17/05/2025
ভালোবাসি বলা সহজ তবে ভালোবাসার মানুষকে নিজের করে ভালোবাসা দিয়ে আজীবন আগলে রাখা বেজায় কঠিন। ভালোবাসার মানুষের চাহনি, মনের ভাষা বোঝার ক্ষমতা সবার নেই।সাহসী তো সেই নিজের ভালোবাসাকে নিজের সবটুকু দিয়ে জয় করে নিজের করে নেয়।এমন যদি সত্যিই হতো সাহষ করে কৈউ ভালোবাসার মানুষকে নিজের করে নিতো সৌন্দর্যে মুগ্ধ হয়ে নয় বরং অসুন্দর চেহারার আড়ালে থাকা ব্যক্তিত্বের মায়ায় পড়ে।তাহলে বিশ্বাস করতাম ভালোবাসা বলে পৃথিবীতে কিছু আছে।কিন্তু এই ভালোবাসার খেলায় কিছুটা মায়া বাকিটা অভিনয়।কেউ সত্য নয় সবাই মুখোশের আড়ালে থাকা এক একটা ভয়ংকর অভিনেতা💔😔
📌অনেক অধিকার লুকিয়ে থাকে একটি কথায়
*** আমি তোমাকে ***
📌অনেক ভালেবাসা লুকিয়ে থাকে একটি কথায়
*****আমি তোমাকে ভালোবাসি না*****
📌অনেক কষ্ট লুকিয়ে থাকে একটি কথায়
******ভালো থেকো****
📌অনেক ব্যাথা লুকিয়ে থাকে একটি কথায়
******ঠিক আছে,It's ok*****
📌অনেক চাওয়া লুকিয়ে থাকে একটি কথায়
***থাক আর লাগবে না****
📌অনেক আবেদন লুকিয়ে থাকে একটি কথায়
*****তোমার ইচ্ছা****
📌অনেক গোপন কথা লুকিয়ে থাকে একটি কথায়
*****আমি কিছু জানি না***
📌অনেক অভিমান লুকিয়ে থাকে একটি কথায়
*****তোমার যা ইচ্ছা করো******