Masum Sikder 900

Masum Sikder 900 স্বাগতম আপনাকে। এই পেজে ভালো ভালো ভিডিও দেওয়া হয়ে থাকে, সকল ভিডিও দেখতে পেজ ফলো দিয়ে রাখুন।

28/06/2024

ভালো থাকার অপেক্ষা করতে করতে হয়তো একদিন জীবন' টাই থমকে যাবে ।

16/03/2024

ভিক্ষা কি মাগনা দেন ?
সওয়াব পান না ,সওয়াব না থাকলে
ভিক্ষা যে দিতেন না, তাতো জানি !🫢
একজন ভিক্ষুকের উক্তি 😑

জাতীয় বীমা দিবস ২০২৪বীমা দিবসের রাতেই বেইলিরোডে অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনায় ঝড়ে গেলো ৪৫ টি প্রাণ।  কেউ কি জানত আজ আগুন লাগবে।...
01/03/2024

জাতীয় বীমা দিবস ২০২৪

বীমা দিবসের রাতেই বেইলিরোডে অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনায় ঝড়ে গেলো ৪৫ টি প্রাণ। কেউ কি জানত আজ আগুন লাগবে। যখনই কোন বীমা কর্মী বীমা করার প্রস্তাব দেয় তখনই কিছু না জেনে বুঝে বলে দেয় আমার কোন ঝুঁকি নেই, আমি এখন ঠিক আছি। আর কিছু হুজুগে বাঙালী আছেন যারা বলে এসব ভুয়া, তারা কি আজ নিহত ৪৫ জনের পরিবারের পাশে ১০টাকার সাহায্য নিয়ে পাশে দাঁড়াবে?

নিজের এবং পরিবারের জন্য বীমা করে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করুন আর অনাকাঙ্ক্ষিত ঝুঁকি থেকে মুক্ত থাকুন।

Sonali Life Insurance Limited

গ্রস প্রিমিয়াম আয়ে সোনালী লাইফের ৩২% প্রবৃদ্ধিনিজস্ব প্রতিবেদকচতুর্থ প্রজন্মের বীমা প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স ...
01/03/2024

গ্রস প্রিমিয়াম আয়ে সোনালী লাইফের ৩২% প্রবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক

চতুর্থ প্রজন্মের বীমা প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত বছরের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ফেব্রুয়ারিতে সব সূচকেই এগিয়ে রয়েছে। এ বছরের ফেব্রুয়ারিতে কোম্পানিটির গ্রস প্রিমিয়াম আয়সহ বীমা দাবি পরিশোধেও প্রবৃদ্ধি হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কোম্পানিটির গ্রস প্রিমিয়াম আয় হয়েছে ৬৩ কোটি ২৬ লাখ ২৬ হাজার ৯৪৪ টাকা। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে গ্রস প্রিমিয়াম আয় হয়েছিলো ৪৭ কোটি ৮৫ লাখ ৩৩ হাজার ৮৮৯ টাকা। সেই হিসেবে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে গ্রস প্রিমিয়াম আয় বেড়েছে ১৫ কোটি ৪০ লাখ ৯৩ হাজার ৫৫ টাকা। অর্থাৎ গ্রস প্রিমিয়ামে কোম্পানিটির প্রবৃদ্ধি হয়েছে ৩২ শতাংশ। এই হিসাব ২৯ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত। কোম্পানি সংশ্লিষ্টরা জানিয়েছেন প্রিমিয়াম আরও যোগ হবে।

শুধু যে গ্রস প্রিমিয়াম আয়ই বেড়েছে তা নয়, ২০২৩ সালের ফেব্রুয়ারির তুলনায় ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সোনালী লাইফের ফুল ম্যাচিউরিটি ও পার্ট ম্যাচিউরিটি প্রদান, মৃত্যু বীমা দাবিসহ সকল দাবি পরিশোধের হারও বেড়েছে।

কোম্পানির দেওয়া তথ্যমতে, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে কোম্পানিটি ৬৩৬টি পার্ট ম্যাচিউরিটি বাবদ এক কোটি ৯৮ লাখ ৩৯ হাজার ৩৮১ টাকা পরিশোধ করেছে। আর চলতি বছরের ফেব্রুয়ারিতে এক হাজার ৭৫টি পার্ট ম্যাচিউরিটি বাবদ পরিশোধ করেছে ৩ কোটি ৫ লাখ ৮০ হাজার ৪৬১ টাকা। অর্থাৎ গত বছরের ফেব্রুয়ারির তুলনায় এ বছরের ফেব্রুয়ারিতে বেশি পরিশোধ করেছে এক কোটি ৭ লাখ ৪১ হাজার ৮০ টাকা বা ৫৪ শতাংশ বেড়েছে।

গত বছরের ফেব্রুয়ারিতে কোম্পানিটি ১৬১টি ফুল ম্যাচিউরিটি বাবদ পরিশোধ করেছে এক কোটি ৬৯ লাখ ৪০ হাজার ৩৪০ টাকা। আর চলতি বছরের ফেব্রুয়ারিতে ৪৪১টি ফুল ম্যাচিউরিটি বাবদ পরিশোধ করেছে ১৪ কোটি ৫০ লাখ ৮০ হাজার ৩৭০ টাকা। অর্থাৎ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বেশি পরিশোধ করেছে ১২ কোটি ৮১ লাখ ৪০ হাজার ৩০ টাকা বা ৭৫৬ শতাংশ।

আগের বছরের ফেব্রুয়ারিতে কোম্পানিটি ২৪টি মৃত্যু বীমা দাবি বাবদ দিয়েছে ৪৫ লাখ ১৯ হাজার ২৩ টাকা। এ বছরের ফেব্রুয়ারিতে
৪৪টি মৃত্যু বীমা দাবি বাবদ দিয়েছে ৫৫ লাখ ৪৮ হাজার ১০০ টাকা। অর্থাৎ বেশি পরিশোধ করেছে ১০ লাখ ২৯ হাজার ৭৭ টাকা।

১৯টি সহযোগী বীমা বাবদ গত বছরের ফেব্রুয়ারিতে সোনালী লাইফ পরিশোধ করেছে ২ লাখ ২৮ হাজার ২৪৪ টাকা। এ বছরের ফেব্রুয়ারিতে ২৬টি সহযোগী বীমা দাবির বিপরীতে পরিশোধ করেছে ৩ লাখ ৬০ হাজার ৯৫৯ টাকা। অর্থাৎ এ বছর বেশি পরিশোধ করেছে এক লাখ ৩২ হাজার ৭১৫ টাকা।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে ২০টি গ্রুপ সহযোগী বীমা বাবদ পরিশোধ করেছে ৪ লাখ ২৯ হাজার ২৯৬ টাকা। চলতি বছরের ফেব্রুয়ারিতে ৮টি গ্রুপ সহযোগী বীমা বাবদ পরিশোধ করেছে ৪ লাখ ৫৪ হাজার ৪৩৮ টাকা। অর্থাৎ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বেশি পরিশোধ করেছে ২৫ হাজার ১৪২ টাকা।

শুধু তাই নয়, চলতি বছরের ফেব্রুয়ারিতে সোনালী লাইফে ১৬ হাজারের বেশি নতুন পলিসি বিক্রি হয়েছে। এ মাসে নতুন নিয়োগ হয়েছে এক হাজার আটশোর বেশি কর্মী।

যুগের সাথে তাল মিলিয়ে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আর্থিক সুরক্ষা ও ভবিষ্যতের আর্থিক ...
01/03/2024

যুগের সাথে তাল মিলিয়ে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আর্থিক সুরক্ষা ও ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিতে জীবন বীমা পালন করতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা।

২০২০ সালের ১ মার্চ থেকে জাতীয়ভাবে পালিত হচ্ছে বীমা দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- 'করবো বীমা, গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ'।

জাতীয় বীমা দিবসে আমাদের প্রতিজ্ঞা হোক- পরিবার ও প্রিয়জনদের জীবন বীমার সুরক্ষায় সুরক্ষিত করবো ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবো।
স্মার্ট বাংলাদেশের লক্ষ্য পূরণে জীবন বীমার আর্থিক সুরক্ষা ও নিশ্চয়তা নিয়ে পাশে আছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স।

সকলকে বীমা দিবসের শুভেচ্ছা।

আগামীকাল পহেলা মার্চ। জাতীয় বীমা দিবস! বীমা দিবসের অঙ্গিকার বীমা হোক সবার
29/02/2024

আগামীকাল পহেলা মার্চ। জাতীয় বীমা দিবস!
বীমা দিবসের অঙ্গিকার বীমা হোক সবার

29/02/2024

আজ ২৯ ফেব্রুয়ারিতে যাদের জন্ম হয়েছে বা হবে,
তারা আগামী বছর কয় তারিখে জন্মদিন পালন করবে!🙃😁

Alhamdulillah Sonali Is the Best Costemer Service & Best PlatformSonali Life Insurance Company Limited  #সোনালী  #জীবন ...
28/02/2024

Alhamdulillah Sonali Is the Best Costemer Service & Best Platform
Sonali Life Insurance Company Limited
#সোনালী #জীবন #সুখের #জিবন
💁‍♂️"সোনালী লাইফের" পরিচালক জনাব শেখ মোহাম্মদ ড্যানিয়েল স্যারের একটি লেখা প্রকাশিত হয়েছে দৈনিক খবরের কাগজে।
যা বীমা সেক্টরের মধ্যে অন্যরকম এক অগ্রগতি বয়ে আনবে!🥰

আপনার নামে যদি ইন্স্যুরেন্স না থাকে। পর্যাপ্ত টাকা হাতে আসলে ইন্স্যুরেন্স করবেন ভাবছেন।আপনাকে বলছি,এই মূহুর্তে যদি আপনার...
23/02/2024

আপনার নামে যদি ইন্স্যুরেন্স না থাকে। পর্যাপ্ত টাকা হাতে আসলে ইন্স্যুরেন্স করবেন ভাবছেন।

আপনাকে বলছি,
এই মূহুর্তে যদি আপনার কাছে মাত্র ১,০০০৳ থাকে তাহলে ঐ টাকা দিয়ে একটা ইন্স্যুরেন্স পলিসি করুন, আল্লাহ না করুক আজকেই যদি আপনার জীবনের শেষ দিন হয়ে থাকে তাহলে আপনার পরিবার এর জন্য ঐ ১,০০০ টাকাই ১০০০০০ অথবা ১,৫০,০০০ টাকা হয়ে ফিরে আসবে এবং তাদের চরম বিপদের মূহুর্তে কিছুটা সহায়ক হবে।

এটা একটা উদাহরণ মাত্র।
ইন্স্যুরেন্স পলিসির মতো সহজ ও সস্তা নিরাপত্তা ব্যবস্থা পৃথিবীর কোথাও নেই।আপনি পরিবারের জন্য প্রতিমাসে কতটাকা ব্যয় করেন এটার উপর ভিত্তি করে ইন্স্যুরেন্স পলিসি নিলে আপনার অবর্তমানেও আপনার পরিবার আর্থিকভাবে সুরক্ষিত থাকবে, যেভাবে এখন আপনি রেখেছেন।

👉 আপনার আয় ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে একটি উপযুক্ত ইন্স্যুরেন্স প্লান করতে একজন অভিজ্ঞ ইন্স্যুরেন্স এডভাইজার এর পরামর্শ নিন।

পরিবারের একমাত্র উপার্জনের ব্যাক্তি যখন অনুপস্থিত জীবন বীমা তখন প্রিয়জনদের আর্থিক ভাবে সুরক্ষিত রাখে।

১ মার্চ জাতীয় বীমা দিবস ২০২৪ উদযাপন ""করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ""
20/02/2024

১ মার্চ জাতীয় বীমা দিবস ২০২৪ উদযাপন
""করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ""

আলহামদুলিল্লাহ সোনালী ৯০% ক্লেম দিচ্ছে বেশীরভাগ ৩ দিনেই।যেখানে আমরা বলে থাকি ৭ দিন সকল ক্লেম দেওয়া হয়ে,, আর ম্যাচুরিটি  ...
04/02/2024

আলহামদুলিল্লাহ সোনালী ৯০% ক্লেম দিচ্ছে বেশীরভাগ ৩ দিনেই।
যেখানে আমরা বলে থাকি ৭ দিন সকল ক্লেম দেওয়া হয়ে,,
আর ম্যাচুরিটি তো ডিউ ডেট মানে ০দিন।
এস বি ১ দিনে শুক্রিয়া,, সোনালীর প্রতি।
সারা বাংলাদেশে ৮ লাখ এর কোন গ্রাহকের কোন কপ্লেইন ছাড়া ব্যবসা করে যাচ্ছে এক মাত্র সোনালী।
তাই সোনালীর তুলনা একমাত্র সোনালী।
জানুয়ারী ব্যবসা (গ্রথ) ৬৯+ কোটি।
***ডিফেন্স মুড শেষ
একশন মুভি ***

03/02/2024

২০২৪ সালের বীমা দিবসের প্রতিপাদ্য হলো
"করবো বীমা, গড়বো দেশ,
স্মার্ট হবে বাংলাদেশ "

Address

Gazipur Dhaka
Gazipur
1751

Website

Alerts

Be the first to know and let us send you an email when Masum Sikder 900 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Masum Sikder 900:

Share