
20/04/2025
ব্রিকিং নিউজ কালিশংকর চাকমা গ্রেপ্তার 😎
২০/৪/২০২৫ই
কালিশংকর চাকমা অনেক ধরনের পরিচয় দিয়ে চট্টগ্রামে এবং পাবত্য চট্রগ্রামে চাঁদা বাজিসহ নানা ধরনের কার্য কলাপ চালিয়ে যাচ্ছে এবং নারী পাচার সাধারণ মানুষকে হুমকি দিয়ে পেক আইডি থেকে মোটা অংকের টাকা দাবি করলে ভয় দেখিয়ে নানান ভাবে হয়রানি করে,, পরে বাধ্য হয়ে সাধারণ মানুষ টাকা দিতে বাধ্য হয় এবং কি মেরে পেলারও হুমকি দেয়,, আজ সকালে বিশেষ এক অভিযানে চট্টগ্রাম বায়োজিত থানায় অন্ত্র মামলায় গ্রেফতার হয়েছে।
কালি শংকর চাকমা পিতা- সুমতি রঞ্জন চাকমা মাতা-চিজি পুদি চাকমা গ্রাম- মহাজন পাড়া, থানা- নানিয়াচর তার আরেকটি বড় পরিচয় রাংগামাটি সদর থানায় এডভোকেট শক্তিমান চাকমার হত্যা মামলার আসামী এবং অস্ত্র মামলা রয়েছে বায়জিদ থানায়।