Sharmin haque

Sharmin haque entertainment
(1)

ব্যস্ত হয়ে যাও, দেখবে মন খারাপ লাগার সময় ই পাবে না...
16/04/2025

ব্যস্ত হয়ে যাও, দেখবে মন খারাপ লাগার সময় ই পাবে না...

স্বর্ণ, প্রাকৃতিক গ্যাস, অপরিশোধিত তেল, কিংবা পেট্রোলিয়ামের মতো মূল্যবান খনিজের বিপুল ভান্ডার থাকলেও, যে কেউ চাইলেই আটল...
16/02/2025

স্বর্ণ, প্রাকৃতিক গ্যাস, অপরিশোধিত তেল, কিংবা পেট্রোলিয়ামের মতো মূল্যবান খনিজের বিপুল ভান্ডার থাকলেও, যে কেউ চাইলেই আটলান্টিকের বুকে পাড়ি জমাতে পারে না। মানুষের হাতে অত্যাধুনিক সব প্রযুক্তি চলে আসলেও, এই মহাসাগরের রহস্যময় বৈচিত্র্যতা বিজ্ঞানী ও গবেষকদের কাছে এখনও বিস্ময়ের। সাধারণ জলযান নিয়ে এখানে কেউ যাওয়ার সাহস করে না।

আটলান্টিকে এমন অনেক রহস্যময় ও ভ*য়ংকর স্থান আছে, যেখান থেকে কেউ বেঁচে ফিরতে পারেনি। তাই যুগ যুগ ধরে সবার কাছে বিস্ময়ের খোরাক হয়ে আছে আটলান্টিক মহাসাগর। আশ্চর্যজনক বিষয় হল, অন্যান্য মহাসাগরের পানি নীল দেখালেও, আটলান্টিক মহাসাগরের পানি অনেকটা সবুজ রঙের।

রহস্যময় আটলান্টিকে সাধারণ মানুষের পা না পড়ার একটি কারণ বারমুডা ট্রায়াঙ্গাল। বহু জাহাজ ও বিমান এই স্থানে গিয়ে হারিয়ে গেছে। বিজ্ঞানীরা যার কূলকিনারা করতে পারেনি। ধারণা করা হয়, বারমুডা ট্রায়াঙ্গালে এমন কিছু অতিপ্রাকৃতিক বিষয় আছে, যার ফলে এখানে পৌঁছা মাত্র জাহাজ বা বিমান হারিয়ে যায়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, পুয়ের্তো রিকো এবং ক্যারিবিয়ান দ্বীপ বারমুডার মধ্যবর্তী স্থানকে চিহ্নিত করা হয় বারমুডা ট্রায়াঙ্গেল হিসেবে।

বিশ্ববাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হলেও, জলদ*স্যুতা আটলান্টিকের সমুদ্রপথকে বিপদজনক করে তুলেছে। আন্তর্জাতিক রুটে চলাচলকারী জাহাজগুলোর জন্য রীতিমতো হু*মকি হয়ে ওঠেছে সোমালিয়ার জলদ*স্যুরা। তাদের তাণ্ডবে আটলান্টিক হয়ে উঠেছে আরও ভয়ংকর।

মজার ব্যাপার হচ্ছে, আটলান্টিক মহাসাগরের তলদেশে মাইলের পর মাইলজুড়ে স্বর্ণের খনিও আছে। কিন্তু এই মহাসাগরের তলদেশের ভ*য়াবহতার দরুণ তা উত্তোলন করা সম্ভব হচ্ছে না। আটলান্টিকের জলস্রোত এতোটাই প্রবল যে টাইটানের মত শক্তিশালী সাবমেরিন এই জলের তোড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। কেবল তাই নয়, ১৯১২ সালে বিখ্যাত টাইটানিক জাহাজও এ মহাসাগরের বরফখণ্ডের সঙ্গে ধাক্কা লেগে ডুবে গিয়েছিল। যা ছিল তৎকালীন সময়ের পৃথিবীর সব চেয়ে বড় ও বিলাসবহুল জাহাজ।

মিটবক্স , বার্গার , নাচোস , ওয়েজেস এই চার টা আইটেম এর উপর চলছে SnackBox এ দারুন অফার 🫠🔥 অফার প্রাইস হলেও কোয়ালিটি বেশ দা...
15/02/2025

মিটবক্স , বার্গার , নাচোস , ওয়েজেস এই চার টা আইটেম এর উপর চলছে SnackBox এ দারুন অফার 🫠🔥

অফার প্রাইস হলেও কোয়ালিটি বেশ দারুন ছিলো ফুড এর টেস্ট মাথা নষ্ট করার মতো আর এমনেও কি ভাবা যাই ৬৯ টাকা এতো এতে ফুড 😀

😋 টেস্ট - ৯/১০

✅ লোকেশন - ক্রিকেট স্টেডিয়ামের ১নং গেটের উল্টা পাশে ৬নং রোডে মিরপুর - ২ 👀💸

বদ নজর এত খারাপ যে একটা উটকে পাতিল পর্যন্ত পৌছে দিতে পারে! ওই যে তন্বী মেয়েটা লাইভে এসে জামাই নিয়ে এত মজা করতো। এখন লাইভ...
06/02/2025

বদ নজর এত খারাপ যে একটা উটকে পাতিল পর্যন্ত পৌছে দিতে পারে! ওই যে তন্বী মেয়েটা লাইভে এসে জামাই নিয়ে এত মজা করতো। এখন লাইভটাও ঠিকমত করতে পারে না। একটু পর পর অন্যমনষ্ক হয়ে স্তব্ধ হয়ে থাকে। লক্ষ লক্ষ টাকা পানির মত ঢেলেও ফেরাতে পারি নি স্বামীকে।

গ্ল্যামটাচ বাই আলভিয়া মেয়েটার পেইজটা একটু ঘুরে আসুন। পুতুলের মত দুইটা মেয়ে আছে ওনার! এমনি এমনি পুতুল বলছি না ,মা মেয়ে দুটো যেন জীবন্ত পুতুল। বিশাল ডুপ্লেক্স বাড়ির প্রতিটি কর্নার আপনাকে বলবে, ইস এমন একটা বাড়ি যদি আমার থাকতো! আমি বলছি না মেয়েটার কমেন্ট বক্স আপনাকে চিৎকার করে বলবে! হুট করে স্বামী মাra গেল হার্ট এ'টা'কে আর একদম নিস্ব করে দিয়ে গেল সন্তানসহ। বাড়ি ,গাড়ি পরিবার কিছুই আপনার না দিনশেষে যদি স্বামী মানুষটাই একদম হুট করে চলে যায়। দুইদিন ধরে মেয়েটা ডুকরে ডুকরে কেঁদে উঠছে। একদম ভিতরে গিয়ে লাগছে। সালামা মোহাম্মদের কথা মনে আছে‌? মুসলিম কাপল কি সুখি সুখি ব্লগ শেয়ার করতো। পরে একজন হিন্দু একট্রেসের প্রেমে পরে সালামার মত একজন জীবনসঙ্গিনীকে ডিভোর্স দিয়ে দেয়। সেদিন মেয়েটাও কোন এক টকশো তে এসে এভাবেই ডুকরে কেঁদে উঠেছিল। তাহসান মিথিলা থেকে শুরু করে এই সংখ্যা অগণিত!

আমার তো বেশী দূরেও যাওয়া লাগে না। যেদিন মুখ ফসকে বলে ফেলি আমার বাচ্চা আজকে পেট ভরে খেয়েছে ওমনেই দুইদিন সে খাওয়া ছোঁয় না! যেদিন মনে হল আজকে আমরা দুজন কত মন ভরে কথা বললাম, এরপর কত দিন, মাস কেটে যাবে জানি না খুব সামান্য কারণে আমাদের কথা বলাবলি বন্ধ হয়ে যাবে!

একটা সুন্দর প্রোফাইল পিকচারের আড়ালেই অনেক ব‌উ পে"টা"নো গল্পের জন্ম নেয় । কথায় কথায় ভালবাসা প্রকাশ করা স্বামীটিও ছলে বলে পার্সোনাল এসিসটেন্টের প্রেমে পরে যায়। নিজের ছেলে মেয়ে নিয়ে অকারণে অহংকারের পরিণতি অগণিত বাপ মাকে গুণতে হয়েছে। তাই যতটুকু আছে, যা আছে, যতটুকু সম্ভব আড়ালে রাখাই ভাল।

আল্লাহর এই দুনিয়ায় উপরে উঠতেও সময় লাগে না, মুখ থু'ব'ড়ে পরতেও সময় লাগে না। সম্ভবত এরচেয়ে ভয় আমি অন্যকিছুকে পাই না! 💔

⚠️𝗙𝘂𝗹𝗹 𝗥𝗲𝗰𝗶𝗽𝗲 𝗪𝗮𝗶𝘁𝗶𝗻𝗴 𝗬𝗼𝘂 𝗛𝗲𝗿𝗲:👇🏼https://mama-recipes.01basma.com/?s=Classic+Vegan+Banana+Bread   🚨𝗣𝗹𝗲𝗮𝘀𝗲 𝗟𝗶𝗸𝗲 𝗧𝗵𝗶𝘀 𝗖𝗼𝗺𝗺...
06/02/2025

⚠️𝗙𝘂𝗹𝗹 𝗥𝗲𝗰𝗶𝗽𝗲 𝗪𝗮𝗶𝘁𝗶𝗻𝗴 𝗬𝗼𝘂 𝗛𝗲𝗿𝗲:👇🏼
https://mama-recipes.01basma.com/?s=Classic+Vegan+Banana+Bread
🚨𝗣𝗹𝗲𝗮𝘀𝗲 𝗟𝗶𝗸𝗲 𝗧𝗵𝗶𝘀 𝗖𝗼𝗺𝗺𝗲𝗻𝘁 𝗦𝗼 𝗢𝘁𝗵𝗲𝗿 𝗣𝗲𝗼𝗽𝗹𝗲 𝗖𝗮𝗻
P𝗙𝗶𝗻𝗱 𝗧𝗵𝗲 𝗥𝗲𝗰𝗶𝗽𝗲 𝗘𝗮𝘀𝗶𝗹𝘆!

01/02/2025
-------------মিথ্যে হোক আলেয়া।লিও তলস্তয় (Leo Tolstoy) এবং ম্যাক্সিম গোরকি (Maxim Gorky) দুজনেই রুশ সাহিত্যের অন্যতম প্...
29/01/2025

-------------
মিথ্যে হোক আলেয়া।লিও তলস্তয় (Leo Tolstoy) এবং ম্যাক্সিম গোরকি (Maxim Gorky) দুজনেই রুশ সাহিত্যের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। ১৯০০ সালের ৮ অক্টোবর, এই দুই সাহিত্যিকের একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ঘটে। এই সাক্ষাতের সময় তাদের আলোচনা এবং সম্পর্কের একটি ঐতিহাসিক মূল্য রয়েছে, কারণ এটি শুধুমাত্র তাদের ব্যক্তিগত পরিচিতির মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং তাদের সাহিত্য, দার্শনিক দৃষ্টিভঙ্গি এবং সামাজিক চিন্তাভাবনাকেও প্রভাবিত করেছিল।

তলস্তয় ও গোরকির সম্পর্ক

তলস্তয় ছিলেন একজন বিশাল দার্শনিক, নৈতিক শিক্ষাবিদ এবং “War and Peace” ও “Anna Karenina”-র মতো মহান উপন্যাসের স্রষ্টা। অন্যদিকে গোরকি ছিলেন রুশ বিপ্লবী লেখক এবং বাস্তববাদী সাহিত্যের একজন পথিকৃৎ।

তলস্তয়ের সাথে গোরকির পরিচয় তাদের বয়সের অনেক পার্থক্য সত্ত্বেও বেশ হৃদ্যতাপূর্ণ ছিল। তলস্তয় তখন ৭২ বছর বয়সে প্রবীণ এবং সম্মানিত লেখক ছিলেন, আর গোরকি তখন মাত্র ৩২ বছর বয়সের এক উদীয়মান সাহিত্যিক। তাদের মধ্যে মতাদর্শের কিছু ভিন্নতা ছিল, যেমন—তলস্তয়ের অহিংস জীবনধারা এবং গোরকির বিপ্লবী চিন্তাভাবনা। তবে উভয়েই রাশিয়ার দারিদ্র্য এবং শোষণের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।

১৯০০ সালের ৮ অক্টোবরের সাক্ষাৎ

তাদের এই সাক্ষাত সম্পর্কে কিছু বিশদ পাওয়া যায় গোরকির লেখা স্মৃতিকথা থেকে। তিনি বলেন, তলস্তয়ের সঙ্গে সাক্ষাৎ করার সময় তিনি তলস্তয়ের সরলতা, জ্ঞান এবং আধ্যাত্মিক গভীরতায় মুগ্ধ হয়েছিলেন। তলস্তয় গোরকিকে সাহিত্য এবং মানুষের জীবনের নৈতিক দিক নিয়ে অনেক পরামর্শ দিয়েছিলেন।

তলস্তয় তখন ধর্ম এবং অহিংসার উপর তার দার্শনিক চিন্তাভাবনা নিয়ে বেশি ব্যস্ত ছিলেন, যেখানে গোরকি রুশ জনগণের দুঃখ-দুর্দশার সমাধানে একটি সক্রিয় রাজনৈতিক পদ্ধতির কথা ভাবছিলেন। তাদের এই মতের ভিন্নতা তাদের আলোচনা আরও অর্থবহ করে তুলেছিল।

গোরকির অনুভূতি

গোরকি পরে লিখেছিলেন যে তলস্তয়ের সাহচর্য তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল এবং তলস্তয়ের মানবিকতা ও সাহিত্যিক গুণাবলী তাকে অনুপ্রাণিত করেছিল। তিনি তলস্তয়ের চিন্তাভাবনাকে সম্মান করতেন, যদিও তিনি তলস্তয়ের অহিংস মতাদর্শের সঙ্গে সম্পূর্ণ একমত ছিলেন না।

উপসংহার

তলস্তয় এবং গোরকির এই সাক্ষাৎ রুশ সাহিত্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাদের আলোচনা শুধুমাত্র সাহিত্যিক আদান-প্রদানের মধ্যে সীমাবদ্ধ ছিল না; এটি রুশ সমাজ ও দার্শনিক চিন্তাধারার এক বিশেষ যুগের প্রতিনিধিত্ব করে।গুগুল থেকে সংগৃহীত

(Artificial Intelligence Brings Historical Icons to life. 😊)

...

বাংলাদেশের ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে শ্রীমঙ্গল মেধা তালিকায় থাকবে। আর শ্রীমঙ্গল ঘুরতে গিয়ে কেউ যদি লাউয়াছড়ায় না যায় তাহল...
28/01/2025

বাংলাদেশের ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে শ্রীমঙ্গল মেধা তালিকায় থাকবে। আর শ্রীমঙ্গল ঘুরতে গিয়ে কেউ যদি লাউয়াছড়ায় না যায় তাহলে বগুড়ায় গিয়ে দই না খাওয়ার মতোই অপরাধ হিসেবে গণ্য হবে। সিলেট ঘুরে ভোরের ট্রেনে চলে আসলাম শ্রীমঙ্গল। সিলেট আর শ্রীমঙ্গল নিয়ে আমার একটা নিজস্ব মতামত আছে। সিলেট আর শ্রীমঙ্গল হচ্ছে বাংলাদেশের একমাত্র জায়গা যেখানে আপনার শুধুমাত্র ট্রেনে যাওয়া উচিত। তবে অবশ্যই সকালের ট্রেনে।

আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে। কমলগঞ্জ উপজেলা নিয়ে ছোট একটি ভিডিও করেছি, চাইলে দেখতে পারেন।

[https://youtu.be/-awcJWq2rnM?si=g6p7QsUBEO4dQD5U](https://youtu.be/-awcJWq2rnM?si=g6p7QsUBEO4dQD5U&fbclid=IwZXh0bgNhZW0CMTAAAR27emDfPMFu76r9mSjOwYI_zXr7dogxiSuxUcCHYtnjoSdWluQu9WEOFfg_aem_jKZeUBHlJKSafA58VQiZrQ)

সিলেট থেকে শ্রীমঙ্গল যেতে সময় লাগলো ২-২.২০ ঘণ্টার মতো। রেলস্টেশনে নেমেই জনপ্রতি ৩০ টাকায় অটো নিয়ে নিলাম গন্তব্য লাউয়াছড়া জাতীয় উদ্যান। এটি শ্রীমঙ্গল উপজেলা আর কমলগঞ্জ উপজেলার বর্ডারে। তবে সরকারিভাবে এটি কমলগঞ্জ উপজেলায় পড়েছে। তাই শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ উপজেলায় যাওয়ার রাস্তাটা চলে গেছে এই লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর দিয়ে।

ট্রেনে সিলেট/শ্রীমঙ্গল আসলে যেমন আপনার দেখার আগেই দেখা হয়ে যাবে। ঠিক তেমনি লাউয়াছড়া যাওয়ার আগেই আপনার দেখা হয়ে যাবে লাউয়াছড়ায় যাওয়ার রাস্তা দিয়ে। এই রাস্তা হচ্ছে বান্দরবানের পরে আমার দেখা বাংলাদেশের অন্যতম ভয়ানক সুন্দর রাস্তা। দুইপাশে গভীর জঙ্গল আর মাঝখান দিয়ে আকানো বাকানো রাস্তা দিয়ে লাউয়াছড়ায় যেতে সময় লাগবে ২০-২৫ মিনিট।

এবার লাউয়াছড়ায় ঢোকার পর্ব। ঢুকতে টিকেট কাটতে হবে ১১৫টাকা দিয়ে। আগে ছিল ৫০টাকা। হঠাৎ করেই ১১৫ টাকা করা হলো যেটা আমার কাছে মনে হয়েছে সম্পূর্ণ অযৌক্তিক। সকাল ০৮টা থেকে বিকাল ০৫টা পর্যন্ত ঢোকা যায়। এরপরে বন্ধ হয়ে যায় যেহেতু সরকারি হিসেবে চলে।

লাউয়াছড়া হচ্ছে চিরহরিৎ বনাঞ্চল অর্থাৎ এই বনের গাছের পাতা থাকে সারা বছর। ১৯৯৭ সালে এটিকে 'জাতীয় উদ্যান' ঘোষণা করা হয়। পূর্বে এর নাম ছিল পশ্চিম ভানুগাছ সংরক্ষিত বন। মেইন গেইট দিয়ে ঢুকলেই সোজা ইটের রাস্তা, দুইপাশে বড় বড় গাছ। কিছুক্ষণ হাটলেই পেয়ে যাবেন লাউয়াছড়ার ভেতর দিয়ে চলে যাওয়া রেললাইন।

এই রেললাইনেই অনেক মুভির শ্যুটিং হয়েছিল। হলিউডের around the world in 80 days, হুমায়ুন আহমেদের আমার আছে জল। রেললাইনের উপর দিয়ে ট্রেন যাচ্ছে দৃশ্যটাই অস্থির। আর যদি সিলেট/শ্রীমঙ্গল ট্রেনে আসেন তাহলে তো ট্রেন থেকেও দেখা হয়ে যাবে লাউয়াছড়া।

তবে আমার কাছে লাউয়াছড়ার আসল সৌন্দর্য্য হচ্ছে রেললাইন পার হবার পর। উদ্যানের ভেতরে একটি খাসিয়া পল্লী আছে। আর খাসিয়া পল্লীতে যেতে পড়বে মাগুড়ছড়া পুঞ্জি। উদ্যানের ভেতরে ট্র্যাকিং করার পথ আছে। বনের যতো ভেতরে ঢুকবেন ততোই বনের আসল সৌন্দর্য্য টের পাবেন। তবে একা একা বনের ভেতরে না যাওয়াই ভালো, হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে।

আগে নিজের দেশকে জানুন॥ নিজ দেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানুন॥ ময়লা নির্দিষ্ট স্থানে ফেলুন। সময়মতো নামাজ আদায় করুন॥

ঘুরে এলাম ঢাকার আগারগাঁও এ একদমই নতুন হওয়া এয়ারফোর্স বেসক্যাম্প থেকে। এখানে আছে বাচ্চা-বুড়ো সবার জন্য এ্যাডভেঞ্চার একটিভ...
27/01/2025

ঘুরে এলাম ঢাকার আগারগাঁও এ একদমই নতুন হওয়া এয়ারফোর্স বেসক্যাম্প থেকে। এখানে আছে বাচ্চা-বুড়ো সবার জন্য এ্যাডভেঞ্চার একটিভিটির সুযোগ। নানারকম অনগ্রাউন্ড অবসটেকল একটিভিটি, ট্রি টপ একটিভিটি, জিপ লাইন, ক্লাইম্বিং ওয়াল- সবমিলিয়ে বেশ থ্রিলিং একটা অভিজ্ঞতা হলো।

এ্যাডভেঞ্চার একটিভিটি করা ছাড়াও এখানে আছে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার ব্যবস্থা। আছে রাতে ক্যাম্পফায়ার এবং ক্যাম্পিং করারও সুযোগও।
পুরো ভিডিও:
https://youtu.be/-TTfOxkWyj4?si=p_O103BZZ_vf-ij5

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Sharmin haque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share