The Way Of Allah

The Way Of Allah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The Way Of Allah, Video Creator, Polash Housing, Gazipur.

"কুরআন, হাদীস ও নির্ভরযোগ্য উৎসভিত্তিক ইসলামিক জ্ঞান, আমল, দোয়া, শিশুদের গল্প, আরবি শিক্ষা ও নৈতিক শিক্ষা একসাথে। সত্য ও শান্তির পথে চলুন, ইসলাম জানুন ও জানান। প্রতিদিনের পথপ্রদর্শক আপনার হাতের মুঠোয়!"

25/07/2025

পথ যতই কঠিন হোক না কেন হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যেতে হবে সামনের দিকে |

20/07/2025

"হে আল্লাহ, আমাদেরকে ক্ষমা করুন |"
#দোয়া

15/07/2025

জানেন কি সূরা আর রহমানে আল্লাহ আকাশ নিয়ে কি বলেছেন?
وَا لسَّمَآءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِيْزَا نَ
ওয়াছ ছামাআ রাফা‘আহা-ওয়া ওয়াদা‘আল মীঝা-ন।
"তিনি আকাশকে করেছেন সমুন্নত, আর স্থাপন করেছেন (ন্যায়ের) মানদন্ড,"
📖সূরা আর রহমান(৫৫:৭)

14/07/2025

Surah Ar-Rahman(55:6) আল্লাহ বলেন গাছ ও আল্লাহকে সিজদা করে|
একবার ভাবুন আল্লাহর সন্তুষ্টির জন্য গাছ আল্লাহকে সেজদা করে, আল্লাহর জিকির করে| কিন্তু আমরা কি আল্লাহকে যথাযথ মর্যাদা দিচ্ছি?

11/07/2025

সূরা আর রহমান এর এই আয়াতটি নিয়ে কি কখনো ভেবেছেন?
কিভাবে আল্লাহ সৌরজগৎ সৃষ্টি করেছেন?
আল্লাহর সৃষ্টি নিয়ে কল্পনা করলে শুধু বলতে মন চায় আল্লাহু আকবার ,সুবহানাল্লাহ ,আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ

10/07/2025

সূরা আর রহমানের এই আয়াতগুলো পড়লে আশ্চর্য লাগে| দেখুন আল্লাহ পৃথিবীতে দুই ধরনের সমুদ্র সৃষ্টি করেছেন মিঠা পানি ও লবণাক্ত পানি| দুইটি একই সাথে প্রবাহিত হচ্ছে কিন্তু একটি আরেকটি সাথে মিশেনা | (সুবহানাল্লাহ)
مَرَجَ الْبَحْرَيْنِ يَلْتَقِيَانِ – بَيْنَهُمَا بَرْزَخٌ لَا يَبْغِيَانِ
তিনি দুইটি সমুদ্র প্রবাহিত করেছেন, যা পরস্পরের সাথে মিলিত হচ্ছে।তাদের মাঝখানে একটি অন্তরায় রয়েছে, তারা সে সীমা অতিক্রম করে না।
#সূরাআররহমান #সূরা_আর_রহমান
(Surah Ar-Rahman, Ayah 19–20)

09/07/2025

অনেকেই জানেনা এই সানা দোয়াটি বুখারী মুসলিমে আছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু (স)পড়তেন! এই দোয়ার অর্থটা এত সুন্দর আমার খুব ভালো লাগে| আপনাদের কেমন লাগে জানাবেন?
সানা দোয়া মূলত ১টি নয় ৩টি সহি হাদিস বর্ণিত আছে, নিচের দোয়াটি বুখারী মুসলিমে আছে
> اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ،
اللَّهُمَّ نَقِّنِي مِنْ خَطَايَايَ كَمَا يُنَقَّى الثَّوْبُ الأَبْيَضُ مِنَ الدَّنَسِ،
اللَّهُمَّ اغْسِلْنِي مِنْ خَطَايَايَ بِالثَّلْجِ وَالْمَاءِ وَالْبَرَدِ
বাংলা অর্থ:
হে আল্লাহ! আপনি পূর্ব ও পশ্চিমের মধ্যকার ব্যবধানের মতো আমার ও আমার পাপের মাঝে দূরত্ব সৃষ্টি করে দিন।
হে আল্লাহ! আমাকে আমার পাপসমূহ থেকে এমনভাবে পবিত্র করে দিন, যেভাবে সাদা কাপড় ময়লা থেকে পরিষ্কার করা হয়।
হে আল্লাহ! আমাকে আমার পাপসমূহ থেকে ধুয়ে দিন বরফ, পানি এবং শিলাবৃষ্টি দ্বারা।
(বুখারী, মুসলিম)

05/07/2025

🔥মজা করে মিথ্যে বলা থেকে সাবধান:
আবু হুরাইরা (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:"যে ব্যক্তি এমন কথা বলে—যেটা মিথ্যা, মানুষকে হাসানোর জন্য—সে দুর্ভোগের সম্মুখীন হবে। দুর্ভোগ তার জন্য! দুর্ভোগ তার জন্য!"
📚 (সুনান আবু দাউদ: ৪৯৯০, সহীহ)

28/06/2025
Daily Quran পেইজটি চেক করুন| কাজে লাগবে ইনশাল্লাহ|
17/06/2025

Daily Quran পেইজটি চেক করুন| কাজে লাগবে ইনশাল্লাহ|

"শয়তানের ফাঁদ" সিরিজ (৮/১০)
৮. ভালো বন্ধুদের থেকে দূরে রাখা
🕳️শয়তান চায় তুমি যেন ভালো, দ্বীনদার, সচেতন বন্ধুদের ছেড়ে দাও।
সে চায়, তুমি এমন বন্ধুদের সাথে থাকো যারা মজা আর গাফিলতিতে ডুবিয়ে রাখে!
📖 আল্লাহ বলেন:
“আল্লাহকে ভয় করো এবং সচ্চরিত্রদের সঙ্গী হও।”
— [সূরা তাওবা: ১১৯]
📖আল্লাহ বলেন:
“হায়! আমি যদি অমুককে বন্ধু না বানাতাম। সে তো আমার কাছে উপদেশ আসার পরও আমাকে পথভ্রষ্ট করে দিয়েছে।”
— [সূরা আল-ফুরকান: ২৮-২৯]
📌 বন্ধু নির্বাচনে সতর্ক হোন
ভালো বন্ধু আপনাকে জান্নাতের পথ দেখাবে 🌈
খারাপ বন্ধু আপনাকে জাহান্নামের পথ দেখাবে 🔥
#শয়তানের_ফাঁদ #ভালো_বন্ধু #সঙ্গীর_গুরুত্ব

জানেন কি শয়তান ছোট্ট গুনাহ থেকে বড় গুনাহর দিকে কিভাবে নিয়ে যায়? জানতে হলে আমাদের সাথে থাকুন
12/06/2025

জানেন কি শয়তান ছোট্ট গুনাহ থেকে বড় গুনাহর দিকে কিভাবে নিয়ে যায়? জানতে হলে আমাদের সাথে থাকুন

"শয়তানের ফাঁদ" সিরিজ (২/১০)
২: ছোট গুনাহ দিয়ে বড় গুনাহের দিকে নিয়ে যায়
📑হাদীস:
عَنْ جَابِرٍ قَالَ أن النَّبِىَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الشَّيْطَانَ قَدْ أَيِسَ أَنْ يَعْبُدَهُ الْمُصَلُّونَ فِى جَزِيرَةِ الْعَرَبِ وَلَكِنْ فِى التَّحْرِيشِ بَيْنَهُمْ
জাবের (রাঃ) কর্তৃক বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই শয়তান আরব উপদ্বীপে নামাজি লোকদের দ্বারা তার উপাসনা করানোর আশা ছেড়ে দিয়েছে। তবে সে তাদের মধ্যে ফিতনা, বিবাদ এবং শত্রুতা সৃষ্টি করতে এখনো সচেষ্ট থাকে।
🌿(সহীহ মুসলিম-২৮১২)
📢
শয়তান কখনোই সরাসরি বড় গুনাহে টানে না। আগে ছোট ছোট অবহেলা শেখায়—পরে সেগুলিই বড় গুনাহে রূপ নেয়।
🕳️ ছোট গুনাহকে হালকা মনে করবেন না! এটাই শয়তানের ফাঁদে পড়ার শুরু।
#শয়তানের_ধোঁকা #গুনাহ

Address

Polash Housing
Gazipur
PTC-1349

Alerts

Be the first to know and let us send you an email when The Way Of Allah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category