Expensive Food

Expensive Food Welcome to my own world❤️ অন্যন্য কেউ নই 😌
(3)

গ্রীষ্মের রাজপুত্র — টক-মিষ্টি কালো জাম 🍇ছোটবেলার প্রতিটি দুপুরে যার ছিল রাজত্ব।জিভে রঙ লাগার আনন্দে মেখে যেতো সারাটা দি...
01/06/2025

গ্রীষ্মের রাজপুত্র — টক-মিষ্টি কালো জাম 🍇
ছোটবেলার প্রতিটি দুপুরে যার ছিল রাজত্ব।
জিভে রঙ লাগার আনন্দে মেখে যেতো সারাটা দিন!
এক মুঠো জাম, এক পাহাড় স্মৃতি।

রাস্তার পাশে বিক্রেতার হাঁক,
"গোলগাল জাম! টক-মিষ্টি জাম!"
লবণ-লঙ্কা মাখিয়ে খাওয়ার সেই অদ্ভুত স্বাদ,
যা এখনো জিভে লেগে আছে।

গাছ থেকে পড়ে যাওয়া জাম কুড়ানোর মজা,
বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে খাওয়া,
আর দাদির গল্প শুনতে শুনতে জাম চিবানো —
এসবই তো আমাদের গ্রীষ্মের সোনালি দিন।

কালো জাম কেবল একটা ফল নয়,
এ যেন শৈশবের একখণ্ড রঙিন স্মৃতি!

শতবর্ষী এক নীরব সাক্ষী,প্রাচীন এই বটগাছ যেন ইতিহাসের জীবন্ত দলিল।তার শিকড় ছড়িয়ে আছে অতীতের গভীরে,আর ডালপালা ছুঁয়ে গেছে ব...
31/05/2025

শতবর্ষী এক নীরব সাক্ষী,
প্রাচীন এই বটগাছ যেন ইতিহাসের জীবন্ত দলিল।
তার শিকড় ছড়িয়ে আছে অতীতের গভীরে,
আর ডালপালা ছুঁয়ে গেছে বর্তমানকে।

গ্রামের মেঠোপথের পাশে দাঁড়িয়ে,
সে দেখেছে ঋতুর পর ঋতু বদলাতে,
শুনেছে দাদুর গল্প, নাতির হাসি,
আর লুকিয়ে রেখেছে হাজারো স্মৃতির ছায়া।

এই গাছের নিচে কেউ খুঁজে পেয়েছে ছায়া,
আবার কেউ খুঁজে পেয়েছে মানসিক প্রশান্তি।
প্রেমিক যুগল বসেছে তার ছায়ায়,
মিলেছে বটতলার আড্ডা, হাসি-ঠাট্টা।

সময় তাকে বৃদ্ধ করেছে,
তবু মাটির সঙ্গে তার বন্ধন অটুট।
প্রতিটি ঝড়ের সঙ্গে সে লড়েছে,
আকাশে ছুঁয়েছে মাথা ঊঁচু করে।

বটগাছ কেবল একটি গাছ নয়,
এ যেন একটি অনুভূতি, এক প্রাণের গল্প।
হয়তো সে আজো অপেক্ষায় আছে,
নতুন কারো নতুন গল্প শোনার।

রাতের শেষ প্রহরে শান্তির ঘুম।😴শুভ রাত্রি। আসসালামু আলাইকুম।
28/05/2025

রাতের শেষ প্রহরে শান্তির ঘুম।😴

শুভ রাত্রি।
আসসালামু আলাইকুম।

প্রিয় জনের সঙ্গে ফুচকার প্লেট মানেই বাড়তি স্বাদ ❤️টক-ঝাল পানির মাঝে লুকানো ছোট ছোট ভালোবাসা।হাসির ফোয়ারা আর ফুচকার গন্ধ—...
28/05/2025

প্রিয় জনের সঙ্গে ফুচকার প্লেট মানেই বাড়তি স্বাদ ❤️
টক-ঝাল পানির মাঝে লুকানো ছোট ছোট ভালোবাসা।
হাসির ফোয়ারা আর ফুচকার গন্ধ—আড্ডাটা যেন কখনো না শেষ হয়!
এই মূহূর্তগুলোই তো জীবনের আসল তৃপ্তি 🥰🥄

শুভ সন্ধ্যা।
আসসালামু আলাইকুম।

゚ #ফুচকা

Sweet, juicy, and full of sunshine — the taste of summer in every bite!😋Good evening everyone. Assalamu alaikum. 🤍''' ゚ ...
27/05/2025

Sweet, juicy, and full of sunshine — the taste of summer in every bite!😋

Good evening everyone.
Assalamu alaikum. 🤍

'

'

'

অসম্ভব ভালো কাটলো আজকের দিনটি। শুভ রাত্রি সবাইকে। আসসালামু আলাইকুম।  ゚
26/05/2025

অসম্ভব ভালো কাটলো আজকের দিনটি।
শুভ রাত্রি সবাইকে।
আসসালামু আলাইকুম।

কে কে এই অমৃতটা পছন্দ করো বলে যাও! 🫠  ゚
25/05/2025

কে কে এই অমৃতটা পছন্দ করো বলে যাও! 🫠

সকলের আমন্ত্রণ রইলো পিঠার। 💝আসসালামু আলাইকুম।   ゚
21/05/2025

সকলের আমন্ত্রণ রইলো পিঠার। 💝
আসসালামু আলাইকুম।

আজকে আকাশের মন ভালো নেই।সে বিশন্ন মন নিয়ে এসেছে। শুভ সকাল। আসসালামু আলাইকুম।  ゚
15/05/2025

আজকে আকাশের মন ভালো নেই।
সে বিশন্ন মন নিয়ে এসেছে।

শুভ সকাল।
আসসালামু আলাইকুম।

রাত আসে নিঃশব্দ এক কোমলতার মতো।তারা আকাশে জাদুর ছিটা ছড়িয়ে দেয়। চাঁদ উঠে শান্ত সৌন্দর্যে।নীরবতা পৃথিবীকে জড়িয়ে ধরে।স্বপ্...
14/05/2025

রাত আসে নিঃশব্দ এক কোমলতার মতো।
তারা আকাশে জাদুর ছিটা ছড়িয়ে দেয়।
চাঁদ উঠে শান্ত সৌন্দর্যে।
নীরবতা পৃথিবীকে জড়িয়ে ধরে।
স্বপ্নেরা তখন ফুটে ওঠে।
ঘরের কোণায় আলো জ্বলে।
মন ধীরে আসে, ভাবনা বেড়ে যায়।
রাত লুকিয়ে রাখে চোখের জল আর গোপন কথা।
এটা আত্মবিশ্লেষণের সময়।
ক্ষতগুলো যেন আরও গভীর লাগে।
তবুও আশার আলো জ্বলে মোমের শিখায়।
কেউ লেখে, কেউ কাঁদে, কেউ প্রার্থনা করে। রাত আমাদের ধৈর্য শেখায়।
অস্পষ্ট কথাগুলো ধরে রাখে।
হাওয়াটা তখন সত্যি মনে হয়।
ছায়া বাড়ে, কিন্তু সাহসও বাড়ে।
রাত মানেই অন্ধকার নয়।
এটা থেমে যাওয়ার এক সময়।
বিশ্রাম, আরোগ্য আর নিঃশ্বাসের সময়।
এবং আবার নতুন সূর্যোদয়ের অপেক্ষা।

শুভ রাত্রি। 💝

🌙 Good night.
Night falls like a soft whisper.
Stars sprinkle the sky with magic.
The moon rises with quiet grace.
Silence hugs the world.
Dreams begin to bloom.
Lamps glow in cozy corners.
Hearts slow down, thoughts speed up.
Night hides our tears and secrets.
It's the hour of reflection.
Wounds feel deeper, memories sharper.
But hope still flickers like candlelight.
Some write, some cry, some pray.
Night teaches us patience.
It holds the stories unsaid.
The breeze feels more honest.
Shadows grow, but so does strength.
Night isn’t just darkness.
It’s a gentle reminder to pause.
To rest, to heal, to breathe.
And to wait for the sunrise again.

বৃষ্টির পর সতেজ প্রকৃতি। 💝💝শুভ বিকেল।আসসালামু আলাইকুম।  ゚
14/05/2025

বৃষ্টির পর সতেজ প্রকৃতি। 💝💝

শুভ বিকেল।
আসসালামু আলাইকুম।

সুপ্রভাত! নতুন শুরু, নতুন আশীর্বাদ আর অফুরন্ত সম্ভাবনা। আজকের দিন হোক শান্তিময়, সুন্দর আর আশায় ভরপুর।Good morning! A f...
13/05/2025

সুপ্রভাত!
নতুন শুরু, নতুন আশীর্বাদ আর অফুরন্ত সম্ভাবনা। আজকের দিন হোক শান্তিময়, সুন্দর আর আশায় ভরপুর।

Good morning!
A fresh start, a new blessing, and endless possibilities. Let today be kind, peaceful, and full of hope.

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Expensive Food posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share