
25/06/2025
🎯 HSC পরীক্ষার দিন – সকাল থেকে হলে যাওয়া পর্যন্ত যা করতেই হবে! 📝✨
📌 পরীক্ষার্থীদের জন্য ১০টি জরুরি প্রস্তুতি ও সতর্কতা:
🔅 সকালের প্রস্তুতি:
1️⃣ ভোরে উঠো – ঘুম থেকে উঠে হালকা গরম পানি খাও, ফ্রেশ হও, নামাজ বা মেডিটেশন করলে মন শান্ত থাকবে।
2️⃣ সকালেই পড়া ঝালিয়ে নাও – গুরুত্বপূর্ণ সূত্র বা সংক্ষিপ্ত নোটগুলো একবার চোখ বুলিয়ে নাও।
3️⃣ পুষ্টিকর নাশতা করো – খুব বেশি ভারী নয়, কিন্তু পেট ভরে ও শক্তি দেবে এমন খাবার খাও।
4️⃣ আবশ্যকীয় জিনিসপত্র গুছিয়ে রাখো –
✔️ Admit Card
✔️ Registration Card
✔️ দুই/তিনটি বলপেন
✔️ ঘড়ি (যদি দরকার হয়)
✔️ স্বচ্ছ পানি বোতল
🚌 কেন্দ্রে যাত্রা:
5️⃣ সময় হাতে রেখে বের হও – যানজটের কথা মাথায় রেখেই কেন্দ্রে পৌঁছানোর সময় অন্তত ৩০ মিনিট আগে রাখো।
6️⃣ শান্ত থাকো – কেউ যদি রাস্তায় বা কেন্দ্রে ভয় দেখাতে চায়, পাত্তা দিও না। নিজের ওপর বিশ্বাস রাখো।
🏫 পরীক্ষা কেন্দ্রে ও হলে:
7️⃣ সাথের বন্ধুদের সঙ্গে মিশো, কিন্তু আতঙ্কিত আলোচনা থেকেও দূরে থাকো।
8️⃣ পরীক্ষার আগে শেষ মুহূর্তের গুজব এড়িয়ে চলো – প্রশ্নফাঁস, লিকড প্রশ্ন এসব বিভ্রান্তি থেকে নিজেকে দূরে রাখো।
9️⃣ নিয়ম মেনে খাতা লেখো – রোল নাম্বার, রেজিস্ট্রেশন সব ঠিকমতো লিখো।
🔟 যে প্রশ্ন পারো, সেটাই আগে করো – কনফিডেন্স বাড়বে, সময়ও বাঁচবে।
📢 মনে রাখো:
পরীক্ষার দিন শুধু লেখার নয়, এটা নিজেকে শান্ত ও আত্মবিশ্বাসী রাখার পরীক্ষা।
নিজের প্রস্তুতিতে বিশ্বাস রাখো, ইনশাআল্লাহ সাফল্য আসবেই! 🌟
তোমাদের জন্য EduGlobeX এর পক্ষ থেকে রইলো অনেক শুভকামনা ।
🔖 শেয়ার করো এই পোস্ট তোমার HSC দোস্তদের সঙ্গে!
#পরীক্ষারদিন #স্টুডেন্টলাইফ #পরীক্ষারপ্রস্তুতি