কাশিমপুরের দিনকাল

কাশিমপুরের দিনকাল গণমাধ্যম

গাজীপুরে আসন বিন্যাসে যুক্ত হয়েছে নতুন আসন। গাজীপুর সিটি করপোরেশনের ৩৪ থেকে ৫৭ ওয়ার্ড এই এলাকা নিয়ে গঠিত হয়েছে গাজীপুর ৬...
30/07/2025

গাজীপুরে আসন বিন্যাসে যুক্ত হয়েছে নতুন আসন। গাজীপুর সিটি করপোরেশনের ৩৪ থেকে ৫৭ ওয়ার্ড এই এলাকা নিয়ে গঠিত হয়েছে গাজীপুর ৬ আসন।

ই স্পোর্টস কে অফিসিয়ালি ক্রিড়া হিসেবে স্বীকৃতি দিয়ছে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়।
15/07/2025

ই স্পোর্টস কে অফিসিয়ালি ক্রিড়া হিসেবে স্বীকৃতি দিয়ছে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়।

ফ্যাসিস্ট এর আমলে ডিবি হারুন দানবে পরিণত হন!
15/07/2025

ফ্যাসিস্ট এর আমলে ডিবি হারুন দানবে পরিণত হন!

সাবেক এমপি হানিফ এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা!
14/07/2025

সাবেক এমপি হানিফ এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা!

পরমাণু সংস্থার পরিদর্শকদের জুতার ভেতরে গুপ্তচর চিপ! দাবি ইরানের। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-এর পরিদর্শকদের ব...
14/07/2025

পরমাণু সংস্থার পরিদর্শকদের জুতার ভেতরে গুপ্তচর চিপ! দাবি ইরানের।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-এর পরিদর্শকদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে ইরান । দাবি করা হয়েছে, তারা ইরানি পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের সময় জুতার ভেতরে গোপন নজরদারি চিপ বসিয়ে গিয়েছিলেন। এই অভিযোগ করেন ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির উপ-চেয়ারম্যান মাহমুদ নাবাভিয়ান।

তার ভাষায়,
এই চিপের উপস্থিতি প্রমাণ করে যে, পরিদর্শকরা "নিঃসন্দেহে গুপ্তচর" এবং তাদের কাজ নিরপেক্ষ ছিল না।

তিনি আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি’কে ইরানের গোপন নথি ইসরায়েলের হাতে তুলে দেওয়ার জন্য দায়ী করেছেন।

নাবাভিয়ান আরও বলেন,
কিছু গোপন নথি এমনকি আইএইএর নিজস্ব কর্মকর্তারা দেখার আগেই মার্কিন ও ইসরায়েলি সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যায়।

এসব কারণেই, ইরান এখন থেকে আইএইএর সঙ্গে সীমিত ও কঠোর নজরদারির মধ্যে সহযোগিতা চালিয়ে যাবে, যা দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের তত্ত্বাবধানে থাকবে।

ইরান এই ঘটনাকে জাতীয় নিরাপত্তা লঙ্ঘনের চরম উদাহরণ হিসেবে দেখছে এবং ভবিষ্যতে আরও সতর্ক অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছে।

বোমা বর্ষণের পরও আলোচনার আশা: ইরান এখনো চুক্তিতে আগ্রহী বলে মনে করে ট্রাম্প প্রশাসন।মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের পরম...
14/07/2025

বোমা বর্ষণের পরও আলোচনার আশা: ইরান এখনো চুক্তিতে আগ্রহী বলে মনে করে ট্রাম্প প্রশাসন।

মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস ও ১২ দিনের টানা সংঘর্ষের পরও ট্রাম্প প্রশাসন বিশ্বাস করছে—ইরান এখনো পরমাণু চুক্তিতে ফিরতে প্রস্তুত।

The Washington Post জানায়, হোয়াইট হাউস আশাবাদী যে কূটনৈতিক সমাধানের পথ এখনো পুরোপুরি বন্ধ হয়নি।

এদিকে ইরান দাবি করছে, তারা কখনোই পরমাণু অস্ত্র কর্মসূচি পরিচালনা করেনি।

হামলার পরও চুক্তির সম্ভাবনা টিকিয়ে রাখতে এই কূটনৈতিক চেষ্টা নজর কাড়ছে বিশ্লেষকদের।

ইউক্রেনে সেনা খসড়ায় স্বয়ংক্রিয় প্রযুক্তি: ১৭-২৫ বছরের তরুণদের জন্য পালানোর আর পথ নেই।ইউক্রেন সেনাবাহিনীতে বাধ্যতামূলক নি...
14/07/2025

ইউক্রেনে সেনা খসড়ায় স্বয়ংক্রিয় প্রযুক্তি: ১৭-২৫ বছরের তরুণদের জন্য পালানোর আর পথ নেই।

ইউক্রেন সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের প্রক্রিয়ায় আনলো ডিজিটাল রূপান্তর। নতুন ‘Obereg’ নামের একটি স্বয়ংক্রিয় রেজিস্ট্রেশন সিস্টেম চালু হয়েছে, যার মাধ্যমে ১৭ থেকে ২৫ বছর বয়সী সকল পুরুষ নাগরিককে তাদের অজান্তেই সেনা খসড়ার তালিকায় যুক্ত করা হচ্ছে।

কোনো আবেদন বা উপস্থিতির দরকার নেই—সরকারি তথ্যভাণ্ডার যেমন অভিবাসন দপ্তর থেকে তথ্য সংগ্রহ করে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে সেনা রেকর্ডে যুক্ত করছে।

কেউ শারীরিকভাবে অযোগ্য বা আইনি ছাড়প্রাপ্ত হলে, তাকে নিজে উপস্থিত হয়ে তা প্রমাণ করতে হবে। না হলে সে খসড়া তালিকায় থেকে যাবে।

ড্রাফট নোটিশ হাতে না পেলেও, সিস্টেমে ‘ডেলিভারি ব্যর্থ’ হিসেবে চিহ্নিত হলেই তা আইনি দৃষ্টিতে পৌঁছে গেছে বলে ধরা হবে।

আবার, যেসব সৈন্য ইতোমধ্যে খসড়ার আওতায় সেনাবাহিনীতে যোগ দিয়েছেন, তাদের জন্য এখনো কোনো নির্ধারিত ‘অবসরের তারিখ’ ঘোষণা করা হয়নি। অর্থাৎ, একবার ঢুকলে দীর্ঘ সময় থাকতে হতে পারে।

ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে জনবলের ঘাটতি পূরণেই এমন কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
~ সারোয়ার আলম - তুরস্ক

ইতিহাস: সিরিয়ার বিপ্লব শুরু হয়েছিল হাওরানি গোত্রের কারণে। আসাদ সরকারের লোকেরা দারাআ শহরের একটি স্কুল থেকে কিছু শিশুকে ...
14/07/2025

ইতিহাস:

সিরিয়ার বিপ্লব শুরু হয়েছিল হাওরানি গোত্রের কারণে।

আসাদ সরকারের লোকেরা দারাআ শহরের একটি স্কুল থেকে কিছু শিশুকে অপহরণ করে এবং তাদের নির্যাতন করে—শুধুমাত্র একটি দেওয়ালে লেখা গ্রাফিতির কারণে।

যখন সেই শিশুদের বাবা-মা তাদের ফিরিয়ে আনতে যায়, তখন সরকারের এক আলাওয়ি (আসাদের গোষ্ঠীভুক্ত) অফিসার তাদের বলে:
“ওদের কথা ভুলে যাও। আরও বাচ্চা জন্ম দাও। যদি তোমরা আসল পুরুষ না হও, তাহলে তোমাদের নারীদের নিয়ে এসো, আমরাই তাদের গর্ভবতী করব।”

এই অপমানের পর হাওরানি গোত্র সরাসরি সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
কারণ, কেউই গোত্রের সম্মানকে অপমান করে পার পায় না।

দারাআ শহরের সেই শিশুদের হাতে লেখা প্রথম গ্রাফিতিটি ছিল:
“এবার তোমার পালা, হে ডাক্তার (স্বৈরাচার আসাদ)!”
এই একটি লাইনই পুরো সিরিয়ার বিপ্লবের আগুন জ্বালিয়ে দেয়।
~ সারোয়ার আলম - তুরস্ক
#কাশিমপুরেরদিনকাল
#ইতিহাস

গার্মেন্টস থেকে ময়লার গাড়ি– চাঁদাবাজি সর্বত্র, অ্যাকশন নিতে গিয়ে দেখি ‘এক সপ্তাহের মধ্যে বদলি হয়ে গেছি’ বলে মন্তব্য করেছ...
13/07/2025

গার্মেন্টস থেকে ময়লার গাড়ি– চাঁদাবাজি সর্বত্র, অ্যাকশন নিতে গিয়ে দেখি ‘এক সপ্তাহের মধ্যে বদলি হয়ে গেছি’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের সহকারী সুপার (এএসপি) দিদার নূর। গতকাল শনিবার (১২ জুলাই) সামাজিক মাধ্যমে নিজ আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে দিদার নূর বলেন, ‘আমি যখন গাজীপুরে কোনাবাড়ী জোনে ছিলাম তখন নিজের চোখে দেখেছি কোনাবাড়ী, কাশিমপুরে এমন কোন জায়গা নেই, যেখান থেকে চাঁদাবাজি হয় না। গার্মেন্টস ফ্যাক্টরি থেকে শুরু করে ময়লার গাড়ি সবজায়গায় ছিল চাঁদাবাজদের বিচরণ। প্রতিদিন এক ফুটপাত থেকেই তারা লাখ লাখ টাকা চাঁদা উঠাতো।

একবার চাঁদাবাজদের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাই। ফুটপাতে যেন দোকান বসতে না পারে, সেখান থেকে যেন কেউ চাঁদা উঠাতে না পারে, সেব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করি। বিভিন্ন জায়গা থেকে ফোন আসতো কিন্তু কারো ফোনে রেসপন্স করতাম না। এক সপ্তাহ পর দেখি আমার অন্যত্র বদলি হয়ে গেছি।’

তিনি বলেন, ‘চাঁদাবাজদের সিন্ডিকেট অনেক শক্তিশালী। পুলিশ যখন পুরোপুরি রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারবে, তখনই এদের নির্মূল করা সম্ভব। পুলিশের অধিকাংশ সদস্যেরই চাঁদাবাজির বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার প্রবল ইচ্ছা থাকলেও চাঁদাবাজদের বিরুদ্ধে খুব একটা কুলিয়ে উঠতে পারে না। উপর থেকে চাপ আসে।

এ এক অদৃশ্য চাপ! পুলিশ স্বাধীন কমিশন এসব কারনেই দরকার। স্বাধীন কমিশন হলে, এইসব গুন্ডাবাজি, চাঁদাবাজি পুলিশের পক্ষে একদিনেই নির্মূল করা সম্ভব। এই নৃশংস হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি স্বাধীন পুলিশ কমিশনের আওয়াজটাও তুলুন। পুলিশকে যদি রাজনৈতিক প্রভাবমুক্ত না রাখা যায়, এইসব চাঁদাবাজি, গুণ্ডাবাজির দুষ্টচক্র চলতেই থাকবে।’.
সূত্র: The Daily Campus

আজ বিশ্বাসের কবি খ্যাত আল মাহমুদের ৯০ তম জন্ম বার্ষিকী। তিনি আজকের এই দিনে ব্রাহ্মণবাড়িয়ার মড়াইল গ্রামে জন্মগ্রহণ করে।...
11/07/2025

আজ বিশ্বাসের কবি খ্যাত আল মাহমুদের ৯০ তম জন্ম বার্ষিকী। তিনি আজকের এই দিনে ব্রাহ্মণবাড়িয়ার মড়াইল গ্রামে জন্মগ্রহণ করে। তিনি ছিলেন আধুনিক বাংলা কবিতার অগ্রণী কলম। গ্রামীণ রূপক, লোকসাহিত্যিক অনুপ্রেরণা, নারী-প্রেম ও প্রকৃতির মিশ্রণে তিনি কবিতাকে নতুন মাত্রা দিয়েছেন। ভাষা ও মুক্তিযুদ্ধের মতাজীবন বিষয় তুলে ধরার মাধ্যমে তিনি সমাজবিমুখতা ও রাজনৈতিক জাগরণে ভূমিকা রেখেছেন।
#কাশিমপুরেরদিনকাল

এবারের নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইসি! #কাশিমপুরেরদিনকাল
11/07/2025

এবারের নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইসি!
#কাশিমপুরেরদিনকাল

এবছরের এসএসসি পরিক্ষার ফলাফল বিশ্লেষণ!  #কাশিমপুরেরদিনকাল
10/07/2025

এবছরের এসএসসি পরিক্ষার ফলাফল বিশ্লেষণ!
#কাশিমপুরেরদিনকাল

Address

Kashimpur
Gazipur
1700

Telephone

+8801991106644

Website

Alerts

Be the first to know and let us send you an email when কাশিমপুরের দিনকাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কাশিমপুরের দিনকাল:

Share