Saif Tech Tips

Saif Tech Tips টেকনোলজি রিলেটেড যেকোনো ভিডিও তথ্য ও খবরা খবর পেতে চোখ রাখুন।

গুগলের $32 বিলিয়ন ডলারের ডিলটা এবার বড় বাধা পার করেছে।তারা যে Wiz নামে একটি ক্লাউড সিকিউরিটি কোম্পানি কিনছে –সেই ডিলটি...
06/11/2025

গুগলের $32 বিলিয়ন ডলারের ডিলটা এবার বড় বাধা পার করেছে।

তারা যে Wiz নামে একটি ক্লাউড সিকিউরিটি কোম্পানি কিনছে –
সেই ডিলটিকে U.S. Department of Justice আর কোনো সমস্যা দেখেনি।

মানে — ডিলটা এখন আরও এক ধাপ এগিয়ে গেল।
আগে গুগল $23B অফার করেছিল, কিন্তু Wiz রাজি হয়নি।
পরে আবার কথা শুরু হয় এবং শেষ পর্যন্ত $32B-এ চুক্তি ঠিক হয়।

Wiz মূলত বড় কোম্পানিগুলোর ক্লাউড সিকিউরিটি দেখাশোনা করে।
তাই এটা গুগলের জন্য একটা স্ট্র্যাটেজিক পাওয়ার-আপ

কারণ Microsoft আর Amazon এর সাথে ক্লাউড মার্কেটে প্রতিযোগিতা খুবই তীব্র।
এখন কিছু আন্তর্জাতিক অনুমোদন বাকি —
সব ঠিকঠাক হলে ২০২৬ এর শুরুতে ডিলটা পুরোপুরি সম্পন্ন হবে।

আমাজন এবার Perplexity-কে কঠিনভাবে বলে দিয়েছে —তাদের Comet AI শপিং ফিচার থেকে Amazon কে সরিয়ে দিতে।কারণ?আমাজনের ভাষায়, ...
05/11/2025

আমাজন এবার Perplexity-কে কঠিনভাবে বলে দিয়েছে —
তাদের Comet AI শপিং ফিচার থেকে Amazon কে সরিয়ে দিতে।

কারণ?
আমাজনের ভাষায়, Perplexity-এর AI দিয়ে শপিং করলে গ্রাহকরা খুব খারাপ শপিং অভিজ্ঞতা পাচ্ছে।

পণ্য সাজেশন, দাম, ডেলিভারি — সবকিছুতেই গোলমাল হচ্ছে।

সোজা কথা —
AI যদি ঠিকমতো না বোঝে, তাহলে শপিং অভিজ্ঞতা আরও খারাপ হতে পারে।

এখন চোখ রাখা লাগবে —
Perplexity কি Amazon ছাড়া তাদের শপিং AI আরো ভালো করতে পারে,
না কি এই সিদ্ধান্ত তাদের বড় ক্ষতি ডেকে আনবে।

বাংলাদেশে বেশ কিছু ব্যাংক বছরের পর বছর লস করছে।কিন্তু তবুও সেই ব্যাংকগুলো কর্মচারীদের বোনাস দিচ্ছে।এটা দেখে আইএমএফ সরাসর...
04/11/2025

বাংলাদেশে বেশ কিছু ব্যাংক বছরের পর বছর লস করছে।
কিন্তু তবুও সেই ব্যাংকগুলো কর্মচারীদের বোনাস দিচ্ছে।

এটা দেখে আইএমএফ সরাসরি প্রশ্ন করেছে —
লস হলে বোনাস আসে কোথা থেকে?
এবং কেন?

সত্যি বলতে, প্রশ্নটা একদম যৌক্তিক।
ব্যাংক যদি লাভই না করে, তাহলে বোনাস দেওয়ার উদ্দেশ্য কী?

এটা কি সত্যিই কর্মীদের জন্য, নাকি অন্য কোনো ব্যবস্থাপনা খেলা?

এই জায়গায় ট্রান্সপারেন্সি দরকার — না হলে ক্রাইসিস চেপে রাখলেও সমস্যা থেকেই যাবে।

কখনও ভেবেছেন, শুধু “ধন্যবাদ” লেখার আইডিয়া দিয়ে কেউ বছরে $100,000 (বাংলাদেশী টাকায় প্রায় ১ কোটি টাকা) আয় করতে পারে?Heidi...
04/11/2025

কখনও ভেবেছেন, শুধু “ধন্যবাদ” লেখার আইডিয়া দিয়ে কেউ বছরে $100,000 (বাংলাদেশী টাকায় প্রায় ১ কোটি টাকা) আয় করতে পারে?

Heidi Bender ঠিক সেটাই করেছে।
তিনি ২২ বছর ডেটা ম্যানেজমেন্ট কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন।
২০১৪ সালে তিনি Tons of Thanks নামে একটি ব্লগ চালু করেন —
যেখানে তিনি শুধু মানুষকে শেখান কীভাবে সুন্দরভাবে Thank You বার্তা লেখা যায়।

শুরুতে ট্রাফিক প্রায় শূন্য।
নিজের কথায় – “শুধু আমার মা পড়তো।”
অ্যাফিলিয়েট মার্কেটিং করলেন → কাজ হল না।
গুগল অ্যাডসেন্স লাগালেন → মাসে $50-ও আসতো না অনেক সময়।

তারপর তিনি Pinterest মার্কেটিং শুরু করলেন।
ওখান থেকেই ব্লগে ১ লক্ষ+ মাসিক ভিজিট আসা শুরু হয়।

ফলাফল?
তিনি AdThrive নামের প্রিমিয়াম অ্যাড নেটওয়ার্কে যোগ দিতে পারলেন, যেখানে অ্যাড রেট অনেক বেশি।
২০২১ সালে তিনি পুরোদমে চাকরি ছাড়লেন।
এখন ব্লগ থেকেই মাসে $8k-$9k আয় করেন।
মানে?
একটা ছোট একটাই ব্লগ, শুধু ধন্যবাদ বার্তা লেখানো শেখানো, আর সেখান থেকেই লাখ লাখ টাকা আয়।
শেখার মতো ব্যাপার:

✅ ছোট নিসও বড় আয়ের পথ হতে পারে
✅ লাগাতার লেখা → ফল আসে
✅ Pinterest ট্রাফিক এখনো কাজ করে

বাংলাদেশে ডিজিটাল ব্যাংক এবার সত্যি সত্যিই আসছে। 💳⚡এখন পর্যন্ত ১২টি কোম্পানি ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদন করেছ...
04/11/2025

বাংলাদেশে ডিজিটাল ব্যাংক এবার সত্যি সত্যিই আসছে। 💳⚡

এখন পর্যন্ত ১২টি কোম্পানি ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদন করেছে।

কাকে লাইসেন্স দেওয়া হবে তা এখনো ফাইনাল হয়নি — কিন্তু একটা জিনিস নিশ্চিত…
খুব শীঘ্রই আমরা বাংলাদেশে প্রথম অফিশিয়াল ডিজিটাল ব্যাংক পেতে যাচ্ছি।

এর মানে?
👉 ব্যাংকিং হবে পুরোপুরি মোবাইল ভিত্তিক
👉 অ্যাকাউন্ট খুলতে শাখায় যাওয়ার দরকার নেই
👉 টাকা পাঠানো, লোন, সেভিং — সব হবে অ্যাপে
বাংলাদেশের ফিনটেক সেক্টরের জন্য এটা বড় পরিবর্তনের শুরু।

Google এখন তাদের স্মার্ট হোম ডিভাইসে পুরনো Google Assistant-এর জায়গায় নিয়ে আসছে Gemini for Home। এটা এখন যুক্তরাষ্ট্রে E...
31/10/2025

Google এখন তাদের স্মার্ট হোম ডিভাইসে পুরনো Google Assistant-এর জায়গায় নিয়ে আসছে Gemini for Home। এটা এখন যুক্তরাষ্ট্রে Early Access হিসেবে ইউজাররা ট্রাই করতে পারবে।

মানে কী?
এখন Nest ডিভাইসগুলো আরও স্মার্ট কনটেক্সট-অওয়্যার কমান্ড বুঝতে পারবে — যেমন ঘরের আলো, দরজা, ক্যামেরা, থার্মোস্ট্যাট… সব কিছু একসাথে আরও প্রাকৃতিকভাবে কন্ট্রোল করা যাবে।

তবে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার —
একবার Gemini চালু করলে আবার Google Assistant-এ ফিরে যাওয়া যাবে না।

এছাড়া কিছু অ্যাডভান্সড ফিচার ব্যবহার করতে হলে Google Home Premium নিতে হবে।

এটা স্পষ্ট — Google পুরো ইকোসিস্টেমকে এক ছাদের নিচে আনতে চাইছে, মানে ফিউচারে স্মার্ট হোম = Gemini-ভিত্তিক ইন্টারঅ্যাকশন।

30/10/2025

আজকে AI দুনিয়ায় কিছু বড় খবর এসেছে।

Extropic বলছে তাদের নতুন চিপ AI চালাতে অনেক কম এনার্জি লাগাবে — মানে ভবিষ্যতে AI আরও সস্তা আর ফাস্ট হতে পারে।

এদিকে Cursor তাদের নতুন 2.0 ভার্সন রিলিজ দিয়েছে — যেখানে এখন কোড লেখা আরও স্মার্ট, আর একসাথে একাধিক AI এজেন্টকে ব্যবহার করে আপনি সরাসরি অ্যাপ বানাতে পারবেন!

অন্যদিকে, Character AI বাচ্চাদের সেফ রাখতে কিছু কনভার্সেশন ব্লক করতে শুরু করেছে।

সব মিলিয়ে — নতুন টুল, নতুন ফিচার, আর AI দুনিয়া আবার গরম 🔥

💼 অ্যামাজনে আবারও বড় ছাঁটাই!অ্যামাজন ঘোষণা দিয়েছে তারা আরও ১৪,০০০ কর্মীকে ছাঁটাই করবে।কোম্পানিটি বলছে, এটা তাদের খরচ কমা...
29/10/2025

💼 অ্যামাজনে আবারও বড় ছাঁটাই!

অ্যামাজন ঘোষণা দিয়েছে তারা আরও ১৪,০০০ কর্মীকে ছাঁটাই করবে।

কোম্পানিটি বলছে, এটা তাদের খরচ কমানো এবং ব্যবসা পুনর্গঠনের অংশ।

বিশ্বব্যাপী টেক সেক্টরে ছাঁটাইয়ের এই ধারা যেন থামছেই না! 😞

🎨 অ্যাডোবি নিয়ে এলো নতুন AI অ্যাসিস্ট্যান্ট!এবার থেকে Adobe Express আর Photoshop-এ থাকবে স্মার্ট AI সহকারী, যেটা তোমাকে ...
29/10/2025

🎨 অ্যাডোবি নিয়ে এলো নতুন AI অ্যাসিস্ট্যান্ট!

এবার থেকে Adobe Express আর Photoshop-এ থাকবে স্মার্ট AI সহকারী, যেটা তোমাকে ছবি এডিট, ডিজাইন, এমনকি কনটেন্ট তৈরি করতেও সাহায্য করবে আরও দ্রুত ও সহজভাবে।

এটা ডিজাইনার আর ক্রিয়েটরদের জন্য দারুণ একটা আপডেট! 💡

OpenAI এবার বড় ঘোষণা দিয়েছে! 🇮🇳ভারতের ইউজাররা এখন ChatGPT Go প্ল্যান এক বছর ফ্রি ব্যবহার করতে পারবে 🎉৪ নভেম্বর থেকে সীমি...
29/10/2025

OpenAI এবার বড় ঘোষণা দিয়েছে! 🇮🇳

ভারতের ইউজাররা এখন ChatGPT Go প্ল্যান এক বছর ফ্রি ব্যবহার করতে পারবে 🎉

৪ নভেম্বর থেকে সীমিত সময়ের এই অফার শুরু হচ্ছে — যারা সাইন আপ করবে, তারা পুরো এক বছর বিনামূল্যে GPT ব্যবহার করতে পারবে!

Apple Maps এখন বিজ্ঞাপন দেখানোর ফিচার আনছে 🚗📍মানে, ব্যবসাগুলো এখন তাদের দোকান বা সার্ভিস Apple Maps-এ প্রমোট করতে পারবে,...
27/10/2025

Apple Maps এখন বিজ্ঞাপন দেখানোর ফিচার আনছে 🚗📍

মানে, ব্যবসাগুলো এখন তাদের দোকান বা সার্ভিস Apple Maps-এ প্রমোট করতে পারবে, ঠিক যেমন Google Maps-এ করা যায়।

যাদের ক্লায়েন্ট আছে—তাদের জন্য এটা দারুণ সুযোগ, কারণ লোকাল মার্কেটিং আরও সহজ হবে। 💼📱

এখন থেকে Instagram ব্যবহারকারীরা Meta AI-এর নতুন এডিটিং টুল দিয়ে তাদের স্টোরি সাজাতে ও সম্পাদনা করতে পারবে।মানে, ছবি বা...
24/10/2025

এখন থেকে Instagram ব্যবহারকারীরা Meta AI-এর নতুন এডিটিং টুল দিয়ে তাদের স্টোরি সাজাতে ও সম্পাদনা করতে পারবে।

মানে, ছবি বা ভিডিওতে এআই দিয়ে স্টাইল, ব্যাকগ্রাউন্ড, এমনকি ইফেক্টও যোগ করা যাবে—একদম সহজে! 🎨🤖

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Saif Tech Tips posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share