Ashik Ahmed

Ashik Ahmed blog

আর নয় কর্ম বিরতি এবার বারুক কাজের গতিহয়ে গেছে সংস্কারপুলিশ হবে জনতার আসুন সবাই মিলে পুলিশকে সহযোগিতা করি🥰🥰
12/08/2024

আর নয় কর্ম বিরতি
এবার বারুক কাজের গতি
হয়ে গেছে সংস্কার
পুলিশ হবে জনতার
আসুন সবাই মিলে পুলিশকে সহযোগিতা করি🥰🥰

12/08/2024

গত ১৬ বছরে জেল ও আয়নাঘর থেকে আলেম বের হতে দেখেছি, কিন্তু একজন পুরোহিত বের হতে দেখলাম না।

আসলে সংখ্যালঘু কারা?

10/08/2024

রাস্তার অবস্থা খুবই খারাপ। এবার একটু বেশিই হয়ে যাচ্ছে মনে হচ্ছে।

১. যেখানে একজন হলেই ট্র্যাফিকের কাজ করা যায়, সেখানে ১৫ জন। অবস্থা দেখে মনে হচ্ছে মিছিল হচ্ছে।

২. একটু পরপরই গাড়ি আটকিয়ে চেক করছে, এতে করে যাত্রীদের বিড়ম্বনা তৈরি হচ্ছে।

৩. রাস্তায় মাঝখানে দাঁড়িয়ে থাকে, কেউ বলে থামান, কেউ বলে যান। ।

৪. রাস্তায় তীব্র যানজট তৈরি হয়েছে, ৫ মিনিটের সিগন্যালে এখন দাঁড়াতে হচ্ছে ১৫ মিনিট।

৫. অনেক শিক্ষার্থীর কথাবার্তা অহমিকাপূর্ণ, এটা একেবারেই কাম্য নয়।

তোমরা যারা এই কাজে নেমেছো, দেশের-দশের প্রতি তোমাদের এই ভালোবাসার জন্য কৃতজ্ঞ থাকবে সারা দেশ। তবে সব জায়গা এত মানুষের দরকার নেই। কয়েকজন কাজ করো, বাকিদের বসতে বলো। দরকর হলে টাইম পরিবর্তন করে দফায় দফায় কাজ করো, এতে তোমাদের কষ্ট কম হবে, জ্যাম কমবে, দুর্ঘটনার আশঙ্কা কমবে।

সর্বশেষ দ্রুত পুলিশ রাস্তায় না নামলে অবস্থা আরও খারাপ হওয়ার আশঙ্কা।

কোথায় গেলো সবএক দফা’রকবর দেনেওলারা
05/08/2024

কোথায় গেলো সব
এক দফা’র
কবর দেনেওলারা

সৈরাচারের পতন হয়েছে। আমরা এখন স্বাধীন।❤️💚
05/08/2024

সৈরাচারের পতন হয়েছে।

আমরা এখন স্বাধীন।❤️💚

05/08/2024

আলহামদুলিল্লাহ দেশ স্বাধীন

03/08/2024

এ ভাই পানি লাগবে পানি

Address

Gazipur
6760

Telephone

+8801790262297

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ashik Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ashik Ahmed:

Share