ করে শ্বেতসারকে ভাঙতে সাহায্য করে। এতে হজমের সুবিধা হয় ফলে খাবারের রুচি বাড়ে।

নিদ্রাহীনতা দূর করেঃ
পাটশাকে থাকা ম্যাগনেশিয়াম উপাদান শরীরে প্রয়োজনীয় হরমোন উৎপাদন করে যা স্নায়ুতন্ত্র শান্ত রাখে এবং নিরবচ্ছিন্ন নিদ্রা নিশ্চিত করে। তাই ভাল ঘুমের জন্য পাট শাক খেতে পারেন।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়ঃ
পাট শাকের ভিটামিন এ, ই এবং সি শরীরের রোগ পতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে থাকা ভিটামিন সি ও ক্যারোটিন মুখের ঘা দূর করতে সাহায্য করে। তাছাড়া ভিটামিন-সি রক্তের শ্বেত কনিকা বৃদ্ধি করে এবং ভিটামিন-এ, ভিটামিন ই চোখ, হৃদপিণ্ডসহ অন্যান্য অঙ্গের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

হাড়ের বৃদ্ধি সাধন করেঃ
পাটশাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে যা হাড় ভালো রাখতে সাহায্য করে এবং হাড়ের ক্ষয় রোধ করে। তাছাড়া এতে থাকা আয়রন, ম্যাগনেশিয়াম, সোডিয়াম এবং অন্যান্য পুষ্টি উপাদান হাড় গঠন ও ক্ষয়পূরণ করে এবং হাড়ভঙ্গুরতা রোধ করে।

উচ্চ রক্তচাপ দূর করেঃ
পাটশাকে বিদ্যমান উচ্চ মাত্রার পটাশিয়াম রক্তসঞ্চালন ও রক্তচাপ স্বাভাবিক রাখতে সহায়তা করে। ফলে উচ্চ রক্তচাপ জনিত সমস্যা দূর হয়। এছাড়া পাটশাক রক্তের কোলেস্টেরল কমাতে সহায়তা করে। নিয়মিত খেলে হার্ট অ্যাটাক এবং ষ্ট্রোকের ঝুঁকি কমে যায়।

আয়রণের ভাল উৎসঃ
পাটশাকে প্রচুর পরিমান আয়রন থাকে যা রক্তে হিমোগ্লোবিন উৎপাদনে সহায়তা করে। পাটশাকে থাকা আয়রন দেহের স্বাভাবিক তাপমাত্রা এবং কর্মদক্ষতাও বৃদ্ধি করে।

হজম শক্তি বড়ায়ঃ
পাটশাকে থাকা খাদ্যআঁশ হজম প্রক্রিয়াকে দারুণভাবে ত্বরান্বিত করে আমাদের হজম শক্তি বাড়িয়ে দেয়। এর ফলে কোষ্ঠকাঠিন্য দূর করে।

বাতের ব্যথা দূর করেঃ
পাট শাকে প্রচুর ভিটামিন ই থাকে। ভিটামিন-ই গেঁটেবাত, আর্থরাইটস এবং প্রদাহ জনিত অন্যান্য রোগ প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তাই এই সকল রোগের জন্য পাট শাক একটি গুরুত্বপূর্ণ পথ্য।

ঢেঁড়সের উপকারিতা :-রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।হজম উন্নত করে।হৃদরোগের ঝুঁকি কমায়।ক্যান্সারের ঝুঁকি কমায়।রক্তচাপ নি...
08/05/2025

ঢেঁড়সের উপকারিতা :-

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
হজম উন্নত করে।
হৃদরোগের ঝুঁকি কমায়।
ক্যান্সারের ঝুঁকি কমায়।
রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।
ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।
চোখের স্বাস্থ্যের জন্য ভালো।
ত্বকের স্বাস্থ্যের জন্য ভালো।
হাড় ও দাঁতের স্বাস্থ্যের জন্য ভালো।

স্বাস্থ্য সচেতনতায় গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখা

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Green Voice Ulipur Upazila posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Green Voice Ulipur Upazila:

Share