Expensive Food

Expensive Food Welcome to my own world❤️ অন্যন্য কেউ নই 😌
(3)

আমার মিষ্টি খুব পছন্দের একটি খাবার।  তবে একটা দু্ঃক্ষ ছিল রসের মিষ্টি থেকে কখনো বেছে বেছে নিজের পছন্দের মিষ্টি খাওয়া হয়ন...
22/09/2025

আমার মিষ্টি খুব পছন্দের একটি খাবার। তবে একটা দু্ঃক্ষ ছিল রসের মিষ্টি থেকে কখনো বেছে বেছে নিজের পছন্দের মিষ্টি খাওয়া হয়নি। আক্ষেপ ছিল না এই বিষয়ে , তবে আগ্রহ তেমন দেখাইনি কখনো । আগ্রহ দেখানোর মানুষই যে ছিল না।
অতঃপর একদিন আমার বিয়ে হলো আর আমার সকল আবদার, শখ , আগ্রহের মানুষটা আমি নিজের করে পেয়ে গেলাম। আর একদিন সুযোগ পেয়েই নিজের পছন্দের কাজটি সেরে ফেললাম এই মিষ্টির সাথে।🤍
আলহামদুলিল্লাহ।

゚viralシviralシfypシ゚viralシalシ

It was a beautiful day with my beloved husband🤍
22/09/2025

It was a beautiful day with my beloved husband🤍

দুই টাকার ভেতর জীবন সারা,  এক টাকায় মেটাও ক্ষুধা-পিপাসা,  অন্য টাকায় কিনে নাও ফুল,  আনন্দে ভরুক মনের কূল।
20/08/2025

দুই টাকার ভেতর জীবন সারা,
এক টাকায় মেটাও ক্ষুধা-পিপাসা,
অন্য টাকায় কিনে নাও ফুল,
আনন্দে ভরুক মনের কূল।

২টা ফুল।🌸
12/08/2025

২টা ফুল।🌸

গ্রীষ্মের রাজপুত্র — টক-মিষ্টি কালো জাম 🍇ছোটবেলার প্রতিটি দুপুরে যার ছিল রাজত্ব।জিভে রঙ লাগার আনন্দে মেখে যেতো সারাটা দি...
01/06/2025

গ্রীষ্মের রাজপুত্র — টক-মিষ্টি কালো জাম 🍇
ছোটবেলার প্রতিটি দুপুরে যার ছিল রাজত্ব।
জিভে রঙ লাগার আনন্দে মেখে যেতো সারাটা দিন!
এক মুঠো জাম, এক পাহাড় স্মৃতি।

রাস্তার পাশে বিক্রেতার হাঁক,
"গোলগাল জাম! টক-মিষ্টি জাম!"
লবণ-লঙ্কা মাখিয়ে খাওয়ার সেই অদ্ভুত স্বাদ,
যা এখনো জিভে লেগে আছে।

গাছ থেকে পড়ে যাওয়া জাম কুড়ানোর মজা,
বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে খাওয়া,
আর দাদির গল্প শুনতে শুনতে জাম চিবানো —
এসবই তো আমাদের গ্রীষ্মের সোনালি দিন।

কালো জাম কেবল একটা ফল নয়,
এ যেন শৈশবের একখণ্ড রঙিন স্মৃতি!

শতবর্ষী এক নীরব সাক্ষী,প্রাচীন এই বটগাছ যেন ইতিহাসের জীবন্ত দলিল।তার শিকড় ছড়িয়ে আছে অতীতের গভীরে,আর ডালপালা ছুঁয়ে গেছে ব...
31/05/2025

শতবর্ষী এক নীরব সাক্ষী,
প্রাচীন এই বটগাছ যেন ইতিহাসের জীবন্ত দলিল।
তার শিকড় ছড়িয়ে আছে অতীতের গভীরে,
আর ডালপালা ছুঁয়ে গেছে বর্তমানকে।

গ্রামের মেঠোপথের পাশে দাঁড়িয়ে,
সে দেখেছে ঋতুর পর ঋতু বদলাতে,
শুনেছে দাদুর গল্প, নাতির হাসি,
আর লুকিয়ে রেখেছে হাজারো স্মৃতির ছায়া।

এই গাছের নিচে কেউ খুঁজে পেয়েছে ছায়া,
আবার কেউ খুঁজে পেয়েছে মানসিক প্রশান্তি।
প্রেমিক যুগল বসেছে তার ছায়ায়,
মিলেছে বটতলার আড্ডা, হাসি-ঠাট্টা।

সময় তাকে বৃদ্ধ করেছে,
তবু মাটির সঙ্গে তার বন্ধন অটুট।
প্রতিটি ঝড়ের সঙ্গে সে লড়েছে,
আকাশে ছুঁয়েছে মাথা ঊঁচু করে।

বটগাছ কেবল একটি গাছ নয়,
এ যেন একটি অনুভূতি, এক প্রাণের গল্প।
হয়তো সে আজো অপেক্ষায় আছে,
নতুন কারো নতুন গল্প শোনার।

রাতের শেষ প্রহরে শান্তির ঘুম।😴শুভ রাত্রি। আসসালামু আলাইকুম।
28/05/2025

রাতের শেষ প্রহরে শান্তির ঘুম।😴

শুভ রাত্রি।
আসসালামু আলাইকুম।

প্রিয় জনের সঙ্গে ফুচকার প্লেট মানেই বাড়তি স্বাদ ❤️টক-ঝাল পানির মাঝে লুকানো ছোট ছোট ভালোবাসা।হাসির ফোয়ারা আর ফুচকার গন্ধ—...
28/05/2025

প্রিয় জনের সঙ্গে ফুচকার প্লেট মানেই বাড়তি স্বাদ ❤️
টক-ঝাল পানির মাঝে লুকানো ছোট ছোট ভালোবাসা।
হাসির ফোয়ারা আর ফুচকার গন্ধ—আড্ডাটা যেন কখনো না শেষ হয়!
এই মূহূর্তগুলোই তো জীবনের আসল তৃপ্তি 🥰🥄

শুভ সন্ধ্যা।
আসসালামু আলাইকুম।

゚ #ফুচকা

Sweet, juicy, and full of sunshine — the taste of summer in every bite!😋Good evening everyone. Assalamu alaikum. 🤍''' ゚ ...
27/05/2025

Sweet, juicy, and full of sunshine — the taste of summer in every bite!😋

Good evening everyone.
Assalamu alaikum. 🤍

'

'

'

অসম্ভব ভালো কাটলো আজকের দিনটি। শুভ রাত্রি সবাইকে। আসসালামু আলাইকুম।  ゚
26/05/2025

অসম্ভব ভালো কাটলো আজকের দিনটি।
শুভ রাত্রি সবাইকে।
আসসালামু আলাইকুম।

কে কে এই অমৃতটা পছন্দ করো বলে যাও! 🫠  ゚
25/05/2025

কে কে এই অমৃতটা পছন্দ করো বলে যাও! 🫠

সকলের আমন্ত্রণ রইলো পিঠার। 💝আসসালামু আলাইকুম।   ゚
21/05/2025

সকলের আমন্ত্রণ রইলো পিঠার। 💝
আসসালামু আলাইকুম।

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Expensive Food posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share