NiKi

NiKi Welcome

ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে 😅ছবি : সংগৃহীত
15/01/2024

ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে 😅
ছবি : সংগৃহীত

18/12/2023

Only cat lover can understand 💔

১৫১ নাটক, ওয়েব, সিনেমার নাম দিয়ে ভক্তের খোলা চিঠি অভিনেতা আফরান নিশোর কাছে-"মাই ডিয়ার দাদাভাই" আফরান নিশো"আমার লিখা তোমা...
15/12/2023

১৫১ নাটক, ওয়েব, সিনেমার নাম দিয়ে ভক্তের খোলা চিঠি অভিনেতা আফরান নিশোর কাছে-

"মাই ডিয়ার দাদাভাই" আফরান নিশো

"আমার লিখা তোমার কাছে প্রথম চিঠি" তে "সাদা কাগজে সাজানো অনুভূতি" গুলো "দি প্রেসে" ছাপিয়ে "নীল চিরকুট"এ বাধিয়ে "সিদ্ধান্ত" নিলাম "উপহার" হিসেবে "পতঙ্গ" এর মাধ্যমে পাঠিয়ে দিব। "ডিয়ার বাংলাদেশ" এর "এই শহরে" আমার মতো "মধ্যবিত্ত" পরিবারের "সহজ সরল ছেলেটা"র "আপন" কোনো ভাই নেই তাই তোমাকে " ভাইয়া" বলে ডেকে "বুকের বাঁ পাশে" "100 out of 100" বসিয়েছি তোমার "মহব্বত" এর "ট্রাম্প কার্ড" আর হয়েছি "মাজনু" যা "যোগ বিয়োগ" করে "তৃতীয়জন"কে বুঝানো যাবে না এই "মায়ার বাঁধন" কেমন টানছে আমায়। "মিস শিউলি"র কাছে তোমার " একটি অপ্রাতিষ্ঠানিক শিক্ষা সফর " নাটকের প্রশংসা শুনে দেখতে বসে যাই "নয়না" সুন্দরী ও "গজদন্তিনী" কে সাথে নিয়ে এটাই "শেষ দেখা" নয় তারপর আবার তোমার "গুলবাহার", "ফুলমতি" দেখে আমি "প্রশংসায় পঞ্চমুখ" আর হয়ে যাই নাটকের "শহরে নতুন প্রেমিক" তখন থেকেই তুমি হলে "প্রিয় মানুষ"। তুমি যখন " দ্বিতীয় কৈশোর" এ তখন তোমার "জীবন এখানে এমন " "যে তুমি হরন করো" "প্রতিদিন" মানুষের মুখে "মেরুণ" রঙের "নীল রোদ্রের ঘ্রান" এর মতো রটে তোমার প্রশংসা যদিও তুমি অভিনেতা হতে চাওনি হয়েছে "ছন্দপতন", তোমার "মন বদল" হলো জেদের বশে তখন "ঘুরে দাঁড়ানোর গল্প" "অপেক্ষার গল্প"র পর আজ তুমি কোটি মানুষের "মনের সিগন্যাল"র "আর্টিস্ট মজনু খাঁ"। "আমি তোমার কথা বলবো কাকে" সবাই তোমাকে জানে, অনেকের মনে "ঘৃণা" "সংশয়" ছিল কিন্তু তোমার অভিনয়ে তাদের মনের "ইঞ্জিন"এও এখন "ভালোবাসা প্রতিদিন" এটা "দ্যা ইন্ড অফ দ্যা লাভ স্টোরি" না। "লেটস্ ফ্লাই " বলে অনেক "বাঁক " পেরিয়ে উদ্দেশ্য বহুদূর রেখে নিজেকে "লাফ" দিয়ে নিচ্ছো অনেক উঁচুতে এখন "বুঝতে হবে" পিছু "ফেরার পথ নেই " তোমার যেতে হবে এগিয়ে। "কমলা সুন্দরী" "ওয়াদা" করেছিল সে তোমার "জীবনসঙ্গী" হবে কিন্তু হয়নি তোমার "Life Mate" হয়েছে "আঙ্গুরবালা " আর লায়লার সাথে "মেট্রোপলিটন প্রেম"এর "পুরনো প্রেমের গল্প"র "মেমোরিস" গুলো আর "শেষ চিরকুট" এর লেখাগুলো দেখলে যদিও তাকে "কখনো না কখনো" বলতে ইচ্ছে করে "লায়লা, তুমি কি আমাকে মিস কর?" তবে "গল্পের শেষে" "শোক হোক শক্তি" এটা মেনে নিয়ে তুমি বরাবরই নতুন চরিত্রের জন্ম দাও, "পুনর্জন্ম" দাও আর সেখানে "জন্মদাগ" রেখে দিচ্ছো একেকটা চরিত্রে যা দেখে "আবার ভালবাসার সাধ জাগে" সবার মনে। "উচ্চতর হিসাব বিজ্ঞান" করে দেখলাম তুমি "ভিক্টিম" নও তুমি "কায়াকর"," কায়কোবাদ" তোমার গল্পটা "আয়না রহস্য" নয়, "রেডরাম" কিংবা "সিন্ডিকেটে" ডুবে থাকা নয় গল্পটা "আলোফুল ও ভালবাসার গল্প " তুমি ভিনদেশী তারা নও "তুমি আমারই" এবং "তুমি আমাদের বকর ভাই ", তুমি "দ্যা পেইন্টার " দর্শকের "লাভ বাবু"। "হ্যালো শুনছেন" "চিরকাল আজ" গুরু ভক্তের মাঝে "তোমার আমার প্রেম" "নামকরণ" হোক। অভিনয় আর "শিল্পী" তুমি "পরিপূরক", যেটা তোমাকে দেখে জার্মানি ভাষায় "কায়জার" ইংরেজিতে বস্ আর বাংলায় "রাজা" কিংবা গুরু বলতেই হয় কারণ তুমি "অভিনয়" জগতের "সবুজ নক্ষত্র" যিনি " একাই একশো", প্রতিটি কাজে "সিগনেচার" রেখে যাচ্ছো তাই "কালারফুল" তোমাকে সবসময় বলতে চাই "স্যার, আই লাভ ইউ"এবং বুঝিয়ে দিব " তাকে ভালবাসা বলে"। আমার শখ তোমার সাথে একটা "অপেক্ষার ফটোগ্রাফি" যা "ফটোফ্রেম" এ বাধিয়ে রাখার ইচ্ছে যার "শেষটা সুন্দর" হবে। অবশেষে হলো দেখা... "যখন বসন্ত" "সেদিন দেখা হয়েছিল" তখন সেই "মুহূর্ত" আর আমার কাঁধে আপনার "আশ্চর্য এক স্পর্শ" আর "খোলা হৃদয়"র কথাগুলো আমার ভালোবাসায় মাতিয়ে দিলো। আমাদের "বিশ্বাস" ছিল "ধুমকেতু"র মতো সিনেমায় আবির্ভাব হবে "অবশেষে তুমি" "সিদ্ধান্ত" নিলে এবং সবার "কি জানি কি হয়" ভাবনা ভেঙে নতুন প্লাটফর্মে সুন্দর "সংযোজন" করেছো "সুড়ঙ্গ" "ছবি" দিয়ে আর সেই "ধার" মানুষকে হলে নিয়ে গিয়েছে "রঙিন বায়স্কোপ" দেখতে এবং তা বক্সঅফিসে "আগুন" ও ওটিটিতে "ভিউ"এ রেকর্ড করেছে।
"প্রতিক্ষার" পর আমাদের "Yes" বলে দ্বিতীয় সিনেমার ঘোষনা আসুক শীঘ্রই, আমরা "ওয়েটিং"। নাটককে একদমই " No" বলো না "তুমি না থাকলে" "শূন্যতায়" ভরা এই প্লাটফর্ম, "নেগেটিভ পজিটিভ" গ্রহণ করে "দৃষ্টি" উঁচুতে রেখে আপনি এগুচ্ছেন সকলের ভালোবাসার "শিল্পী" হিসেবে সেখানে "স্বপ্নকুহক" না হোক। "কতটা পথ পেরুলে"ন সেই হিসেব তোলা থাক ক্যারিয়ার শেষে বলতে যেন পারেন "আমার একটি গল্প বলার শখ" এবং সেটা সফলতার আর ধ্বনি উঠবে দর্শকদের উদ্দেশ্যে "তবুও আমারে দিবো না ভুলিতে" আর "তোমাকে আলো ভেবে" অনেকেই "অভিনেতা" হয়ে উঠছে, তাদের ধারা "অসমাপ্ত" এই "টান" চলবে যুগের পর যুগ

আপনার "মুঠোফোন"এ কল ও "লাভ লেটার বক্সে" শুভাকাঙ্ক্ষীদের "চিরকুট" বাড়তে থাকুক আর তোমার জন্য আমরা সবসময় পা গল, "স্বপ্নে বসবাস" আমাদের, কোনো " উড়াল প্রেম" নয় এটাকে "অদ্ভুত ভালোবাসা" বলতে পারো যদিও "ভালোবাসার কোনো রঙ থাকেনা"। "উইন অর লস" যাই হোক না"কেন" আমরা আপনাকে ভালোবেসে "ঋণি" করে দিতে চাই সবসময়। "সুখপাখি" যেন সবসময় তোমার সাথে থাকে আর "লাভলী ওয়াইফ" ভাবির "সোলমেট" হয়ে থেকো সবসময় ,কখনো "এক বৈশাখে" ভাবিকে একটি রঙিন "শাড়ী" আর "রেড রোজ" গিফট করো। কোটি ভক্তের সাথে সুরমিলিয়ে বলতে চাই "ভালো থাকুক ভালবাসা" আমাদের কলিজার আফরান নিশো

ইতি
তোমার একজন ক্ষুদ্র ভক্ত
জাকির হোসেন জয়
Md Jakir Hosen Joy

12/12/2023

শেষ রাতের বিনোদন।
মদ খেয়ে নাকি টিকটকার মামুন তার মায়ের বয়সী বউকে মে*রে চেহারার ডিসপ্লে-ডুসপ্লে চেঞ্জ করে রাস্তায় ফেলে গেছে 🙂

CID খ্যাত ফ্রেডি ওরফে দীনেশ ফাদনিস আজ সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন! We will miss you freddy sir.💔
05/12/2023

CID খ্যাত ফ্রেডি ওরফে দীনেশ ফাদনিস আজ সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন!

We will miss you freddy sir.💔

কুমিল্লা বোর্ডের সুইসাইড করা ১১ জন ছাত্রের মধ্যে ১ জনের সুইসাইড নোটঃ• আগামি বছর আবার পরীক্ষা দিবো। মা, বাবাকে বুঝাইছি।সব...
03/12/2023

কুমিল্লা বোর্ডের সুইসাইড করা ১১ জন ছাত্রের মধ্যে ১ জনের সুইসাইড নোটঃ

• আগামি বছর আবার পরীক্ষা দিবো। মা, বাবাকে বুঝাইছি।
সবাই স্বাভাবিক ছিলো, আমিও। কিন্তু একের পর এক প্রতিবেশী সহপাঠীরা মিষ্টি আর কথার খোঁচা নিয়ে হাজির হতে লাগলো। আমার মায়ের মাথা খারাপ হয়ে গেলো।

• বাবাও আমাকে গালিগালাজ করলো। যে মা বাবা গতকাল আমার মাথায় হাত রেখে বলছিলো চিন্তা করিস না, বুড়ো হয়ে যাস নাই। সামনের বার আবার পরীক্ষা দিস, বছর যাইতে কয়দিন। অথচ, প্রতিবেশীদের মিষ্টি পেয়ে সেই বাবা মা আমাকে জুতা দিয়ে পিঠলো, শুধু তাই নয়, আমার উপর রাগ করে বাবাপাতের ভাত লাথি মেরে ফেলে দিলো।

• অনেক চেষ্টা করেছি লুকিয়ে থাকার, পারলাম না।
প্রতিবেশীরা এক হাত জিহ্ববা বের করে অনুশোচনা করলো, শুধু অনুশোচনা নয়, আমার জন্য নাকি আমার মা দায়ী। মায়ের আস্কারা পেয়ে আমি নষ্ট হয়ে গেছি।

• তাদের কৈফিয়ত পেয়ে আমার বাবা মাকে উঠানে প্রচুর মেরেছে। মা এখনো বেহুঁশ। মার জ্ঞান ফিরার আগেই পৃথিবীকে বিদায় জানালাম...!
ভালো থাকবেন প্রতিবেশীরা...!
ভালো থেকো সহপার্ঠী বন্ধুরা...!
পিতামাতাদের উপদেশ আমাদের মানায় না...!
তবু ও বলছি সমাজ কি বললো...!
প্রতিবেশী কি বললো সেটা শুনে,
নিজের ছেলে মেয়েকে অপমান করে,
মৃত্যুর দিকে ঠেলে দিবেন না...!
মনে রাখবেন ছেলেমেয়েটা আপনার তাদের নয়
(প্রতিবেশীর নয়)...….....!!!!
সংগৃহীত

'পরিমনির নানা' ওনি আর পৃথিবীতে নাই! আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন!
26/11/2023

'পরিমনির নানা' ওনি আর পৃথিবীতে নাই!

আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন!

আলহামদুলিলাহ💖পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম গ্রহণ করার জন্য ধন্যবাদ, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক প্রবীর মিত্র মুসলমান হ...
20/11/2023

আলহামদুলিলাহ💖
পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম গ্রহণ করার জন্য ধন্যবাদ, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক প্রবীর মিত্র মুসলমান হয়েছেন…❤️

ঘুমের ঔ*ষু*ধ খেয়ে হসপিটালে ভর্তি তানজিন তিশা৷ শোনা গেছে তার প্রেমিক ফারহানের সাথে অভিমান করে এমন করেছেন৷আমার একটা কথা! এ...
17/11/2023

ঘুমের ঔ*ষু*ধ খেয়ে হসপিটালে ভর্তি তানজিন তিশা৷ শোনা গেছে তার প্রেমিক ফারহানের সাথে অভিমান করে এমন করেছেন৷

আমার একটা কথা! এ মাইয়া না এর আগে হাবিবের জন্যেও এমন করছিল৷ মাঝখানে আবার রাজের লগেও ছিলো৷ বুঝলাম না

অবশেষে এদেরও ডিভোর্স হয়ে গেলো🙃💔সবার সাথে বছর শেষেই এমনটা কেনো হচ্ছে?🙂
13/11/2023

অবশেষে এদেরও ডিভোর্স হয়ে গেলো🙃💔
সবার সাথে বছর শেষেই এমনটা কেনো হচ্ছে?🙂

ভালোবাসার ৩ বছরের সংসারের ইতি! জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাবের। তিন বছর আগে ধুমধাম করে চিকিৎসক সানিয়া এশাকে বিয়ে করেন তি...
10/11/2023

ভালোবাসার ৩ বছরের সংসারের ইতি!

জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাবের। তিন বছর আগে ধুমধাম করে চিকিৎসক সানিয়া এশাকে বিয়ে করেন তিনি।

বৃহস্পতিবার (৯ নভেস্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে নিজের বিবাহ বিচ্ছেদের খবর জানিয়েছেন রাফসান নিজেই। এই উপস্থাপক তার স্ট্যাটাসে উল্লেখ করেন, সানিয়া এশার সঙ্গের ৩ বছরের সম্পর্কের ইতি টেনেছেন তিনি।

স্ট্যাটাসে রাফসান লিখেছেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমাকে বলতে হচ্ছে যে, এশার সঙ্গে আমার সম্পর্কের ইতি। বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ ছিল না, কিন্তু অনেক চিন্তা-ভাবনার পরে দুজনের আলাদা হয়ে যাওয়াটাই আমার কাছে সেরা উপায় বলে মনে হয়েছে। আমাদের একসঙ্গে তিন বছরের পথ চলা এবং আমি চাই শেষটা সম্মানজনক ভাবেই হোক!💔

07/11/2023

2023 শেষ হতে 55 দিন বাকি,
আপনি এই বছরে কি অর্জন করেছেন?

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when NiKi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share