মোঃ আজিজুল হক

মোঃ আজিজুল হক স্বাধীন বাংলার মর্যাদা রক্ষায় আমরা
ঐক্যবদ্ধ। ডাবের অন্যান্য সামগ্রী পাওয়ার জন্য dove+ এ সংযুক্ত হন।

13/06/2024

প্রায় দশ দিন পর এই আইডিতে লগইন করতে পারলাম।

17/06/2023

মানুষ কখন তার নিজস্ব আদর্শ থেকে বিচ্যুত হয়??

24/04/2023

প্রণাম কবিগুরু
** কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর
—- লক্ষ্য ও শিক্ষা ( প্রবন্ধ )
( লক্ষ্য ও শিক্ষা < পথের সঞ্চয় < প্রবন্ধ < রবীন্দ্র-রচনাসমগ্র )

“ বাতাস যখন জোরে বহে তখন পালের জাহাজ হুহু করিয়া দুই দিনের রাস্তা এক দিনে চলিয়া যাইবে, এ কথা বলিতে সময় লাগে না ; কিন্তু, কাগজের নৌকাটা এলোমেলো ঘুরিতে থাকিবে কি ডুবিয়া যাইবে, কি কী হইবে তাহা বলা যায় না —- যাহার বিশেষ কোনো-একটা বন্দর নাই তাহার অতীতই বা কী আর ভবিষ্যৎই বা কী । সে কিসের জন্য প্রতীক্ষা করিবে, কিসের জন্য নিজেকে প্রস্তুত করিবে । তাহার আশা-তাপমানযন্ত্রে দুরাশার উচ্চতম রেখা অন্য দেশের নৈরাশ্যরেখার কাছাকাছি ।

আমাদের দেশের বর্তমান সমাজে এই অবস্থাটাই সবচেয়ে সাংঘাতিক অবস্থা । আমাদের জীবনে সুস্পষ্টতা নাই । আমরা যে কী হইতে পারি, কতদূর আশা করিতে পারি, তাহা বেশ মোটা লাইনে বড়ো রেখায় দেশের কোথাও আঁকা নাই ।

আশা করিবার অধিকারই মানুষের শক্তিকে প্রবল করিয়া তোলে । প্রকৃতির গৃহিণীপনায় শক্তির অপব্যয় ঘটিতে পারে না, এইজন্য আশা যেখানে নাই শক্তি সেখান হইতে বিদায় গ্রহণ করে ।

বিজ্ঞানশাস্ত্রে বলে, চক্ষুষ্মান প্রাণীরা যখন দীর্ঘকাল গুহাবাসী হইয়া থাকে তখন তাহারা দৃষ্টিশক্তি হারায় । আলোক থাকিবে না অথচ দৃষ্টি থাকিবে এই অসংগতি যেমন প্রকৃতি সহিতে পারে না, তেমনি আশা নাই অথচ শক্তি আছে ইহাও প্রকৃতির পক্ষে অসহ্য । এইজন্য বিপদের মুখে পলায়নের যখন উপায় নাই, পলায়নের শক্তিও তখন আড়ষ্ট হইয়া পড়ে ।

এই কারণে দেখা যায়, আশা করিবার ক্ষেত্রে বড়ো হইলেই মানুষের শক্তিও বড়ো হইয়া বাড়িয়া ওঠে । শক্তি তখন স্পষ্ট করিয়া পথ দেখিতে পায় এবং জোর করিয়া পা ফেলিয়া চলে । কোনো সমাজ সকলের চেয়ে বড়ো জিনিস যাহা মানুষকে দিতে পারে তাহা সকলের চেয়ে বড়ো আশা । সেই আশার পূর্ণ সফলতা সমাজের প্রত্যেক লোকেই যে পায় তাহা নহে ; কিন্তু নিজের গোচরে এবং অগোচরে এই আশার অভিমূখে সর্বদাই একটা তাগিদ থাকে বলিয়াই প্রত্যেকের শক্তি তাহার নিজের সাধ্যের শেষ পর্যন্ত অগ্রসর হইতে পারে ।

একটা জাতির পক্ষে সেইটেই সকলের চেয়ে মস্ত কথা । লোকসংখ্যার কোনো মূল্য নাই —- কিন্তু, সমাজে যতগুলি লোক আছে তাহাদের অধিকাংশের যথাসম্ভব শক্তিসম্পদ কাজে খাটিতেছে, মাটিতে পোঁতা নাই, ইহাই সমৃদ্ধি । শক্তি যেখানে গতিশীল হইয়া আছে সেইখানেই মঙ্গল, ধন যেখানে সজীব হইয়া খাটিতেছে সেইখানেই ঐশ্বর্য । “সংগৃহীত

19/04/2023

পৃথিবীতে সব মানুষই কি স্বার্থপর? অন্যকে সিঁড়ি বানিয়ে নিজে উপরে উঠতে চায়।

19/04/2023
19/04/2023

'করোনায় মৃত্যুর' ২ বছর পর জীবিত ফিরলেন তিনি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। হাসপাতাল থেকে এমন ঘোষণা দেওয়া হয়। এ নিয়ে ওই ব্যক্তির পরিবার তার অন্ত্যেষ্টিক্রিয়াও সম্পন্ন করে। কিন্তু দুই বছর পর ওই ব্যক্তি জীবিত অবস্থায় পরিবারের কাছে ফিরে এসেছেন। এই ঘটনা ভারতের।- সাংবাদিক এম এম ফারুক ভাইয়ের ওয়াল থেকে সংগৃহীত।

19/04/2023

চাউলের পাতিল ঢেকে রাখুন বাতাসে ওজন কমে যাচ্ছে 😀

Address

Sreepur
Gazipur

Telephone

+8801916144739

Website

Alerts

Be the first to know and let us send you an email when মোঃ আজিজুল হক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মোঃ আজিজুল হক:

Share