
25/08/2025
শাইখ মুফতী হারুন ইজহার ভাইকে যখন তারাবীর পরে গ্রেফতার করতে র্যাব বাসায় আসে তখন আমার ভাগিনা, ভাগ্নি কাঁদতে ছিল। আমার ভাগ্নি পর্দার আড়াল থেকে বলতেছিল, তার কী দোষ, কেনো তাকে গ্রেফতার করছেন? এই পর্যন্ত তিনবার গ্রেফতার হচ্ছেন। আর কতবার করবেন?
তাদের থেকে বিদায় নেয়ার জন্য ড্রয়িং রুম থেকে পাশের রুমে পর্যন্ত যেতে দেয়া হয়নি। খুব দ্রুত করে জামাটা পরতে পেরেছিলেন নিজের বুদ্ধিতে। র্যাব সেটাও পরতেও সুযোগ দিচ্ছিল না৷ ভাগিনা যখন বাবাকে জড়িয়ে ধরতে গেল র্যাব বুট জুতার লাথি মেরে তাকে দূরে ফেলে দেয়৷ তাঁকে এক প্রকার নিজের স্ত্রী, ছোট ছোট সন্তানদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়।
আজ তৌহিদ আফ্রিদির মতো একটা ইউটিউবারের জন্য তোমাদের মন কাঁদছে৷ অথচ কত আলেম এইভাবে অপদস্ত হয়ে গ্রেফতার হয়েছিলেন তাদের খবর কেউ রেখেছিল?
©