Green Voice Ulipur Upazila

Green Voice Ulipur Upazila যোগাযোগ (What's up or phone)
01602470679
01302186713

14/11/2025
শুভ জন্মদিন গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান
13/11/2025

শুভ জন্মদিন
গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান

সবুজ হোক আমাদের ক্যাম্পাস, নির্মল হোক আমাদের পরিবেশ! আজ গ্রীন ভয়েস, উলিপুর উপজেলা শাখার উদ্যোগে উলিপুর আদর্শ মহাবিদ্যালয়...
12/11/2025

সবুজ হোক আমাদের ক্যাম্পাস, নির্মল হোক আমাদের পরিবেশ!

আজ গ্রীন ভয়েস, উলিপুর উপজেলা শাখার উদ্যোগে উলিপুর আদর্শ মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এক অনন্য উদ্যোগ —

বৃক্ষ পরিচর্যা কার্যক্রম
কলেজ মাঠের সবুজায়ন বজায় রাখতে ডাস্টবিন স্থাপন
নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি

পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিতে ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে এই কার্যক্রমের মাধ্যমে গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখা একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।

আসুন, সবাই মিলে শপথ করি —
একটি গাছ, একটি প্রাণ — সবুজ পৃথিবী আমাদের টেকসই ভবিষ্যৎ।”

আয়োজনে: গ্রীন ভয়েস, উলিপুর উপজেলা শাখা

গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখার সহ-সভাপতি আজাদুল হক আজাদ এর পুত্র সন্তান ভূমিষ্ঠ হওয়ায় আনন্দের প্রতীক হিসেবে একটি আমগাছ র...
30/10/2025

গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখার সহ-সভাপতি আজাদুল হক আজাদ এর পুত্র সন্তান ভূমিষ্ঠ হওয়ায় আনন্দের প্রতীক হিসেবে একটি আমগাছ রোপণ

পরবর্তী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার অঙ্গীকারে, এই গাছটি রোপন করা হয়।

রোপিত আমগাছটির মতোই তাঁর পুত্র সন্তানও যেন সবল, সুন্দর ও ছায়াময় হয়ে বড় হয়ে উঠুক—এই শুভকামনা।
শুভকামনা গ্রীন ভয়েস এর নতুন প্রজন্ম রাইয়ান বিন আজাদকে।

প্রজন্ম থেকে প্রজন্ম গ্রীন ভয়েসের সবুজ যাত্রা অবিচল থাকুক।

#পরিবেশবান্ধব_উদ্যোগ #সবুজবাংলাদেশ

29/10/2025

We are Green Voice,
আমরা গ্রীন ভয়েস আমরা প্রকৃতির কথা বলি

Chanchal Chandra ধন্যবাদ ভাইয়া 💛

আজ গ্রীন ভয়েস উলিপুর সরকারি কলেজ শাখার আয়োজনে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা, উপহার বিতরণ ও সদস্য সংগ্রহের কার্যক্রম,,,...
23/10/2025

আজ গ্রীন ভয়েস উলিপুর সরকারি কলেজ শাখার আয়োজনে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা, উপহার বিতরণ ও সদস্য সংগ্রহের কার্যক্রম,,,,
কুইজ প্রতিযোগিতা শেষে গ্রীন ভয়েসে যুক্ত হয় একঝাঁক তরুণ তরুণী,,,,
আগামীতে একটি পরিবেশ বান্ধব উলিপুর তৈরীর লক্ষ্যে এগিয়ে আসে তারা,,,, আয়োজনে উপস্থিত ছিলেন আবু জুবায়ের আল মুকুল ( উপাধ্যক্ষ উলিপুর সরকারি কলেজ) উপদেষ্টা গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখা,
শফিকুল ইসলাম শফিক ( সহকারী অধ্যাপক) উপদেষ্টা গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখা শাখা
ও অন্যান্য শিক্ষকবৃন্দ,,ও গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখা ও সরকারি কলেজ শাখার সদস্যবৃন্দ

আয়োজনে গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখার সভাপতি সারফারাজ সৌরভ ,,নতুন সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং পরিবেশের বার্তা ছড়িয়ে দেন নতুনদের মাঝে।

আজ গ্রীন ভয়েস উলিপুর সরকারি কলেজ শাখার মাসিক মিটিং অনুষ্ঠিত হয়,, কলেজের পরিবেশ সেই সাথে আগামী দিনের পরিকল্পনা করা হয়,...
21/10/2025

আজ গ্রীন ভয়েস উলিপুর সরকারি কলেজ শাখার মাসিক মিটিং অনুষ্ঠিত হয়,, কলেজের পরিবেশ সেই সাথে আগামী দিনের পরিকল্পনা করা হয়,,, উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখার সভাপতি Sarfaraz Saurov এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও গ্রীন ভয়েস উলিপুর সরকারি কলেজ শাখার সদস্যগণ।

উলিপুরে অনুষ্ঠিত “ইত্যাদি”-তে গ্রীন ভয়েসের পদচারণা! উলিপুরের মাটিতে দেশের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান “ইত্যাদি”— আর সেই অ...
12/10/2025

উলিপুরে অনুষ্ঠিত “ইত্যাদি”-তে গ্রীন ভয়েসের পদচারণা!

উলিপুরের মাটিতে দেশের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান “ইত্যাদি”— আর সেই অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক টিম হিসেবে গর্বিত উপস্থিতি গ্রীন ভয়েসের! 🌿

ইত্যাদি কর্তৃপক্ষের প্রশংসা ও স্বীকৃতি আমাদের এই পথচলাকে করেছে আরও অনুপ্রেরণাময়, আরও উদ্দীপ্ত!
এ শুধু আমাদের নয়—
👉 এটি উলিপুরের গর্ব,
👉 এটি গ্রীন ভয়েসের সাফল্য! 💚

একটি সবুজ ও সচেতন প্রজন্ম গঠনের পথে, এ অর্জন আমাদের জন্য এক নতুন অধ্যায়। 🌱

গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখার সহ-সভাপতি, Rumana Yesmin Rume আপুর ৬ তম O- রক্ত দান মানবতার সেবায় গ্রীন ভয়েস উলিপুর সব...
19/09/2025

গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখার সহ-সভাপতি, Rumana Yesmin Rume আপুর ৬ তম O- রক্ত দান
মানবতার সেবায় গ্রীন ভয়েস উলিপুর সবসময় সবার সাথে ❤️

কবিতার নামঃ  ঐতিহ্যের মুন্সীবাড়ী লিখেছেন ,কাজিউল কবীর , সদস্য গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখা।উলিপুরের ইতিহাস ও ঐতিহ্যের ...
14/09/2025

কবিতার নামঃ ঐতিহ্যের মুন্সীবাড়ী
লিখেছেন ,কাজিউল কবীর , সদস্য গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখা।

উলিপুরের ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী
প্রাচীন স্থাপত্য ধরণীবাড়ীর মুন্সীবাড়ী,
জমিদারি শাসনামলের অনন্য এক নিদর্শন
প্রতিনিয়ত অসংখ্য দর্শনার্থী করে দর্শন।

মুনসিবাড়ীর ছিল একসময়ের জাঁকজমক পরিবেশ
ভূমিদস্যু ও দুষ্কৃতকারীদের কারণে হয়েছে শেষ,

সবকিছু মিলে শেষ হতে বসেছে মুনসিবাড়ী
সকলে আসুন মুন্সীবাড়ী রক্ষা করি।

প্রশাসনের নিকট জানাই দাবি
ফিরিয়ে দাও ঐতিহ্যের মুন্সীবাড়ী,
সবকিছু দিবো উৎসর্গ করি,
তবুও রক্ষা করবো ঐতিহ্যের মুন্সীবাড়ী।

সকলে মিলে গড়বো একতা
ঐতিহ্যের মুন্সীবাড়ী করবো রক্ষা,
কে করে করুক শত্রুতা
মোরা কিছুতেই হার মানবো না।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনাদের দায়িত্বশীল নেতৃত্ব শিক্ষার্থী সমাজ ও পরিবেশ আন্দোলনে নতুন দিগন্ত উন্মোচন করবে।অভিনন্দন ...
11/09/2025

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনাদের দায়িত্বশীল নেতৃত্ব শিক্ষার্থী সমাজ ও পরিবেশ আন্দোলনে নতুন দিগন্ত উন্মোচন করবে।

অভিনন্দন ও শুভ কামনা রইলো আপনাদের জন্য।

ডাকসুর রোকেয়া হল সংসদে আমাদের গ্রীন ভয়েসের নারী বিষয়ক কার্যক্রম  বহ্নিশিখার তিন বহ্নি নির্বাচিত হয়েছেন।Borsha Mohonto -স...
11/09/2025

ডাকসুর রোকেয়া হল সংসদে আমাদের গ্রীন ভয়েসের নারী বিষয়ক কার্যক্রম বহ্নিশিখার তিন বহ্নি নির্বাচিত হয়েছেন।
Borsha Mohonto -সমাজসেবা সম্পাদক
Rifatun Jannat Antora -ইনডোর ক্রিড়া সম্পাদক
Israt Rusha-আউটডোর ক্রিড়া সম্পাদক
অভিনন্দন ও শুভ কামনা রইলো।

বহ্নিরা এগিয়ে যাক ✌️, গ্রীন ভয়েস-বহ্নিশিখা'র বিজয় যাত্রা বহমান থাকুক 💚

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Green Voice Ulipur Upazila posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Green Voice Ulipur Upazila:

Share