Dr. Kazi Iftekhar Rahman

Dr. Kazi Iftekhar Rahman Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Kazi Iftekhar Rahman, Digital creator, Gazipur.

ডা: কাজী ইফতিখার রহমান
এমবিবিএস (ঢাকা)
এফসিপিএস (এফপি)(মেডিসিন)
ডিডিভি (চর্ম ও যৌন)
ঢাকামেডিকেল কলেজ হাসপাতাল
চর্ম,চুল,নখ,এলার্জি ও যৌন রোগ বিশেষজ্ঞ।

Dr. Kazi Iftekhar Rahman
Skin Hair Nail Sexual & Venereal disease Specialist
সিরিয়াল :01576775730

It’s an honour and blessing to be a host of such a big program on “Exploring Vitiligo management- Day long workshop” org...
26/06/2025

It’s an honour and blessing to be a host of such a big program on “Exploring Vitiligo management- Day long workshop” organised by SDSB.

Thank you SDSB for believing in me.

Dr. Kazi Iftekhar Rahman
Dermatologist & Venereologist
Member of EC committee -
Society of Dermatological Surgeons of Bangladesh (SDSB)


#শ্বেতরোগেরচিকিৎসা

Dr. Kazi Iftekhar Rahman

B.A.D. CON -2025
14/06/2025

B.A.D. CON -2025

09/06/2025

আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই?

চেম্বার কেস -  #স্যুডার্মাটাইটিসরোগটি পায়ের একটি  #একজিমা   যেটি সাধারণত কোনো একটি নতুন জুতার রিয়েকশনে চামড়ার প্রদাহ ...
24/05/2025

চেম্বার কেস - #স্যুডার্মাটাইটিস

রোগটি পায়ের একটি #একজিমা যেটি সাধারণত কোনো একটি নতুন জুতার রিয়েকশনে চামড়ার প্রদাহ তৈরি করে ।
২য় ছবিটিতে চিকিৎসার মাত্র ২ সপ্তাহ পর উন্নতি দেখা যাচ্ছে।

চেম্বার কেস -  #দাউদ  বাংলাদেশের একটি কমন সমস্যা দাউদ ।সঠিক ও পরিপূর্ণ চিকিৎসায় এটি সম্পুর্ণ ভালো হয়ে যায়।  কিন্তু বেশি...
23/05/2025

চেম্বার কেস - #দাউদ

বাংলাদেশের একটি কমন সমস্যা দাউদ ।
সঠিক ও পরিপূর্ণ চিকিৎসায় এটি সম্পুর্ণ ভালো হয়ে যায়। কিন্তু বেশিরভাগ রোগী যে যা বলে তাই লাগিয়ে এবং খেয়ে রোগের ১২টা বাজিয়ে আসে (বিশেষ করে ডার্মাসল/ডারমোমিক্স/কর্টান/ট্রায়ালন ইনজেকশন এর মতো ভুল ওষুধ) তখন রোগীকে সুস্থ করা কঠিন হয়ে যায় । এই রোগের পরিপূর্ণ চিকিৎসার জন্য ওষুধের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ উপদেশ মেনে চলতে হয় ।

#দাউদ #দাউদেরচিকিৎসা #দাউদেরবেস্টচিকিৎসা #চর্মরোগ #চর্মরোগ #চর্মরোগবিশেশজ্ঞ #চর্মরোগেরচিকিৎসা

*চেম্বার কেস - হারপিস জোস্টার (Herpes zoster)(চিকিৎসার ৭ দিন পর)হার্পিস জোস্টার, যা শিংগেলস নামেও পরিচিত, একটি ভাইরাস যা...
18/05/2025

*চেম্বার কেস - হারপিস জোস্টার (Herpes zoster)
(চিকিৎসার ৭ দিন পর)

হার্পিস জোস্টার, যা শিংগেলস নামেও পরিচিত, একটি ভাইরাস যা ত্বকে মারাত্মক ফুসকুড়ি বা ফোসকা সৃষ্টি করে। এটি ভেরিসেলা-জোস্টার ভাইরাস দ্বারা সৃষ্ট, যা চিকেনপক্সের জন্যও দায়ী। এটি সাধারণত শরীরের একটি অংশে ফুসকুড়ি বা ফোড়ার রিং হিসাবে নিজেকে প্রকাশ করে।

আপনি যখন ছোটবেলায় চিকেনপক্স অনুভব করেন, তখন আপনার শরীর ভেরিসেলা-জোস্টার ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে এবং শারীরিক অসুস্থতাগুলি হ্রাস পায়, তবে সংক্রমণ আপনার শরীরে থেকে যায়। কখনও কখনও ভাইরাস পরিপক্কতার মধ্যে পুনরায় সক্রিয় হয়। ভেরিসেলা-জোস্টার সংক্রমণটি এই সময় ফোসকা আকারে দ্বিতীয়বার শুরু করে।

হারপিস কোনো প্রাণঘাতী রোগ নয়, তবে এটি অত্যন্ত বেদনাদায়ক হতে পারে।
প্রাথমিক চিকিৎসা হারপিস সংক্রমণের সময়কাল কমাতে এবং জটিলতার সম্ভাবনা কমাতে সাহায্য করতে পারে। পোস্টহারপেটিক নিউরালজিয়া হল সবচেয়ে প্রচলিত ঝুঁকির কারণ, যা ফোসকা সেরে যাওয়ার পরেও অস্বস্তি(জ্বালাপোড়া,শিরশির ভাব)অব্যাহত রাখে।

হার্পিসের বেশিরভাগ ক্ষেত্রেই ৩ থেকে ৫ সপ্তাহের মধ্যে সমাধান হয়ে যায়। অসুস্থতা একই ব্যক্তির মধ্যে একাধিকবার ঘটতে পারে, বিশেষ করে যদি তাদের স্বাস্থ্যের ঝুঁকি থাকে(ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন),তবে এটি বিরল

তাই রোগটির লক্ষণ দেখা দিলে দ্রুত একজন চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন ।

*Chamber caseA rare genetic disease 'Tuberous Sclerosis'
14/05/2025

*Chamber case

A rare genetic disease 'Tuberous Sclerosis'

🇧🇩♦️ স্ক্যাবিস(Scabies), বাংলায় বলে খোশ-পাঁচড়া। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে মারাত্মক সংক্রামক ব্যাধি। প্রচন্ড চুলকানো, জ...
11/05/2025

🇧🇩♦️ স্ক্যাবিস(Scabies), বাংলায় বলে খোশ-পাঁচড়া। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে মারাত্মক সংক্রামক ব্যাধি। প্রচন্ড চুলকানো, জ্বালাপোড়া, অস্বস্তি এবং রাতে ঘুম না হবার মত অশান্তি সৃষ্টি করে এই রোগটি। এই রোগের জন্য দায়ী ক্ষুদ্র একটি পরজীবি প্রাণী, নাম তার Female Sarcoptes scabiei hominis.

এটি খুব দ্রুত একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে পরে। আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র কোনো সুস্থ ব্যক্তি ব্যবহার করলেও এই রোগ প্রসারিত হয়।

স্ক্যাবিস সাধারণত নিম্নলিখিত স্থানগুলোতে বেশি দেখা যায়:
* বগল
*কনুইয়ের ভাঁজে
* কবজি
*হাতের আঙুলের ফাঁকে ফাঁকে
*লজ্জাস্থানে (বিশেষ করে প্রসাবের রাস্তার আশেপাশে)

🪲আক্রমণের এই জায়গাগুলোকে একসাথে বলা হয় ‘Circle of hebra’ । এছাড়াও এটি গলা থেকে পা পর্যন্ত পুরো শরীরেই ছোট ছোট দানা/পানি গোটা/র‍্যাশ নিয়ে উঠে।

সাধারণত একই পরিবারের একের অধিক সদস্যদের মাঝে এই রোগের লক্ষণ দেখা দেয় ।
আবাসিক হোস্টেল,মেস,মাদ্রাসায় এই রোগের আক্রমণ প্রকট আকার ধারণ করেছে । বাচ্চাদের মধ্যে এই রোগের প্রকোপ সবচেয়ে বেশি ।

আমার নিয়মিত রোগীদের বাইরেও ইতিমধ্যে আমার পরিচিত অনেককেই আমি এই রোগের চিকিৎসা দিয়েছি । আলহামদুলিল্লাহ এই রোগের অনেক জটিল রোগী আমার মাধ্যমে আল্লাহপাক সেফা দিয়েছেন ।

স্ক্যাবিস এর চিকিৎসা পুরো পরিবার এবং তাদের সংস্পর্শে আসা সকলকে একইসাথে নিতে হবে । গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা না মানলে এই রোগ পুরোপুরি ভালো হবে না ।

🔔স্ক্যাবিস এর একটি জটিলতা এটি কিডনি নষ্ট করে দিতে পারে (Acute glomerulonephritis) ।

তাই সঠিক ও পরিপূর্ণ চিকিৎসার জন্য অবশ্যই অতি দ্রুত একজন চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন ।

ডা: কাজী ইফতিখার রহমান
এমবিবিএস
ডিডিভি (ঢাকা মেডিকেল কলেজ)
চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ,
লেজার ও এস্থেটিক সার্জন।

Dr. Kazi Iftekhar Rahman



ঈদ মোবারাক 🌙
30/03/2025

ঈদ মোবারাক 🌙

৭ দিন আগে প্রথম যখন রোগী সারা শরীরে এমন হঠাৎ ওঠা ফোসকা গুলো নিয়ে আসলো, বললো অনেক জায়গায় চিকিৎসা নিয়েছি কিন্তু বেড়েই...
23/01/2025

৭ দিন আগে প্রথম যখন রোগী সারা শরীরে এমন হঠাৎ ওঠা ফোসকা গুলো নিয়ে আসলো, বললো অনেক জায়গায় চিকিৎসা নিয়েছি কিন্তু বেড়েই যাচ্ছে! বিস্তারিত জিজ্ঞাসা করে উদ্ধার করা গেলো এটা তার অন্য রোগের কারণে কিছুদিন আগে খাওয়া একটা ওষুধের রিয়েকশন ।

আলহামদুলিল্লাহ, চিকিৎসা দেবার ৭ দিন পর তার উন্নতি দেখা যাচ্ছে দ্বিতীয় ছবিতে ।

World Skin Health Day 2025.
21/01/2025

World Skin Health Day 2025.

 চিকিৎসার ১ মাস পরে রোগীর পায়ে পুরু ও কালো হয়ে যাওয়া ত্বকের উন্নতি! সেই সাথে অসহ্য চুলকানি থেকে মুক্তি!              ...
21/01/2025



চিকিৎসার ১ মাস পরে রোগীর পায়ে পুরু ও কালো হয়ে যাওয়া ত্বকের উন্নতি! সেই সাথে অসহ্য চুলকানি থেকে মুক্তি!

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Kazi Iftekhar Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share