Green Voice Ulipur Upazila

Green Voice Ulipur Upazila যোগাযোগ (What's up or phone)
01602470679
01302186713

গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখার সভাপতি Sarfaraz Saurov এর নবম তম এ+ রক্ত দান,,মানবসেবায় গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখা ...
10/08/2025

গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখার সভাপতি Sarfaraz Saurov এর নবম তম এ+ রক্ত দান,,

মানবসেবায় গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখা সব সময় সবার পাশে 💛💛

গাহি সাম্যের গান
09/08/2025

গাহি সাম্যের গান

গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক Romio Raihan লাল ভালোবাসা দান, মানবতার সংগঠন গ্রীন ভয়েস,,
08/08/2025

গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক Romio Raihan লাল ভালোবাসা দান, মানবতার সংগঠন গ্রীন ভয়েস,,

বাংলাদেশ   পরিবেশ    আন্দোলন     বাপার  সাধারণ সম্পাদক, গ্রীণ ভয়েস এর প্রধান সমন্বয়ক আলমগীর কবির ভায়ের  ছোট  ভাই আবু মুস...
03/08/2025

বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সাধারণ সম্পাদক, গ্রীণ ভয়েস এর প্রধান সমন্বয়ক আলমগীর কবির ভায়ের ছোট ভাই আবু মুসা আকস্মিক ভাবে আজ আনুমানিক সকাল ১০.৪০ এ ধানমন্ডির ইডেন মাল্টিকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

তার মৃত্যুতে গ্রীন ভয়েস উলিপুর পরিবার গভীর শোকাহত।

বুড়িতিস্তা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক উলিপুর—যে অঞ্চল একসময় ব্রিটিশ আমলে উত্তরাঞ্চলের বাণিজ্য ও প্রশাসনের কেন্দ্রবিন্দু ...
01/08/2025

বুড়িতিস্তা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক উলিপুর—যে অঞ্চল একসময় ব্রিটিশ আমলে উত্তরাঞ্চলের বাণিজ্য ও প্রশাসনের কেন্দ্রবিন্দু ছিল। চাউল, পাট, গুঁড়, মাছসহ নানান কৃষিপণ্য এই নদীপথে পৌঁছে যেত রাজশাহী, ঢাকা ও কলকাতার বাজারে। তৎকালীন উলিপুর বাজার, ঘোগাদহ ও ধরলার মোহনা হয়ে উঠেছিল সমৃদ্ধ ব্যবসায়িক কেন্দ্র।

সময়ের পালাবদলে সেই উলিপুরেই আজ নতুন করে দোলা দিচ্ছে পরিবেশ-সচেতনতার এক প্রাণবন্ত সুবাতাস।

দেশব্যাপী সবুজায়ন এবং পরিবেশ সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালনকারী বৃহৎ যুব সংগঠন “গ্রীন ভয়েস”, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং তরুণ প্রজন্মের মাঝে প্রকৃতিপ্রেম ও দায়িত্ববোধ সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে নিরলসভাবে।

এই ধারাবাহিকতায়,সারফারাজ সৌরভকে সভাপতি, হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক এবং আল আলিফ ও রোমিও রায়হানকে সাংগঠনিক সম্পাদক করে গ্রীন ভয়েস কেন্দ্রীয় পরিষদের নির্দেশনায় আগামী এক বছরের জন্য গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হইলো।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, নবনির্বাচিত এই নেতৃত্ব উলিপুরে পরিবেশবাদী আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে এবং গ্রীন ভয়েসের সবুজায়নের পতাকা আরো উঁচুতে তুলে ধরবে।

শুভ জন্মদিন স্যার
25/07/2025

শুভ জন্মদিন স্যার

আজ এতো গুলো নিষ্পাপ সন্তান আমাদের ছেড়ে চলে গেলো...প্রতিবার একই প্রশ্ন—কেন বারবার এমন দুর্ঘটনা ঘটে?তদন্ত কমিটির কাজ আসলে ...
21/07/2025

আজ এতো গুলো নিষ্পাপ সন্তান আমাদের ছেড়ে চলে গেলো...

প্রতিবার একই প্রশ্ন—কেন বারবার এমন দুর্ঘটনা ঘটে?
তদন্ত কমিটির কাজ আসলে কী? তারা কেমন রিপোর্ট দেয়? কতোটা স্বচ্ছতা থাকে তাতে?

বিমান প্রশিক্ষণ কেন জনবহুল ও ঘনবসতিপূর্ণ এলাকায় করতে হবে?
গতবারও দেখেছি—একজন পাইলট নিজের জীবন দিয়ে হলেও বিমান জনবহুল এলাকায় পড়তে দেননি। এবার? দায়িত্বশীলতা কি নেই?

আপনারা কি মনে করেন, বিমান উড়ানোর আগে পরীক্ষা-নিরীক্ষা করার প্রয়োজন নেই?
এতোটুকু দায়বোধ কি থাকার কথা না?

কিন্তু না, হয়তো কিছুদিন পর আরেকটি ভাইরাল নিউজ আসবে। এই ঘটনা চাপা পড়ে যাবে। আপনারা দায়মুক্ত হয়ে যাবেন।

বিচারহীনতার এই সংস্কৃতি বাংলাদেশের ভবিষ্যৎ কোথায় নিয়ে যাচ্ছে?
এদেশে কি প্রাণের কোনো মূল্য নেই?

---

মাইলস্টোন স্কুল পরিবার গভীর শোক ও প্রতিবাদ জানাচ্ছে।
আমরা চাই দায়ীদের দ্রুত শাস্তি নিশ্চিত হোক।
আর এমন অমূল্য প্র

বাচ্চারা স্কুল শেষে ফেরার কথা ছিলো মা-বাবার কোলে। তার বদলে ফিরলো লা/ শ হয়ে। মা-বাবার কাছে এ এক কঠিন দৃশ‍্য।
21/07/2025

বাচ্চারা স্কুল শেষে ফেরার কথা ছিলো মা-বাবার কোলে। তার বদলে ফিরলো লা/ শ হয়ে। মা-বাবার কাছে এ এক কঠিন দৃশ‍্য।

শুভ জন্মদিন Tohni Banik সভাপতি গ্রীন ভয়েস কুড়িগ্রাম সরকারি কলেজ শাখাগ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখার পক্ষ থেকে জন্মদিনে...
30/06/2025

শুভ জন্মদিন Tohni Banik
সভাপতি গ্রীন ভয়েস কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা

গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখার পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা 💛

গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখা ও গ্রীন ভয়েস উলিপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে ফল উৎসব উদযাপন করা হয়।খেলে ফল, বাড়ে বলফল ...
23/06/2025

গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখা ও গ্রীন ভয়েস উলিপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে ফল উৎসব উদযাপন করা হয়।

খেলে ফল, বাড়ে বল
ফল উৎসব 🥰
গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখার ফল উৎসবের স্থির চিত্র 😍
সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা যারা ফল উৎসবের সাথে যুক্ত হয়ে প্রানবন্ত করেছিলেন আজকের আয়োজন 🥰

যুবরাই লড়বে সবুজ পৃথিবী গড়বে🥰
জয়তু গ্রীন ভয়েস 😍

শতবর্ষী গাছ কাটার নির্দেশ দিয়ে  কুড়িগ্রামের ডিসি নিজেই প্রাকৃতিক হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত! অনতিবিলম্বে এই সিদ্ধান্ত ...
19/06/2025

শতবর্ষী গাছ কাটার নির্দেশ দিয়ে কুড়িগ্রামের ডিসি নিজেই প্রাকৃতিক হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত!
অনতিবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করতে হবে!
গ্রীন ভয়েস পরিবার স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে — প্রকৃতির বিরুদ্ধে যে দাঁড়াবে, তার বিরুদ্ধেই রুখে দাঁড়াবো।

গাছ কাটলে খবর আছে ✊

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Green Voice Ulipur Upazila posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Green Voice Ulipur Upazila:

Share