07/06/2025
কোরবানির প্রকৃত শিক্ষা শুধু পশু জবাই নয়—বরং আত্মত্যাগ, ত্যাগ ও পরস্পরের প্রতি ভালোবাসার প্রতীক। এ দিন আমাদের শেখায় কিভাবে নিজের অহংকার, লোভ, হিংসা ও কু-প্রবৃত্তিকে কোরবানি করে প্রকৃত মুমিন হওয়া যায়।
আসুন, ঈদের এই পবিত্র দিনে হৃদয়কে পরিশুদ্ধ করি, অন্যের পাশে দাঁড়াই এবং সমাজে ভালোবাসা ও শান্তি ছড়িয়ে দিই।
🤲 ঈদ মোবারক!
আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুন।