14/03/2025
দাদাবাবুরা হঠাৎ ৪৮ ঘন্টার মধ্যে এত উত্তেজিত হবার কারণসমূহ:
🟣 জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস (৯তম) চার দিনের সফরে বাংলাদেশে আসছেন আগামীকাল।
🟣 ১ লক্ষ রোহিঙ্গার সাথে প্রধান উপদেষ্টা Dr. Yunus & আন্তোনিও গুতেরেস ইফতার মাহফিলে যোগ দিয়ে আবারো রোহিঙ্গা সমস্যাকে বিশ্ব মঞ্চে তুলে ধরা হবে। এরপরেই চীন সফর।
🟣 If all goes according to plan, Yunus will visit China on March 26. He is scheduled to meet Chinese President Xi Jinping on March 28.
🟣 চীনের সাথে অন্তত ৮ টি দ্বিপাক্ষিক চুক্তির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে
"Beijing has transferred technology to Bangladesh Ordnance Factories and Bangladesh Machine Tools Factory Ltd for small and medium-sized weapons such as rifles, rocket launchers, manpads, light utility vehicles, etc, which helps to achieve the goal of building a domestic defence industrial base"
🟣 আরাকান আর্মির সাথে বিভিন্ন লেয়ারে যোগাযোগ করেছে বাংলাদেশ।
🟣 রোহিঙ্গা সমস্যা হাতে নিয়েছে প্রধান উপদেষ্টার রহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ (উপদেষ্টার পদমর্যাদা) যিনি অত্যন্ত দক্ষ একজন মানুষ। আমেরিকার নাগরিকত্ব পাওয়ার সুযোগ পেয়েও তিনি নেয়নি।
🟣 স্টারলিংক এর ৮ টি স্টেশন বাংলাদেশে স্থাপন হবে। ইতোমধ্যে আনুষ্ঠানিক সাক্ষর হয়ে গেছে।
🟣 সমুদ্র বাণিজ্যে বাংলাদেশ পূর্বের যেকোনো সময়ের চেয়ে বেশি লাভে ব্যবসা করতেছে।
🟣 ইউরোপের বেশ কিছু দেশের দূতাবাস বাংলাদেশ বা ভারতের বাইরে স্থান্তরের সিদ্ধান্ত নিয়ছে।
🟣 Bangladesh Receives $26.9B in Remittance in 2024 | Remittance hit all-time high in 2024. (02 January ,2025; The Daily Star]