
01/08/2025
আল্লাহ তা'আলা খুটি ছাড়াই আকাশ সৃষ্টি করেছেন! Allah ta'ala created the sky without pillars!
আল্লাহ তা'আলা বলেছেনঃ
﴿خَلَقَ السَّمَـوَتِ بِغَيْرِ عَمَدٍ تَرَوْنَهَا وَأَلْقَى فِى الاٌّرْضِ رَوَاسِىَ أَن تَمِيدَ بِكُمْ وَبَثَّ فِيهَا مِن كُلِّ دَآبَّةٍ وَأَنزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً فَأَنْبَتْنَا فِيهَا مِن كُلِّ زَوْجٍ كَرِيمٍ﴾
৩১:১০। তিনি আকাশ সৃষ্টি করেছেন খুটি ছাড়াই যা তোমরা দেখতে পাও। আর তিনি জমিনে স্থাপন করেছেন দৃঢ় ও উচু পর্বতমালা অন্যথায় ইহা তোমাদেরসহ দোলত। আর তিনি সেখানে ছড়িয়ে দিয়েছেন সব ধরণের চলমান জীবজন্তু। আর আমরা আকাশ থেকে পাঠাই পানি; অতপর সেখানে আমরা উৎপন্ন করি প্রত্যেক প্রকারের কল্যাণকর (উদ্ভিদ) জোড়ায় জোড়ায়।
কপি পোস্ট.. ❤️
সুরাহ লুকমান ৩১ঃ১৯ Surah Lukman 31:10
..