02/08/2024
কেউ যদি আমাকে প্রশ্ন করে, যদি তুমি শিক্ষক হতে চাও, তাহলে কেমন শিক্ষক হবে?
জবাবে আমি বলব— একজন আসিফ নজরুল হতে চাই।
কেউ যদি আমাকে প্রশ্ন করে, যদি তুমি সাহসী এবং সৎ নেতা এবং দেশ প্রেমিক হতে চাও, তাহলে কার মতো হবে?
জবাবে আমি বলব— শহীদ জিয়াউর রহমান হতে চাই
কেউ যদি আমাকে প্রশ্ন করে, যদি তুমি নোবেল বিজয়ী হতে চাও, তাহলে কার মতো হবে?
জবাবে আমি বলব— ডঃ ইউনুস হতে চাই
কেউ যদি আমাকে প্রশ্ন করে, যদি তুমি ডাক্তার হতে চাও, তাহলে কেমন ডাক্তার হবে?
জবাবে আমি বলব— ডা. জাফরুল্লাহ চৌধুরী হতে চাই।
কেউ যদি আমাকে প্রশ্ন করে, যদি তুমি ছাএ/ছাএীদের বিপদের সাথী হতে চাও, তাহলে কার মতো হবে?
জবাবে আমি বলব— আসিফ মাহতাব হতে চাই।
কেউ যদি আমাকে প্রশ্ন করে, যদি তুমি নির্মাতা হতে চাও, তাহলে কেমন নির্মাতা হবে?
জবাবে আমি বলব— আশফাক নিপুণ হতে চাই।
কেউ যদি আমাকে প্রশ্ন করে, যদি তুমি ফটোগ্রাফার হতে চাও, তাহলে কেমন ফটোগ্রাফার হবে?
জবাবে আমি বলব— শহিদুল আলম হতে চাই।
কেউ যদি আমাকে প্রশ্ন করে, যদি তুমি লেখক হতে চাও, তাহলে কেমন লেখক হবে?
জবাবে আমি বলব— লতিফুল ইসলাম শিবলী হতে চাই।
কেউ যদি আমাকে প্রশ্ন করে, যদি তুমি সাংবাদিক হতে চাও, তাহলে কেমন সাংবাদিক হবে?
জবাবে আমি বলব— খালেদ মুহিউদ্দীন হতে চাই।
কেউ যদি আমাকে প্রশ্ন করে, যদি তুমি শিল্পী হতে চাও, তাহলে কেমন শিল্পী হবে?
জবাবে আমি বলব— ফারজানা ওয়াহিদ শায়ান হতে চাই।..
যদি কেউ আমাকে প্রশ্ন করে, তুমি কেমন জীবন চাও?
জবাবে আমি বলব, শিরদাঁড়া, মেরুদণ্ডওয়ালা মানুষের মতো মানুষ হয়েই জীবন পার করতে চাই!
বিঃদ্রঃ বাংলার আরো অনেক সোনার সন্তানদের ছবি ও নাম দিতে না পারার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত।কারণ সকল পেশা থেকে একজন করে নেওয়া হয়েছে। 🙏🙏