
27/04/2025
ময়নুল হক ১৯ বছর আগে কনস্ট্রাকশন কোম্পানিতে
কাজের জন্য সুদানে আসেন।তারপর সুদানে যুদ্ধ
শুরু হলে আটকা পড়েন এবং কয়েক বছর
সুদানি আর্মি তাকে বন্দি করে রাখে।
ছাড়া পাওয়ার পর কোন কাগজপত্র না থাকার
কারণে দেশে যেতে পারে নাই।দেশে যাওয়ার
চেষ্টা করতে করতে সে আবার সুদানি আর
এসএফ বাহিনীর কাছে ধরা পড়ে।তিন
বছর আগে আবার তিনি ছাড়া পান
এবং এ তিন বছর ধরে তার দেশে
কোন যোগাযোগ নাই।
বর্তমানে তিনি সুদানে ইউএন ফোর্স হেড
কোয়ার্টারের সামনে একটি বাজারে
খেয়ে না খেয়ে পড়ে আছে।
দেশে তার ১ ছেলে ১ মেয়ে রয়েছে।সে তার
পরিবারের সাথে যোগাযোগ করতে ও
দেশে যেতে চাই।তার পরিবার হয়তো
জানে তিনি বেঁচে নেই।তাই উনার
ঠিকানা ও ছবি পোষ্ট করলাম।
যদি আমাদের কারও বাড়ির কাছা
কাছি হয় তাহলে তার পরিবারকে
এই সংবাদটা পৌঁছালে ময়নুল
হকের অনেক উপকার হবে।
উনার মোবাইল নাম্বার ০৯২৩৫৬৪
৬৩৯।আমরা সবাই চেষ্টা করবো
এই ভাইটা যেন তার পরিবারের
কাছে ফিরে যেতে পারে।
মো:ময়নুল হক্ব
পিতা রজ্জব আলী।
গ্রাম :তালুক বাজিত।
ডাকঘর:বামনডাঙ্গা।
থানা:সুন্দরগঞ্জ।
জেলা: গাইবান্ধা।
শেয়ার করি সবাই।