Minhaj Eva Vlog 2.0

Minhaj Eva Vlog 2.0 Funny 2.0

সবাই বলে, সময়ের সাথে সব ঠিক হয়ে যায়। কিন্তু কেউ বোঝে না, কিছু ক্ষত সময়ের সাথে মুছে যায় না।বরং আরও গভীর হয়,আরও গভীর ছাপ র...
08/09/2025

সবাই বলে, সময়ের সাথে সব ঠিক হয়ে যায়। কিন্তু কেউ বোঝে না, কিছু ক্ষত সময়ের সাথে মুছে যায় না।বরং আরও গভীর হয়,আরও গভীর ছাপ রেখে যায় হৃদয়ের এক কোণে।
একদিন খুব আপন ছিলো। । যার জন্য সমস্ত দুনিয়া ছেড়ে দিতাম । ভেবেছিলাম সময় সব। ভুলিয়ে দেবে ভুলিয়ে দেবে সেই চোখের চাওয়া।
তাকে ছুঁয়ে দেখার অলিখিত স্বপ্নগুলো....
কিন্তু না সময় কেবল মানুষকে ব্যস্ত রাখে। ভুলিয়ে দেয় না। রাতের নিরবতায় এখনো সেই নামটা কানে বাজে,
ভাঙ্গা মনটা জানে- সব কিছু ভুলে যাওয়া যায় না। কিছু সম্পর্ক শেষ হয় না। শুধু অস্তিত্ব হারায় - আর সেই হারিয়ে যাওয়া মাঝেই থেকে যায় একটা গভীর ক্ষত।
যেটা সময় নয়- ভালোবাসাই দিয়েছিল.....🙂❤️‍🩹
Minhaj💞Eva ✍️

04/09/2025

"তোমার কপালে আমি লেখা আছি তো?" -প্রশ্নটার মধ্যে রয়েছে কাউকে হারানোর প্রচন্ড ভয়😥

আসলেই যেই মানুষটা সবচেয়ে বেশি ভালো রাখতে পারে, সেই মানুষটা সবচেয়ে বেশি কষ্টও দিয়ে যেতে পারে💔🥀😥
ভালো থাকুক আমার না হওয়া ওই প্রিয় মানুষটি, 💔

04/09/2025

নিজে সব কাহিনি করবে সে রাগ করলে আমি বার বার কল দিতে পারবো তার রাগ কমাতে পারবো আর আমার সাথে হাজার হাজার অন্যায় করবে আমি রাগ করে কথা না বল্লে 😅😅তার ইগো তে বাদে আমার রাগ কমাতে ভালোবাসার নাম কাজ এ না😅যদি এই ভিডিও এর মতো কিছু জন্য আমার সাথে এমন করা হয় আল্লাহ কসম খুব বড় শাস্তি দেয়া হবে😡😡😡😡নাটক আমার সাথে

যে মেয়ে কোনো শর্ত বা চাহিদা ছাড়াই আপনাকে ভালোবাসে—তাকে ঠ'কা'নো শুধু ভুল নয়, এটা বড় অ'প'রাধ।এমন ভালোবাসা পেয়ে তাকে ধোঁ'কা...
03/09/2025

যে মেয়ে কোনো শর্ত বা চাহিদা ছাড়াই আপনাকে ভালোবাসে—
তাকে ঠ'কা'নো শুধু ভুল নয়, এটা বড় অ'প'রাধ।

এমন ভালোবাসা পেয়ে তাকে ধোঁ'কা দেওয়া মানে নিজের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্কটিকে ন'ষ্ট করে ফেলা।
যে আপনাকে পরিবারের চেয়েও বেশি গুরুত্ব দিয়েছে, নিজের সবকিছুর উপরে রেখেছে—
আপনার অহং'কার, অব'হে'লা আর অব'জ্ঞা'র কারণে তাকে হারানো প্রমাণ করে,
আপনি সম্পর্কের মূল্য বোঝেননি।

চাহিদাহীন ভালোবাসা পাওয়া বিরল সৌভাগ্য,
আর সেটিকে যত্ন করে আগলে না রাখা—
আপনার সবচেয়ে বড় ব্যর্থতা।🖤🌸🥺🥺🥺🥺

03/09/2025

😓

- যাকে তুমি অবহেলা করে দূরে সরিয়ে দিবে, একদিন দেখবে তাকে কেউ ফুল ভেবে নিজের করে নিবে!🖤✨😊😭😭😭😭😭😭😭😭😭😭
27/08/2025

- যাকে তুমি অবহেলা করে দূরে সরিয়ে দিবে, একদিন দেখবে তাকে কেউ ফুল ভেবে নিজের করে নিবে!🖤✨😊😭😭😭😭😭😭😭😭😭😭

22/08/2025
22/08/2025

📵

আমি পৃথিবীর আর কাউকে ঘৃ'ণা করি না। আমি ঘৃ'ণা করি আমার ভা'গ্যকে, আমার আবেগ-অনুভূতিকে। ঘৃ'ণা করি নিজেকে, ভালোবাসতে না পারা...
22/08/2025

আমি পৃথিবীর আর কাউকে ঘৃ'ণা করি না। আমি ঘৃ'ণা করি আমার ভা'গ্যকে, আমার আবেগ-অনুভূতিকে। ঘৃ'ণা করি নিজেকে, ভালোবাসতে না পারার ব্যর্থতাকে, নিজেকে য,ন্ত্রণায় তীলে তীলে শেষ করাকে, নিজেকে ঠ'কানোকে। নিজের প্রতি মনে এত ঘৃ'ণা, এত অভিমান আর আক্ষেপ নিয়ে কী ভালো থাকা যায়?

মানুষ মরে গেলে তবু দু চারদিন কেঁদে কেটে শান্ত হওয়া যায়, যে মানুষ বেঁচে থেকেও মৃতের মতন যোগাযোগহীন হয়ে থাকে,তার শূণ্যতা ক...
17/08/2025

মানুষ মরে গেলে তবু দু চারদিন কেঁদে কেটে শান্ত হওয়া যায়, যে মানুষ বেঁচে থেকেও মৃতের মতন যোগাযোগহীন হয়ে থাকে,
তার শূণ্যতা কোন কিছু দিয়েই পূরন হয়না।

একজন মৃত মানুষ বিয়োগের চেয়ে একজন আপাদমস্তক জলজ্যান্ত মানুষের সাথে যোগাযোগ ফুরিয়ে যাওয়ার দুঃখ বেশি মেয়াদ নিয়ে টিকে থাকে।

মানুষটা কোথাও নেই, এটা মেনে নেওয়া যায়, মানুষটা আছে, অথচ আমার সাথে নেই, এটা মেনে নেওয়ার মতন কঠিন আর কি হতে পারে!
💔😭😭😭😭😭😭😭😭😭😭😭
Minhaj💞Eva✍️✍️✍️

Address

Gazipur

Telephone

+8801433775069

Website

https://www.facebook.com/profile.php?id=1000915

Alerts

Be the first to know and let us send you an email when Minhaj Eva Vlog 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share