Sudhan kumar das

Sudhan kumar das আমার লেখা কবিতা হয়তো কারো ভালো লাগে। তাই কবিতা লেখি আঁকিবুঁকি করি।আপনাদের ভালো লাগে আমি ধন্য হবো।আমার লেখা সার্থক হবে।

24/06/2024
25/05/2024

সবার জীবনে প্রেম আসে
কারো টাকার প্রেম
কারো নারীর প্রেম
আর কারো পরোপকারের প্রেম ////

অষ্টমীস্নান করে আসলাম।
16/04/2024

অষ্টমীস্নান করে আসলাম।

14/04/2024

সকলকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ।

 #শাহ সুলতান (রঃ) মাজার শরীফ  #মদনপুর
13/04/2024

#শাহ সুলতান (রঃ) মাজার শরীফ
#মদনপুর

 #প্রেম  #সুধন কুমার দাস কাঠ পুড়াতে আগুন লাগে মন পোড়াতে প্রেম। তোমার মায়ার বেষ্টনীতে আবদ্ধ এই ফ্রেম।
31/03/2024

#প্রেম #সুধন কুমার দাস

কাঠ পুড়াতে আগুন লাগে
মন পোড়াতে প্রেম।
তোমার মায়ার বেষ্টনীতে
আবদ্ধ এই ফ্রেম।

কখনো কখনো কারো হাসি কারো বাঁধ ভাঙ্গা কান্নার জন্ম দেয়। বুক ফাঁটা আর্তনাদ কেউ শুনতে পায় না কতোটা চাপে বুকের পাজরগুলো নিরব...
29/03/2024

কখনো কখনো কারো হাসি
কারো বাঁধ ভাঙ্গা কান্নার জন্ম দেয়।
বুক ফাঁটা আর্তনাদ কেউ শুনতে পায় না
কতোটা চাপে বুকের পাজরগুলো নিরবে ভাঙ্গে
সে খবর সহসা কজনে রাখে!
আমি বুকের ভিতর তোলপার করে সেই কষ্ট
তবু তাকে ধারন করি...........

মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।
21/02/2024

মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।

এক নীলপরীফুল নেবে গো নীলপরী হরেক রকম ফুল আছে। এই ফুলের গন্ধে মৌ মাতালদুরের জিনিস টানে কাছে। তারই সাথে দেখা হলোএকুশেরই বই...
14/02/2024

এক নীলপরী

ফুল নেবে গো নীলপরী
হরেক রকম ফুল আছে।
এই ফুলের গন্ধে মৌ মাতাল
দুরের জিনিস টানে কাছে।
তারই সাথে দেখা হলো
একুশেরই বই মেলায়।
কি যাদু তার সারা অঙ্গে
সকল বর্ণ ঢেউ খেলায়।
প্রথম দেখা প্রথম কথা
হঠাৎ আমায় ডাকে ভাইয়া
একটু সময় হবে!
আমি বললাম কেন বলেনতো!
আমি একটু কথা বলতে চাই
জ্বি বলুন কি বলতে চান?
ওই পরীটা বললো
ভাইয়া আমি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বই সংগ্রহ করছি।
আপনি কি আমার সাথে অংশ গ্রহণ করতে চান?
কেন নয় অবশ্যই। কি করতে হবে বলুন?
আপনি চাইলে বই দিয়ে ওদের পাশে থাকতে পারেন।
আমিও নির্দ্বিধায় চারখানা বই পরীর হাতে তুলে দিলাম। আস্তে আস্তে দুজন আবার অচেনা হয়ে গেলাম,,,,,,,,

Address

Gazipur

Telephone

+8801914070464

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sudhan kumar das posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sudhan kumar das:

Share