Allahor pothe asho

Allahor pothe asho __কালিমার দাওয়াত দিয়ে গেলাম সবাইকে...!🌺🌺
🌸 لَا اِلَهَ اِلَّا اللهُ مَحَمَّدُ رَّسُوْلُ الله(ﷺ)__🥰
(1)

🌺Happy new year 2025 🌸🥰🥰 welcome friend 💕🥰 Life কে সুন্দর করো ❤মনকে Fresh করো 🥰🥰হৃদয়কে নরম করো ❤টাইমকে Use☺Love কে miss ...
01/01/2025

🌺Happy new year 2025 🌸🥰🥰 welcome friend 💕🥰
Life কে সুন্দর করো ❤
মনকে Fresh করো 🥰🥰
হৃদয়কে নরম করো ❤
টাইমকে Use☺
Love কে miss করো 😘❤
বন্ধুকে ও বান্ধবী কে SMS করো 🙂
কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করো 😘
আর 2024 কে good bye বলো ✨এবং 2025 কে welcome করো 🌺🌸🥰 happy new year 🥰🌹
সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা ও আন্তরিক ভালবাসা ❤🥰🥰🥰🥰🌺🌺
Happy new year 2025❤🥰🥰🥰🥰

🥰 ,, 👑
🌸🌼😍🥰🥰❤💕🌺

26/08/2023

পদ্মা সেতুতে বিশ্বকাপ ট্রফির ফটোসেশন❤️

গল্পটি দয়া করে সবাই পড়বেন,,,,,,,শীতকাল পড়েছে সব বন্ধু মিলে প্ল্যান করেছে ঘুরতে যাবে! চাঁদা ৫০০০ হাজার টাকা করে।আমি হঠাৎ ...
21/08/2023

গল্পটি দয়া করে সবাই পড়বেন,,,,,,,

শীতকাল পড়েছে সব বন্ধু মিলে প্ল্যান করেছে ঘুরতে যাবে! চাঁদা ৫০০০ হাজার টাকা করে।

আমি হঠাৎ বলে উঠলাম,

আমার কাজ আছে রে এবার তোরা যা আমি যেতে পারবো না!

তাদের ভেতর থেকে এক বন্ধু বলে উঠলো, শালা ফকিন্নীর বাচ্চা! সব প্ল্যান নষ্ট করে দেস।

আমি মুচকি হেসে তাদের মধ্যে থেকে চলে আসলাম।

তাদের আর বললাম না,

যার বাবার সাপ্তাহিক আয় ১২৫০ টাকা, সে কিভাবে ৫০০০ হাজার টাকায় ঘুরতে যেতে পারে।

পড়াশোনা শেষ বিদায় অনুষ্ঠান করবে! এবার আর না করলাম না।

এক বন্ধুকে ডেকে নিয়ে বললাম ভাই, বিরিয়ানির প্যাকেটটা কি বাড়ি নিতে দিবি?

সে চিৎকার করে বলে উঠলো,

শালা ফকিন্নীর বাচ্চা জীবনে প্রথম কোন একটা কাজে অংশ নিলি তাও বিরিয়ানির প্যাকেট বাড়ি নিতে হবে?

আমি মুচকি হেসে চলে আসলাম। যে বাবা পুরো মাসের হাত খরচ বাঁচিয়ে বিদায় অনুষ্ঠান করার জন্য টাকা দিলো, সে বাবার সাথে সুখ ভাগ করতে না পারলে আমি আবার কিসের সন্তান।

পরীক্ষা চলে এসেছে, সব বন্ধুরা নতুন জামা কাপড় কিনে নিয়েছে।

আমি আব্বাকে বললাম,

আব্বা, আপনার গত ঈদের জুতা জোড়া আমাকে বের করে দিবেন?

আমি পরীক্ষা দিতে যাচ্ছি,, আব্বা চোখের পলক ফেলছেন না! আমি আর পিছনে তাকালাম না।

আচ্ছা, পলক পড়ার সাথে কি আব্বার চোখের নোলা জল গড়িয়ে পড়বে?

পরীক্ষা শেষ! প্রচণ্ড বৃষ্টি হচ্ছে!

সবাই ভিজে, ভিজে বাড়ি চলে যাচ্ছে।

আমি বাস স্টপে নামতেই দেখি আমার ১২৫০ টাকায় সাপ্তাহিক বেতনে কাজ করা বাবাটা ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে।

পথে যেতে যেতে আব্বাকে বললাম,

আব্বা আপনাকে একটা কথা বলবো রাখবেন?

আব্বা মুচকি হাসি দিলো।

আমি বললাম, পরের জন্মে আপনি আমার সন্তান হয়ে জন্মায়েন। এ জন্মে তো আর আপনার ঋণ শোধ করতে পারবো না! তাই পরের জন্মে সন্তান হয়ে ঋণ শোধ করে দিয়েন।

আব্বা হঠাৎ আমার হাত ধরে আমাকে থামিয়ে দিলেন। আমি চোখ ইশারায় জানতে চাইলাম কি হয়েছে?

আব্বা বললেন সামনে গর্ত পশ্চিম দিক দিয়ে চলো!

কিছু দূর যেতেই আব্বাকে আবার বললাম,

আব্বা আমি সিদ্ধান্ত বদলেছি!

আব্বা বললেন কিসের সিদ্ধান্ত?

আমি বললাম পরের জন্মে আপনাকে সন্তান বানানোর সিদ্ধান্ত!

আব্বা বললেন তাহলে কি সিদ্ধান্ত নিলে?

আমি বললাম, পরের জন্মেও আমি আপনার সন্তান হয়েই থাকতে চাই। আপনার ঋণ কখনো শোধ করতে চাই না।

এই পৃথিবীতে আপনি ছাড়া আমাকে কেউ আগলে রাখতে পারবে না।
সব রকমের গল্প পেতে জয়েন হোন আমাদের page a....

C

বাবার মৃ-ত দে-হ সামনে রেখে বললাম " বাবার ঋণদার যারা আছেন,আপনাদের পাওনা টাকা আমাকে জানাবেন।বাবার ঋণ আমি শোধ করবো "ছোট বোন...
19/08/2023

বাবার মৃ-ত দে-হ সামনে রেখে বললাম " বাবার ঋণদার যারা আছেন,আপনাদের পাওনা টাকা আমাকে জানাবেন।বাবার ঋণ আমি শোধ করবো "

ছোট বোন আমার হাত চেপে ধরে বললো " ভাইয়া,তুই শোধ করবি কিভাবে? তুই নিজেই তো ৫ বছর ধরে কোনো চাকরি পাচ্ছিস না।বেকারত্বের শিকার হয়ে টাকা শোধ করবি কিভাবে? "

বোনকে অভয় দিয়ে বললাম " শত কষ্ট হলেও শোধ করবো বোন "

সারারাত আমার ঘুম হলো না।বোনের বিয়ের বয়স হয়ে গেছে।পরিবারের খরচ নাহয় কোনোরকম চালাবো,কিন্তু বোনের বিয়ে কিভাবে দিবো?

পরেরদিনই ঋণদাতারা এসে বাড়িতে হাজির।বাইরে বেড় হয়ে এতো লোককে দেখে ঘামে আমার কপাল ভিজে উঠলো।মৃদু স্বরে বললাম

" আপনারা বাবার কাছে কত টাকা পান বলুন।আমি চেষ্টা করবো শোধ করার "

ওদের মধ্যে থেকে একজন এগিয়ে এসে বললো " আমরা ব্যাংক থেকে এসছি।উনি তার ছেলে মেয়ের নামে ৭ লাখ টাকা সঞ্চয় করে রেখে গেছেন।কাইন্ডলি ব্যাংকে যোগাযোগ করুন "

একথা বলে তিনি চলে গেলেন।বাকি লোকগুলিও ছোট ছোট সমিতি থেকে এসছেন। ওরা জানালেন বাবা ওদের সমিতিতে প্রতিদিন ২০ টাকা করে সঞ্চয় রাখতেন।

রাতে সব মিলিয়ে হিসেব করে দেখলাম বাবা আমাদের জন্য মোট ১১ লাখ টাকা সঞ্চয় করে রেখে গেছেন।মনে পড়ে গেলো সেদিন রাতের কথা।যে রাতে আমি বাবাকে বলেছিলাম

" আপনি কেমন বাবা?আমার ভবিষ্যতের নিয়ে আপনার কোনো চিন্তা আছে?দরকার নেই আমার এমন বাবার "

বাবা তখন মৃদু হেসে বলেছিলেন " আমার সাধ্য মতো চেষ্টা করছি।সময় হলেই পেয়ে যাবে "

হ্যা সে সময়টা এখন এসে গেছে।কিন্তু বাবা চলে গেছে দূরে,ওই তারাদের কাছে।আমি আকাশের দিকে দীর্ঘশ্বাস ফেলে বললাম

" বাবা,আজ পর্যন্ত তোমায় কখনো বুঝতে পারলাম না।এখন বুঝতে পারছি,কেন তুমি এক শার্ট পড়েই একটা বছর কাটিয়ে দিতে "

#বাবা ❤️
#জয়ন্ত_কুমার_জয়

18/08/2023

টপে পুদিনা পাতা কি সুন্দর

18/08/2023

ওহে!
তোমাকে যদি তাড়িয়ে দেওয়া হয়, তবু দরজা থেকে সরবে না!
তোমাকে যদি দূরে সরিয়ে দেওয়া হয়, তবু কাছ থেকে নড়বে না!
কাকুতি-মিনতির স্বরে (আল্লাহকে) বলবে,
“আমি কার কাছে যাবো?!”
- ইবনুল জাওযী (রাহিমাহুল্লাহ)
[আল-মুদহিশ: ২০২]

যেসব মেয়েরা সামান্যতে ভেঙ্গে পড়েন, তারা প্লিজ এটা পড়বেন।:আল্লাহর রহমতে পৃথিবীর অনেকগুলো মুসলিমরাষ্ট্রে সফর করেছি, কিন্তু...
13/08/2023

যেসব মেয়েরা সামান্যতে ভেঙ্গে পড়েন, তারা প্লিজ এটা পড়বেন।
:
আল্লাহর রহমতে পৃথিবীর অনেকগুলো মুসলিম
রাষ্ট্রে সফর করেছি, কিন্তু আজও আমার কাছে
একটা জিনিস অজানা রয়েছে, আর সেটা হলো
ইয়েমেনের হুমাইরা হেরার ধৈর্য কি পরিমাণঃ
আমি, আমার স্ত্রী, আর আমার ভাতিজীকে নিয়ে
মাস্তুরাত জামায়াতে গেলাম ইয়েমেনে, ওখানে
গিয়ে আমরা আমাদের সমস্ত কাগজ পত্র হারিয়ে
ফেলি, দেখলাম আমাদের দিকেই পুলিশ আসছে,
তখন একটা অজানা হতাশায় ভুগছিলাম, আর আমি
এস্তেগফার পড়ছিলাম, আমার স্ত্রীকে দেখে
এক মহিলা সালাম দিলেন, আর কুশল বিনিময় করলেন,
অকপটে আমার স্ত্রী বললো আমরা পাকিস্তানি,
এখানে আসার পর সব কাগজ পত্র হারিয়ে ফেলেছি,
এখন পুলিশ যদি সুযোগ না দিয়ে, আমাদের ধরে
নিয়ে যায়।
উনি মুসকি হাসি দিয়ে বললো,
- “বোন কোন ভয় নেই, ওরা মানুষ, কোন মানুষকে দেখে ভয় পেতে নাই, ভয়তো কেবলমাত্র আল্লাহ সুবহানাহু
ওয়া তায়ালাকেই পেতে হয়।”
পুলিশ আসলে, উনি পুলিশকে বুঝিয়ে পাঠিয়ে দেন, আর আমার স্ত্রীকে বলেন,
- “বোন চলেন আমার ছোট্ট কুটিরে।
উনার ব্যবহারে মুগ্ধ হয়ে, উনার বাসায়
গেলাম, আর আল্লাহর শুকরিয়া আদায় করলাম।
উনার কুটির দেখে ভাবতে লাগলাম,
এত ছোট ঘরে মানুষ বসবাস করতে পারে তা
কখনোই জানতাম না।
সত্যিই অবাক করা বিষয়, উনি আমাদের তিনজনকে দুটো রুটি আর একটু তেল দিলেন।
তিনজন দুটো রুটি এটা কি করে হয়,
যেখানে আমার একারই প্রয়োজন 5/6 টা রুটি।
যাইহোক সাত পাঁচ ভেবে তিনজন ভাগাভাগি করে
খেয়ে নিলাম।
এতক্ষণ পর একজন বৃদ্ধের ব্যাথায় কুকানো আওয়াজ কানে ভেসে এলো, ওখানে গিয়ে দেখি চতুরঙ্গপাশ রঙিন পলিথিনে ঘেরা, আর তার মধ্যে একজন বৃদ্ধ, যার শরিরের দুই তৃতীয় অংশ গোশত নাই, পঁচে পঁচে ঝরে গেছে। কিছু কিছু জায়গায় হাড় দেখা যাচ্ছে।
যেখানে এক মিনিট থাকা উক্ত মহিলাটি একটা কাপড় দিয়ে শরীর মুছে দিচ্ছে, আর তার কপালে চুম্বন করছে, ফলে পঁচা গোশত ঠোঁটের সাথে লেগে যাচ্ছে।
আবার কখনো বা উনাকে বুকের সাথে
আলগে ধরে চোখের পানি ফেলছে।
করুণ দৃশ্য সহ্য করতে না পারায়, চলে এলাম।
কিছুক্ষণ পর পরিপূর্ণ পর্দাওয়ালা এক মেয়ে বাসায়
প্রবেশ করলো, আর উক্ত মহিলাকে মা মা বলে
বুকে জড়িয়ে কান্না করছিল। উনারা ছোট্ট একটা
ওড়না দিয়ে ঘরের মধ্যেখানে পর্দা করে নিলেন,
প্রথম বার বুঝলাম, পর্দা করার জন্য ব্যাংক ব্যালেন্স,
গাড়ি বাড়ি লাগেনা।
শুধু আল্লাহর ভয় থাকলেই হলো।
মেয়েটা কিছু খাবার চাইছিল, আর উক্ত মহিলা বলছিলেন,
- “মা, আজ আমাদের

একমাত্র  আল্লাহ্ তা'য়ালারই উপর তাওবাহকারী ব্যক্তির তাওবাহ্ কবুল (মন্জুর) করার দায়িত্ব রয়েছে। যারা ভুলবশত পাপ করে অতঃপর অ...
13/08/2023

একমাত্র আল্লাহ্ তা'য়ালারই উপর তাওবাহকারী ব্যক্তির তাওবাহ্ কবুল (মন্জুর) করার দায়িত্ব রয়েছে। যারা ভুলবশত
পাপ করে অতঃপর অনুতপ্ত হয়ে তাওবাহ্ করে আল্লাহ্ তা'য়ালা অবশ্যই তাদেরকে ক্ষমা করবেন। এ প্রসঙ্গে নিম্নে একটি আয়াত পেশ করা হলো.....

▪️اِنَّمَا التَّوۡبَۃُ عَلَی اللّٰہِ لِلَّذِیۡنَ یَعۡمَلُوۡنَ السُّوۡٓءَ بِجَہَالَۃٍ ثُمَّ یَتُوۡبُوۡنَ مِنۡ قَرِیۡبٍ فَاُولٰٓئِکَ یَتُوۡبُ اللّٰہُ عَلَیۡہِمۡ ؕ وَ کَانَ اللّٰہُ عَلِیۡمًا حَکِیۡمًا -

অর্থঃ "তাওবাহ কবূল করার দায়িত্ব যে আল্লাহর উপর রয়েছে তাতো শুধু তাদেরই জন্য যারা অজ্ঞতা বশতঃ পাপ করে থাকে, অতঃপর অবিলম্বে ক্ষমা প্রার্থণা করে; সুতরাং আল্লাহ তাদেরকেই ক্ষমা করবেন; আল্লাহ মহাজ্ঞানী, বিজ্ঞানময়।"
{সূরা আন-নিসাঃ ০৪, আয়াতঃ ১৭}
★ সুবহানাল্লাহ্! সুবহানাল্লাহ্!!

©️

Address

Gazipur

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801708876650

Alerts

Be the first to know and let us send you an email when Allahor pothe asho posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Allahor pothe asho:

Share