আদিবাসী সমাজ

আদিবাসী সমাজ ভবিষ্যতের জীবনে আপনি কখনও পিছিয়ে না পড়ে অগ্রসর হবেন এবং এগিয়ে যাবেন।
(3)

ব্রিকিং নিউজ কালিশংকর চাকমা গ্রেপ্তার 😎২০/৪/২০২৫ই  কালিশংকর চাকমা অনেক ধরনের পরিচয় দিয়ে চট্টগ্রামে এবং পাবত্য চট্রগ্রামে...
20/04/2025

ব্রিকিং নিউজ কালিশংকর চাকমা গ্রেপ্তার 😎
২০/৪/২০২৫ই
কালিশংকর চাকমা অনেক ধরনের পরিচয় দিয়ে চট্টগ্রামে এবং পাবত্য চট্রগ্রামে চাঁদা বাজিসহ নানা ধরনের কার্য কলাপ চালিয়ে যাচ্ছে এবং নারী পাচার সাধারণ মানুষকে হুমকি দিয়ে পেক আইডি থেকে মোটা অংকের টাকা দাবি করলে ভয় দেখিয়ে নানান ভাবে হয়রানি করে,, পরে বাধ্য হয়ে সাধারণ মানুষ টাকা দিতে বাধ্য হয় এবং কি মেরে পেলারও হুমকি দেয়,, আজ সকালে বিশেষ এক অভিযানে চট্টগ্রাম বায়োজিত থানায় অন্ত্র মামলায় গ্রেফতার হয়েছে।
কালি শংকর চাকমা পিতা- সুমতি রঞ্জন চাকমা মাতা-চিজি পুদি চাকমা গ্রাম- মহাজন পাড়া, থানা- নানিয়াচর তার আরেকটি বড় পরিচয় রাংগামাটি সদর থানায় এডভোকেট শক্তিমান চাকমার হত্যা মামলার আসামী এবং অস্ত্র মামলা রয়েছে বায়জিদ থানায়।

04/04/2025

আত্ম সম্মানে আঘাত লাগলে আর কোনদিন ফিরেও তাকাবো না তাতে তুমি যতই আপন হও না কেনো..!❤️

টাকার গুরুত্ব তখনই বোঝা যায়, যখন আপনার আদরের সন্তান দোকানে দাঁড়িয়ে একটা খেলনা পছন্দ করে, কিন্তু আপনি সেটা কিনে দিতে পারে...
04/04/2025

টাকার গুরুত্ব তখনই বোঝা যায়, যখন আপনার আদরের সন্তান দোকানে দাঁড়িয়ে একটা খেলনা পছন্দ করে, কিন্তু আপনি সেটা কিনে দিতে পারেন না।

যখন কোনো অনুষ্ঠানে স্ত্রীকে নিয়ে যান, আর দেখেন অন্যদের তুলনায় সে যেন একদম ফিকে লাগছে।

শশুরবাড়িতে গিয়ে যখন বুঝতে পারেন, আপনাকে আর অন্য জামাইকে ভিন্নভাবে সম্মান দেওয়া হচ্ছে।

আপনার স্ত্রী যখন মন খারাপ করে থাকে, তার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে না পারার বেদনা আপনাকে টাকার প্রয়োজনীয়তা বুঝিয়ে দেবে।

সন্তান যখন সাইকেলের বায়না ধরে, তখন বাবা হিসেবে টাকার প্রয়োজনীয়তা আরও গভীরভাবে অনুভব করবেন।

পরিবার নিয়ে রেস্টুরেন্টে খেতে গেলে, বিল দেওয়ার সময় বুঝবেন টাকা কতটা জরুরি।

যখন আপনার কাছে টাকা নেই বলে মানুষ আপনাকে গুরুত্ব দেয় না, তখন উপলব্ধি করবেন কেন টাকা দরকার।

যখন দেখবেন, টাকার অভাবে আপনার সন্তানকে তেমন কেউ আদর করে না, আত্মীয়স্বজনও দূরত্ব বজায় রাখে—তখন স্পষ্ট হবে টাকার মূল্য।

বিপদের সময় দেখবেন, টাকার অভাবে কেউ পাশে থাকে না, এমনকি যাদের টাকা আছে, তারাও সহানুভূতি দেখায় না। তখন সত্যিকার অর্থে বুঝবেন টাকার প্রয়োজনীয়তা।

টাকার অভাবই মানুষকে শেখায় এর গুরুত্ব। তাই নিজের অবস্থান শক্তিশালী করতে হলে, প্রচুর টাকা কামাতে হবে। কারণ, জীবনের ৯০% সমস্যার সমাধান টাকা দিয়েই সম্ভব!

কালি শংকর চাকমা পিতা- সুমতি রঞ্জন চাকমা মাতা-চিজি পুদি চাকমা গ্রাম- মহাজন পাড়া, থানা- নানিয়াচর তার আরেকটি বড় পরিচয়  রাংগ...
02/04/2025

কালি শংকর চাকমা পিতা- সুমতি রঞ্জন চাকমা মাতা-চিজি পুদি চাকমা গ্রাম- মহাজন পাড়া, থানা- নানিয়াচর তার আরেকটি বড় পরিচয় রাংগামাটি জেলায় এডভোকেট শক্তিমান চাকমার হত্যা মামলার আসামী এবং তার বিরুদ্ধে চট্রগ্রাম ইপিজেড থানায় অনেক ধরনের মামলা রয়েছে।
যদি ধরিয়ে দিতে পারেন নগদ ৫০,০০০ হাজার টাকা পুরস্কৃত করা হবে যোগাযোগ আমার ফেইসবুকে নক দিবেন প্লিজ।

24/02/2024

Address

Bangladesh Dhaka
Gazipur
3690

Website

Alerts

Be the first to know and let us send you an email when আদিবাসী সমাজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আদিবাসী সমাজ:

Share

Category