
01/06/2025
গ্রীষ্মের রাজপুত্র — টক-মিষ্টি কালো জাম 🍇
ছোটবেলার প্রতিটি দুপুরে যার ছিল রাজত্ব।
জিভে রঙ লাগার আনন্দে মেখে যেতো সারাটা দিন!
এক মুঠো জাম, এক পাহাড় স্মৃতি।
রাস্তার পাশে বিক্রেতার হাঁক,
"গোলগাল জাম! টক-মিষ্টি জাম!"
লবণ-লঙ্কা মাখিয়ে খাওয়ার সেই অদ্ভুত স্বাদ,
যা এখনো জিভে লেগে আছে।
গাছ থেকে পড়ে যাওয়া জাম কুড়ানোর মজা,
বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে খাওয়া,
আর দাদির গল্প শুনতে শুনতে জাম চিবানো —
এসবই তো আমাদের গ্রীষ্মের সোনালি দিন।
কালো জাম কেবল একটা ফল নয়,
এ যেন শৈশবের একখণ্ড রঙিন স্মৃতি!
゚