Anwar Hossain 01

Anwar Hossain 01 follow my page

11/03/2024
শুভ কামনা রইলো ❤️❤️
30/01/2024

শুভ কামনা রইলো ❤️❤️

30/01/2024

আলহামদুলিল্লাহ আমি একজন মুসলিম ❤️❤️

গতপরশু সাকিব মাঠে নামার সময় গ্যালারি থেকে দর্শকরা ভুয়া ভুয়া বলে চিৎকার করছিলো! নিজের চোখের সমস্যা এবং ব্যাটিংয়ে অফ ফর্মে...
28/01/2024

গতপরশু সাকিব মাঠে নামার সময় গ্যালারি থেকে দর্শকরা ভুয়া ভুয়া বলে চিৎকার করছিলো!
নিজের চোখের সমস্যা এবং ব্যাটিংয়ে অফ ফর্মে থাকার কারণে দলের কথা চিন্তা করে ৮ নম্বরে ব্যাটিং করতে নেমেছিলো।তবুও দর্শকরা তাকে ভুয়া ভুয়া বলে ডাকলো!
গতকাল দুপুরে প্রায় ঘন্টাখানেক একা একা ব্যাটিং অনুশীলন করেছেন,ব্যাটিং অনুশীলনের ভিডিও দেখে স্পষ্ট বুঝা যাচ্ছিলো সাকিবের সমস্যা হচ্ছে,তবুও দীর্ঘ সময় ব্যাটিং প্র‍্যাক্টিস করেছেন!

যেই মানুষটা গতকাল এতোক্ষণ ব্যাটিং প্র‍্যাক্টিস করলো সে একটা ওভার ও খেলতে আসলো না।রিপন এবং হাসানকেও তার আগে ব্যাটিং করতে পাঠিয়ে দিলো!!!!

আপনি মানেন অথবা না মানেন ব্যাটিংয়ে আসলে এই ভুয়া ভুয়া ধুয়ো সাকিবের উপর কিছুটা হলেও প্রভাব ফেলেছে,তা না হলে এটলিস্ট হাসান আর রিপনের আগে সাকিব ব্যাটিং করতে আসতো!

ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর চোপড়া পর্যন্ত এই ভুয়া ভুয়া শব্দের প্রতিবাদ জানিয়েছে,সে এটাও বলেছে ভারতে কোহলির অনেক হেটার্স আছে কিন্তু কখনো তারা কোহলিকে নিজেদের হোম গ্রাউন্ডে ভুয়া ভুয়া বলে বিদেশী প্লেয়ারদের সামনে অপমান করে না।
আসলেই একবার ভেবে দেখুন সাকিবের মতো দেশ সেরা প্লেয়ার মাঠে নামার পর ই আমরা যে এই ব্যঙ্গাত্মক আচরণ করি সেগুলো কি বিদেশী প্লেয়ারদের চোখে পড়ে না? আমাদের দর্শকদের নিয়ে একটা নেগেটিভ ধারণা তৈরি হয় না কিংবা সাকিবের রেপুটেশন ডাউন হয় না?

আমরা হয়তো ভুলে যাই সাকিব শুধু ব্যাটসম্যান না বাংলাদেশের এক নম্বর বোলার ও।তিন ফরম্যাটেই সর্বোচ্চ উইকেটের মালিক। কিন্তু সাকিব ব্যাট হাতে খারাপ করলেই সাকিবকে অন্যদের সাথে তুলনা করে ছোট করি।

যেই ছেলেটা ক্যারিয়ারের শুরু থেকে মাঠে দাপট দেখিয়ে এসেছে সে এখন মাঠে আপনাদের কারণে ব্যাটিংয়ে নামলে কুনো ঠাসা হয়ে থাকে।
বিশ্বকাপ তো বহু আগেই শেষ ভাই৷ এই লড়াই আর কতদিন চালাই যাবেন?
আপনারা তো সাকসেস হইছেন ই।এইবার একটু ক্ষ্যামা দেন।এই "ভুয়া ভুয়া" ট্রেন্ডিং টা বাদ দেন!

মনে রাইখেন এই সাকিবের কারণেই এখনো আইসিসির অলরাউন্ডার র‍্যাংকিংয়ের শীর্ষে বাংলাদেশের পতাকাটা এখনো দেখতে পারেন।সে অবসর নিলে এইভাবে নিজের দেশের পতাকা দেখার সৌভাগ্য সবসময় হবে না!

গরমকালে পোশাকের সস্বাধীনতা চাও আর শীত আসলে পোশাক পরে থাকবে এইটা হতে দেব না 😄🙃
22/01/2024

গরমকালে পোশাকের সস্বাধীনতা চাও আর শীত আসলে পোশাক পরে থাকবে এইটা হতে দেব না 😄🙃

গাজীপুরের কাপাসিয়ার দরদরিয়া গ্রামে প্রত্নতাত্ত্বিক খননে দুষ্প্রাপ্য ও তাৎপর্যপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কৃত হয়েছ...
21/01/2024

গাজীপুরের কাপাসিয়ার দরদরিয়া গ্রামে প্রত্নতাত্ত্বিক খননে দুষ্প্রাপ্য ও তাৎপর্যপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে

Address

Gazipur
Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Anwar Hossain 01 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share