
08/09/2025
সবাই বলে, সময়ের সাথে সব ঠিক হয়ে যায়। কিন্তু কেউ বোঝে না, কিছু ক্ষত সময়ের সাথে মুছে যায় না।বরং আরও গভীর হয়,আরও গভীর ছাপ রেখে যায় হৃদয়ের এক কোণে।
একদিন খুব আপন ছিলো। । যার জন্য সমস্ত দুনিয়া ছেড়ে দিতাম । ভেবেছিলাম সময় সব। ভুলিয়ে দেবে ভুলিয়ে দেবে সেই চোখের চাওয়া।
তাকে ছুঁয়ে দেখার অলিখিত স্বপ্নগুলো....
কিন্তু না সময় কেবল মানুষকে ব্যস্ত রাখে। ভুলিয়ে দেয় না। রাতের নিরবতায় এখনো সেই নামটা কানে বাজে,
ভাঙ্গা মনটা জানে- সব কিছু ভুলে যাওয়া যায় না। কিছু সম্পর্ক শেষ হয় না। শুধু অস্তিত্ব হারায় - আর সেই হারিয়ে যাওয়া মাঝেই থেকে যায় একটা গভীর ক্ষত।
যেটা সময় নয়- ভালোবাসাই দিয়েছিল.....🙂❤️🩹
Minhaj💞Eva ✍️