Irin Parvin Lata Blog

Irin Parvin Lata Blog I love everything ...
My page will have all kinds of videos.
(736)

গতকাল রাত বারোটার দিকে আমার বেস্ট ফ্রেন্ড, আমার ছোটবেলার ফ্রেন্ড,আমার বান্ধবী ও একজন ফুটফুটে ছেলে সন্তানের মা হয়েছে, আল...
14/08/2025

গতকাল রাত বারোটার দিকে আমার বেস্ট ফ্রেন্ড, আমার ছোটবেলার ফ্রেন্ড,আমার বান্ধবী ও একজন ফুটফুটে ছেলে সন্তানের মা হয়েছে,
আল্লাহর রহমতে ও এখন সুস্থ আছে,
সবাই ওর জন্য আর ওর বাচ্চার জন্য দোয়া করবেন,

12/08/2025

শোক সংবাদ-
অদ্য ১৩/০৮/২০২৫ ইং রোজ বুধবার ভোর রাত আনুমানিক ৩ ঘটিকার সময় আমার একমাত্র খালাতো বোন ( মাকছুদা আক্তার ) মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই দুনিয়ার মায়া ত্যাগ করেছেন,
ওনি শিমুলতলী নয়া পাড়ার মোতাহার হোসেন এর বড়ো মেয়ে ছিলেন,
শিমুলতলী গাজীপুর পরিবহন এর মালিক মনির হোসেন এর বড় বোন,

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

12/08/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

এই আত্নাও আমার এই শরীর টাও আমার, তবুও এতো টা আমার নয় যতটা হয়েছে তোর,তুই যা দিয়েছিস তা যদি কষ্ট ও হয়, তোর থেকে পেয়েছি তো ...
12/08/2025

এই আত্নাও আমার এই শরীর টাও আমার,
তবুও এতো টা আমার নয় যতটা হয়েছে তোর,
তুই যা দিয়েছিস তা যদি কষ্ট ও হয়,
তোর থেকে পেয়েছি তো এটাই পুরষ্কার আমার,

This is also my body to tao me,
Yet it is not me as much as you,
If you are in trouble and what you have given,
I got this award from you,

কেউ আপনাকে ঠকাচ্ছে, ব্যবহার করছে, কেবল নিজের প্রয়োজনেই আপনার কাছে আসছে, এর চেয়েও যন্ত্রণাদায়ক বিষয় হলো, যখন কেউ আপনাকে ঠ...
11/08/2025

কেউ আপনাকে ঠকাচ্ছে, ব্যবহার করছে,
কেবল নিজের প্রয়োজনেই আপনার কাছে আসছে, এর চেয়েও যন্ত্রণাদায়ক বিষয় হলো,
যখন কেউ আপনাকে ঠকাচ্ছে জেনে আপনি তাকে সুযোগ দেন। আপনি জানেন সে বদলাবে না, তবুও মনে মনে বিশ্বাস করেন হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে। জানেন সে বদলাবে না তবুও আশা করেন, একদিন বুঝবে একদিন অনুভব করবে আপনার ভালোবাসা মর্ম।
সে বারবার আপনাকে আঘাত দেয়, অবহেলা করে, তুচ্ছ করে আপনার দেওয়া সময়, মমতা, ভালোবাসাকে।
আর আপনি প্রতিবার নতুন করে ভাবেন এবার বুঝবে! এবার বদলাবে!
সেই বিশ্বাসই আপনাকে ধীরে ধীরে ক্ষয় করে,
গলিয়ে দেয় ভিতরটা।
আপনি জানেন সে আপনাকে গুরুত্ব দেয় না তবুও আপনি নিজেকে প্রবোধ দিতেই থাকেন অপেক্ষা করেন।
এখানেই সবচেয়ে বড় যন্ত্রণাটা লুকিয়ে থাকে;
যখন আপনি নিজের আত্মাকে জেনে-বুঝে ধ্বংস করার যন্ত্রণা দেন।
কারণ মানুষকে দোষ দেওয়া যতটা সহজ নিজের ভালোবাসাকে বারবার প্রমাণ করার ব্যর্থতা মেনে নেওয়া ততটাই কঠিন।
এই একপাক্ষিক মায়া বিশ্বাস আর অপার সহনশীলতা সব মিলিয়ে আপনি এক মোহে আটকে গেছেন,
যার শেষটা নিঃস্ব।
একটাও ফল নেই না ভালোবাসার,না স্বীকৃতির,
শুধু আছে একরাশ শূন্যতা।

নারীদেরকে সবসময় সম্মান করুন তাদের সাথে সব সময় ভালো করে কথা বলুন! সব নারীরা টাকা পয়সা বিলাসিতা চায় না! নারীরা চায়, তাদের ...
10/08/2025

নারীদেরকে সবসময় সম্মান করুন তাদের সাথে সব সময় ভালো করে কথা বলুন!
সব নারীরা টাকা পয়সা বিলাসিতা চায় না!
নারীরা চায়, তাদের চাওয়া একটু সুন্দর ব্যাবহার,
একটু কেয়ার,একটু যত্ন,একটু সময়,একটু মানসিক শান্তি তাকে তাঁর মতো করে বুঝতে পারা!
একটি সম্পর্ক তখনই পূর্ণতা পায় যখন একে অপরকে নিজের মতো করে বুঝতে পারা,একে অপরের মতো যত্ন করা,একে অপরের মতো করে কেয়ার করা,
একে অপরের মনের অনূভুতি গুলো নিজের মতো করে বুঝতে পারা!
সৌন্দর্য মানুষের চেহারায় বা দেহে থাকে না একটা মানুষ দেখতে যেমনই হোক তার আসল সৌন্দর্য
থাকে তার মনে!
আর একটা মন দিয়ে আরেকটি মনকে স্পর্শ করা, একে অপরের মনকে জয় করা,সুখে দুঃখে একে অপরের পাশে মৃত্যুর আগ মূহুর্তে পযন্ত থাকা!
সকল অবস্থায় একে অপরের হাত শক্ত করে ধরা যত সমস্যাই আসুক,যতই ঝগড়া রাগ অভিমান হোক,
কেউ কাউকে ছেড়ে না যাওয়া!
বরং একে অপরের সাথে শান্ত হয়ে,একে অপরের ভুল গুলো সমাধান করা,
একটি সম্পর্কের মূল পাসওয়ার্ড হলো একে অপরের প্রতি অটুট বিশ্বাস!
তাহলেই সেই সম্পর্ক পূর্ণতা পায়!

আমার  মা আর আমার মেয়ে.............. 🖤সবাই এই দুই জন মানুষের জন্য দোয়া করবেন,এরা দুই জন আছে বলেই এখনো আমি বেচে আছি🖤
10/08/2025

আমার মা আর আমার মেয়ে.............. 🖤
সবাই এই দুই জন মানুষের জন্য দোয়া করবেন,
এরা দুই জন আছে বলেই এখনো আমি বেচে আছি🖤

Address

Gazipur
Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Irin Parvin Lata Blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share