MRM Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MRM, Digital creator, Gazipur.

কারো গল্প কবিতা চিঠি, ছন্দ লাগলে নক দিবেন, যেকোনো সময় বিনামূল্যে পেয়ে যাবেন! শুধু আপনাদের ভালোবাসা আর সাপোর্ট চাই!!
আমার প্রফাইলের পাশে থাকার আহবান জানাচ্ছি! পাশে থাকলে পাশে পাবেন সবসময়!
বেক টু বেক ফলো!!

26/09/2025

পাবো নাহ যেনেও ভালোবেসে যাওয়াকে কি বলে?😩

এখন সে জীবিত কিন্তু মৃত মানুষের থেকেও অসহায়!  মৃত মানুষকে তো দেখতে কত লোক আসে, কিন্তু সভ্যকে দেখার কেউ নাই!!গল্প: পূর্ণত...
26/09/2025

এখন সে জীবিত কিন্তু মৃত মানুষের থেকেও অসহায়! মৃত মানুষকে তো দেখতে কত লোক আসে, কিন্তু সভ্যকে দেখার কেউ নাই!!

গল্প: পূর্ণতা!!
✍️: MRM

ট্রেন্ড পিক বানিয়ে ফেললাম 🤭
09/09/2025

ট্রেন্ড পিক বানিয়ে ফেললাম 🤭

31/08/2025

Jonaki Akter

প্রিয় জোনাকি,
আজকে এই চিঠি দিবসে তোকে মনের কিছু বাস্তব অনুভূতি সম্পর্কে জানাতে চাই! শুনবি তো? চিঠি দিবসের শুভেচ্ছা!

তুই শুধু নামেই জোনাকি না,
তুই আমার আঁধারে ঝিকিমিকি জ্বলে ওঠা এক টুকরো আলো…
যখন দুঃখে ডুবে যাই, তখন তুই নিঃশব্দে পাশে এসে দাঁড়াস—
হাত ধরিস, চোখে হাসিস, বলিস: “আছি রে, পাগল!”

তুই শুধু বেস্ট ফ্রেন্ড না,
তুই আমার নিঃশ্বাসের মাঝে লুকানো একরাশ শান্তি…
যার মুখ দেখলেই মন বলে উঠে—
"এই তো, এটাই আমার ভালো থাকার ঠিকানা!"

জোনাকি, তোকে নিয়ে লেখা এই চিঠিটাই হয়তো পৃথিবীর সেরা না,
কিন্তু তোকে নিয়ে আমার অনুভব?
তা এই পৃথিবীর সব শব্দ, সব ভাষা, সব হৃদয় মিলেও বোঝাতে পারবে না…

তুই আমার কলিজা…
তোর হাসিতে আমার সকাল শুরু হয়,
আর তোর মুঠোফোনের পিং-এ রাতটা পূর্ণতা পায়।

এই চিঠির প্রতিটা অক্ষর তোকে ছুঁয়ে বলছে—
“তুই না থাকলে, আমি বাঁচতাম… কেবল নিঃশ্বাস নিতে নিতে, ধ্বংস হতাম প্রতিদিন!”

ভালোবাসায়,
তোরই “চিরপাগল বন্ধু”

— যদি তোকে হারিয়ে ফেলি, এই চিঠিটা তোর বুকপকেটে রেখে যাবো…
হয়তো তুই পড়ে বুঝবি, কতটা “আমার” ছিলি তুই। 💙

26/08/2025

পাবো নাহ জানা জিনিস গুলার প্রতি কেনো এমন অগাধ টান! 😅💔

18/08/2025

প্রিয়, ফুলের মতো প্রিয় তুমি, Raisha Islam Kasfiya

তোমাকে দেখলে মনে হয়,
আল্লাহ নিজে যেন সময় নিয়ে একটিমাত্র সৌন্দর্য সৃষ্টি করেছেন—
যার মাঝে মিশে আছে গোলাপের মায়া, বেলিফুলের গন্ধ,
আর এক অদ্ভুত শান্তির ছোঁয়া।

তোমার চোখে আমি দেখি এক চিরন্তন বসন্ত,
যেখানে প্রতিদিন ভালোবাসা ফুল ফোটে,
আর প্রতিটি চাহনি যেন হৃদয়ের বাগানে নেমে আসে রঙধনু হয়ে।

**"তুমি কোনো একটা ফুল নও,
তুমি হলে ঋতুর পালা, সুবাসের সুর,
একটা নীরব কবিতা—যার প্রতিটি পঙক্তি ভালোবাসা হয়ে বাজে।"**

তোমার হাসি কানে এলেই
মনে হয় পুরো পৃথিবী এক মুহূর্তের জন্য থেমে গেছে—
তোমার মুগ্ধতাকে অনুভব করার জন্য।

আমি তোমায় চাই না কেবল ভালোবাসার নামে,
আমি চাই তোমাকে তেমন করে…
যেমন করে একটি বৃষ্টিভেজা পাখি আশ্রয় খোঁজে পাতার নিচে।
আমি চাই, তুমি থাকো আমার নিঃশ্বাসে…
তোমার কোমলতা নিয়ে, তোমার ফুলের মতো অস্তিত্বে।

—তোমার একান্ত প্রেমভরা চিঠির পাঠক।

--- MRM

18/08/2025

প্রিয়তমা, Llılıʬ-ɭɭ Nʋsʀʌt Jʌʜʌŋ ɭɭ-ʬllılı

তুমি কি জানো?
তোমাকে দেখলে মনে হয়, তুমি কোনো এক অজানা বাগানের নিষ্পাপ ফুল,
যার গায়ে রোদের ছায়া পড়ে না—
শুধু সকালবেলার শিশিরে ভিজে থাকে মায়ার কোমলতা।

তোমার হাঁটা, তোমার চুলে বাতাসের নাচ,
তোমার চোখের কোণে জমে থাকা আলো—
সবকিছু যেন ফুলের ঘ্রাণে লেখা এক জীবন্ত কবিতা।

"তুমি কোনো এক গোলাপ নও,
তুমি সেই বুনো ফুল—
যে ভালোবাসে নীরবে, আর ছুঁয়ে যায় না ছুঁয়েও।"

তোমার স্পর্শ নেই, তবুও আছি তোমায় জড়িয়ে—
তুমি হয়তো জানো না,
কতটা নিঃশব্দে তোমায় ভালোবাসি।

তুমি যেন একটা প্রার্থিত ফুল,
যাকে আমি ছিঁড়তে চাই না…
শুধু চেয়ে থাকতে চাই যত্নে, দূর থেকে,
আর প্রতিদিন মনে মনে ভালোবাসতে চাই।

ইতি- MRM

দারুণ দারুণ চিঠি পেতে পেইজটি ফলো করুন!

তখন শব্দের দাম ছিলো। ১১ টাকার কার্ড scratch করে রিচার্জ করলে ১০০ টা sms পাওয়া যেতো।প্রতিটা sms এ শব্দ সংখ্যার limitation...
17/08/2025

তখন শব্দের দাম ছিলো। ১১ টাকার কার্ড scratch করে রিচার্জ করলে ১০০ টা sms পাওয়া যেতো।

প্রতিটা sms এ শব্দ সংখ্যার limitation ও ছিলো। কথা বলতে বলতে ফুরিয়ে গেলেও অনলাইনে recharge করার সুযোগ হতনা। তাই প্রতিটা শব্দ খুব ভাবনা চিন্তা করে লিখতে হত। তখন একটা 's' লেখার জন্য keypad টাকে বার চারেক press করতে হত। তবু কেও বিরক্ত হতনা। SMS বড় হয়ে গেলে তাকে কেটে কুটে ছোট করে পাঠাতে হত। তখন green tick নিয়ে ঝামেলা হতনা। অনলাইন না অফলাইন দেখার সুযোগও ছিলো না। ছিলো প্রতিটা sms এর পর দুই তিন মিনিটের অপেক্ষা। রাতের good night আর সকালের good morning বলার জন্য আলাদা করে sms বাঁচিয়ে রাখা।

তখন emoji ছিলো না। আবেগ গুলোকে অনুভবে বুঝে নিতে হত। তখন শব্দের দাম ছিলো, আবেগের দাম ছিলো, অপেক্ষার দাম ছিলো, efforts এর দাম ছিলো।।

© কালেক্ট!

16/08/2025

আবেগের মৃত্যু অনিবার্য 😦💘

15/08/2025

`খোলা চিঠি! `

প্রিয় চাঁদ.....
আপনি জানেন?
আমার না অনেক কষ্ট ভিতরে।
প্রকাশ করতে পারিনা।
কাউরে বলতে পারিনা।
কাউরে পাই নাই যার কাছে,
একটা খোলা বইয়ের মতো কথা বলা যায়।
আমার কষ্ট গুলান রাখার একটা জায়গা হইলো না।
আমার চাঁদ আপনি ……
আপনিও তো দেখলেন না আইসা, আমি কেমন আছি?
আমার শুকনা পাতার মতো জীবনটা সতেজ করার দায়িত্ব টুকু নিলেন না।
আমি অনেক ক্লান্ত চাঁদ.....
প্লিজ আমারে আপনার কইরা লন.....
এই দুঃখের ভার আর আমি একলা বইতে পারিনা....
আপনি একটু জড়াইয়া ধরবেন আমারে.....
আমারে জীবনে আইসা, আমার যন্ত্রণার ভাগ লইবেন??
আমি তো আপনার অপেক্ষায় পথ চাইয়া আছি....
আপনার যত্নে আমি সতেজ হইবার চাই......
আমি ভালো থাকবার চাই আপনার স্পর্শে……
আপনার ফুল শুকিয়ে গেছে চাঁদ......
আপনার ফুলটার যত্ন নেন।
তারে ভালোবাসেন, বুকের মধ্যে রাখেন আগলাইয়া।
ইতি,

আপনার অদেখার ঝরা ফুল🌸



লিখনি✍️: দীর্ঘিকা জাহান মুগ্ধ

15/08/2025

Mehboo Ba

প্রিয়, আরসি!

একটা জমকালো আয়োজনের শুরু হউক আজকের সাক্ষাৎ মেলা! সাক্ষাৎ মেলা বলার কারণ হলো সাক্ষাৎ হবে শুধু অনুভূতি দিয়ে! দেখা হবে তোমার সাথে! এ আমার দুর্ভাগ্য! শুরুটা হউক সকালের সূর্যকে কেন্দ্র করে! যেভাবে সূর্য পূর্ণ করে আলোতে পৃথিবী সেভাবে তুমি আমার পূর্ণতা! আমার মায়াপুরের মায়াপরী তুমি! তোমাকে ভাবতে ভালো লাগে! তোমাকে নিয়ে ভিন্ন ভিন্ন আয়োজন করতে আনন্দ পাই এক আকাশ!

জানো আরসি, তুমি আমার এক নিঝুম বৃষ্টি! যার ভালোবাসায় ভিজতে চায় মন! অনুভবে ছুতে চায় আলতো স্পর্শে রিদয়! তুমি শাড়িতে ভিজবে দুহাত প্রসারিত করে আকাশে দিকে চেয়ে, আমি পিছন থেকে জড়িয়ে নিবো কোলে! তুমি চককে উঠবে, শিহরন জাগবে সমস্ত দেহে!!
আমি হবো তোমার শিহরিত স্পন্দনে চাইতে থাকা আকৃষ্টতা!

প্রিয়, মেহবুবা! তুমি কি আমার একা মনের সঙ্গী হবে? তুমি পরন্ত বিকেলে আমার সঙ্গ দিবে! একাকিত্বের সাথী হবে? বন্ধু হবে? যে বন্ধুত্বে ছেড়ে যাওয়ার পথ থাকবে নাহ!
থেকে যাবে কি আমার হয়ে আমার পাশে চিরকাল??

প্রিয় মেহবুবা, থেকে যেয়ো প্লিজ! চিঠি পেয়ে হারিয়ে যেয়ো নাহ! যেভাবে হারায় ছেড়ে দেওয়া নিশ্বাষ!!

ইতি- MRM

ভালো লাগলে একটা ফলো দিয়ো! বন্ধুত্ব আবেদন এক্সেপ্ট করো!!

14/08/2025

প্রিয়, দীর্ঘিকা জাহান মুগ্ধ

তোমার চোখ দুটো দেখে একবারও মনে হয়নি—সেখানে কখনো হতাশা বসত করতে পারে।
তোমার চোখ মানায় না কান্না, ক্লান্তি বা চাপা দীর্ঘশ্বাস…
তোমার চোখ মানায় শুধু ভালোবাসা।
সেই ভালোবাসা যা নিরব, অথচ প্রবল।
যা ছুঁয়ে যায়, অথচ স্পর্শ করে না।

তোমার চোখে যেন আশার দীপ্তি,
যে চোখে আমি নিজেকে হারাতে চাই প্রতিদিন।
তুমি কষ্ট লুকাতে জানো,
তবুও আমি চাই, তুমি সুখ খুঁজে পাও…
নিজের মধ্যেই, আমার ভেতরেও।

তোমার জন্য প্রতিটি দোয়া, প্রতিটি নিঃশ্বাস—
শুধু একটাই চাওয়া,
তুমি থেকো ভালোবাসার আলোয়,
যেখানে কোনো দুঃখের ছায়াও সাহস পাবে না কাছে আসার।

– এক নীরব প্রেমিকের চিঠি,
তোমার চোখে ভালোবাসা হয়ে বাঁচতে চাওয়া।

ইতি- MRM

চিঠি পেতে পেইজটি ফলো করুন! বিশেষ চিঠি দরকার হলে ইনবক্সে বা প্রফাইলের কমেন্ট এ নক করুন!! চিঠিতে হয়ে উঠুক বন্ধুত্বময় বন্ধন!!

Address

Gazipur
111

Website

Alerts

Be the first to know and let us send you an email when MRM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share