25/08/2024
আপনি কি জানেন বর্তমান বাজারে কোন সেক্টরের ভূমিকা ব্যাপক?
শুরুতে বাস্তব সূত্রের ভেসে ওঠে ডিজিটাল মার্কেটিং এর কথা। চলুন প্রমাণ করা যাক......🤗🤗
আপনি কি জানেন ডিজিটাল মার্কেটিং এর বাজার দক্ষিণ এশিয়াতে ২০৩১ সালে বাড়বে ৪৩ শতাংশ।
চলুন দেখি গুগল আামাদের কি সাজেশন দেয়। আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং এর ড্রাফটা কতো স্পষ্ট করে ফুটিয়ে তোলা হয়েছে।
আপনি আপনার পছন্দের যে কোন একটি বেছে নিয়ে কাজ করতে পারেন কোনো আপত্তি নাই। এই সবগুলো সেক্টরে টাকা আছে "আলহামদুলিল্লাহ"🤗🤲