
05/05/2025
of Billal শুধু শেরপুর জেলার।নয় সারা দেশের মধ্যে অন্যতম একজন কনটেন্ট ক্রিয়েটর
শেরপুর জেলার গর্ব। সারা বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশের মানুষের পরিচিত মুখ। যাকে নিয়ে লিখলে শেষ হবে না। রচনা, ইতিহাস সহ তাকে নিয়ে বই লেখার মত একজন মানুষ তিনি।
শুরুতে তার জন্মভূমি নকলার মানুষরাও চিনতোনা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরি করায় ফেসবুক, ইউটিউব সহ নানান সামাজিক যোগাযোগমাধ্যম তাকে অনারিয়াম দিচ্ছে লক্ষ লক্ষ টাকা।
শুনে অবাক হবেন, লাস্ট ৯০ দিনে তার উপার্জন ৪৫ লক্ষ টাকা। আর মাসিক উপার্জন তো আছেই। মাত্র ২ বছরের পরিশ্রম আজ তাকে সারাবিশ্বে পরিচিত অর্জন করিয়েছে। যার পিছনে তার মেধাই ছিলো একমাত্র যোগান।
এরকম মানুষ আমাদের শেরপুর জেলার গর্ব, আমাদের রত্ম।শেরপুরের মাটিতে এমন তরুণ জন্ম নেক যুগের পর যুগ। সেই প্রত্যাশা করছি।
আমার পক্ষ শেরপুর সহ সারা দেশের অন্যতম সেরা কনটেন্ট ক্রিয়েটর নাসা ভাইয় এর জন্য রইল শুভকামনা।