মুফতি হাদিউল ইসলাম কাসেমী

মুফতি হাদিউল ইসলাম কাসেমী Official page Subscribe to our channel to get all the news

20/09/2025

বাইতুল মুকাররমের খতিবকে গালি দেয়ায় কড়া জবাব দিলেন । মুফতি হাদিউল ইসলাম কাসেমী । Bangla waz

এডমিনঃ Jahid Khan

15/09/2025

বিতর্ক শেষে ঈদে মিলাদুন্নবী নিয়ে চূড়ান্ত ব্যাখ্যা দিলেন । মুফতী হাদিউল ইসলাম কাসেমী Bangla Waz

10/09/2025

সিলেটে পবিত্র কোরআন থেকে শ্রেষ্ট তাফসীর । মুফতি হাদিউল ইসলাম কাসেমী । Bangla waz 2025

04/09/2025

মাদকদ্রব্য সেবন করার আগে বয়ানটি শুনুন । মুফতী হাদিউল ইসলাম কাসেমী । Bangla Waz

01/09/2025

সুস্থ সমাজ প্রতিষ্ঠায় মাদকমুক্ত সমাজ গঠনের গুরত্ব । মুফতী হাদিউল ইসলাম কাসেমী । bangla waz

28/08/2025

মা/দ/ক নিয়ে এই একটি ঘটনা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে । মুফতি হাদিউল ইসলাম কাসেমী । Bangla Waz

অপ্রত্যাশিত সাক্ষাৎ: কক্সবাজারের পথে মেখলের স্মৃতি,,,,,,,,,,,,,জীবনের কিছু ভ্রমণ থাকে শুধু নতুন জায়গা দেখার জন্য নয়, ব...
23/08/2025

অপ্রত্যাশিত সাক্ষাৎ: কক্সবাজারের পথে মেখলের স্মৃতি,,,,,,,,,,,,,

জীবনের কিছু ভ্রমণ থাকে শুধু নতুন জায়গা দেখার জন্য নয়, বরং পুরনো স্মৃতি আর সম্পর্কের বাঁধনগুলোকে নতুন করে অনুভব করার জন্য।

এমন একটি অনুভূতি নিয়েই হঠাৎ করে পরিবারের সবাইকে নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হলাম।

আগেও বহুবার এই সমুদ্রসৈকতে আসা হয়েছে, কিন্তু এবার সঙ্গী আমার আহলিয়া, ও একমাত্র ছেলে রাফিন। তার কৌতূহলী চোখে এই বিশাল সমুদ্র দেখাটা আমার কাছে ছিল এক অন্যরকম অভিজ্ঞতা।

সকাল সকাল বিমানবন্দরের প্রথম শ্রেণীর বিশ্রামাগারে অপেক্ষা করছিলাম। চারদিকে ব্যস্ততা, মানুষের আনাগোনা, কিন্তু আমার মন তখন ভ্রমণের উত্তেজনা আর পরিবারের সান্নিধ্যে নিশ্চিন্ত।

এমন সময় হঠাৎ চোখ পড়লো চেনা দুটি মুখের দিকে। প্রথমে কিছুটা অবাক হলাম, তারপর কাছে যেতেই চিনতে পারলাম—এরা যে মেখল মাদ্রাসার আমার দুই সিনিয়র বড় ভাই! Md Ferdaws এবং MD Mostofa Al Hossain কত দিন পর তাদের সাথে দেখা!
এই অপ্রত্যাশিত সাক্ষাৎ আমার মনকে মুহূর্তেই প্রায় এক দশক পেছনে নিয়ে গেল। শুরু হলো স্মৃতিচারণ।

মেখল মাদ্রাসার সেই দিনগুলো, আমাদের প্রিয় অভিভাবক আল্লামা নোমান ফয়জী (রহ.) এবং ফোরকান সাহেব হুজুর (রহ.)-সহ সকল উস্তাদের কথা। ক্লাসের ফাঁকে আড্ডা, পড়ালেখার চাপ, আর একে অপরের প্রতি সেই অকৃত্রিম ভালোবাসা—সবকিছুই যেন চোখের সামনে ভেসে উঠলো।

সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছি তাদের আন্তরিকতায়। বহু বছর আগের কথা, যখন প্রথম মেখল মাদ্রাসায় ভর্তি হতে গিয়েছিলাম, তখন এই বড় ভাইয়েরাই আমাদের নতুন ছাত্রদের যেভাবে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন, আজও তার কোনো পরিবর্তন হয়নি। বিমানবন্দরের ব্যস্ততার মাঝেও তারা একইভাবে আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। সঙ্গে ছিল পরিবার আর অনেক লাগেজ, কিন্তু তাদের সহায়তায় সবকিছুই সহজ হয়ে গেল।

তাদের এই ভালোবাসা আর আন্তরিকতা আমাকে আবারও মনে করিয়ে দিল মেখল মাদ্রাসার সেই পারিবারিক বন্ধনের কথা।

এই ভ্রমণটা তাই শুধু কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করা নয়, বরং কিছু অমূল্য মুহূর্ত ফিরে পাওয়ারও সুযোগ।

পুরনো সম্পর্কের উষ্ণতা আর নতুন স্মৃতির মেলবন্ধন—এই অপ্রত্যাশিত সাক্ষাৎ আমার কক্সবাজার যাত্রাকে আরও বেশি অর্থবহ করে তুললো।

এই অভিজ্ঞতা প্রমাণ করে, জীবনের সেরা প্রাপ্তিগুলো সবসময় পরিকল্পিত হয় না, বরং হঠাৎ করেই আমাদের সামনে এসে হাজির হয়।

21/08/2025

কিশোরগঞ্জে যে তাফসীর শুনে মুগ্ধ হলো সবাই । মুফতী হাদিউল ইসলাম কাসেমী । bangla waz 2025

14/08/2025

এভাবে দোয়া করুন ১০০% কবুল হবে । মুফতি হাদিউল ইসলাম কাসেমী । Bangla waz 2025

12/08/2025

কওমি পরিষদের স্নেহছায়ায় এক প্রাণবন্ত সফর,,,,,,,,,

সাম্প্রতিক সময়ে কাপাসিয়া কওমি পরিষদের উদ্যোগে তিন দিনের এক মনোমুগ্ধকর সফরে অংশ নেওয়ার সৌভাগ্য হয়েছিল।

এই সফরটি শুধুমাত্র একটি সাধারণ ভ্রমণ ছিল না, বরং পারস্পরিক ভালোবাসা, সম্মান এবং আন্তরিকতার এক চমৎকার প্রতিফলন ছিল। সফরের প্রতিটি মুহূর্ত ছিল প্রাণবন্ত, আর এর প্রধান কারণ ছিল কওমি পরিষদের শ্রদ্ধেয় সভাপতি আজমল হোসেন খান সাহেবসহ অন্যান্য বড় ভাই ও মুরব্বিদের স্নেহপূর্ণ আচরণ।

সফরের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ছোটরা নিজেদেরকে এক বিশাল পরিবারের সদস্য হিসেবে অনুভব করেছি।

কাপাসিয়া কওমি পরিষদের সিনিয়র সহ-সভাপতি হোসাইন ভাই, সহ-সভাপতি শিবলী ভাই, সহ-সভাপতি মারুফ ভাই, উপদেষ্টা ওমর ফারুক সাহেব হুজুরসহ যারা ছিলেন, তাদের সকলেই ছোটদের প্রতি যে স্নেহ ও মমতা দেখিয়েছেন, তা আমাদের হৃদয় স্পর্শ করেছে। তাদের সহজ ও সাবলীল আচরণে আমাদের মধ্যে থাকা সংকোচ দূর হয়ে গিয়েছিল।

তাদের সাথে গল্প, আলোচনা এবং হাসি-ঠাট্টায় কখন যে সময় কেটে গেছে, তা টেরই পাইনি। তারা আমাদের শুধু বড় হিসেবে আদেশ বা উপদেশ দেননি, বরং বন্ধুর মতো মিশেছেন, আমাদের কথা শুনেছেন এবং আমাদের মতামতকে গুরুত্ব দিয়েছেন।

এই ধরনের সফরগুলো পরস্পরের মধ্যে আন্তরিকতা এবং বোঝাপড়া বাড়াতে অত্যন্ত সহায়ক। যখন বড়রা ছোটদের সাথে বন্ধুসুলভ আচরণ করেন, তখন একটি সুন্দর সম্পর্ক গড়ে ওঠে, যা পারস্পরিক শ্রদ্ধা এবং ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করে।

এই সফরে আমরা শুধু নতুন কিছু স্থান দেখিনি, বরং একে অপরের প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল হতে শিখেছি।

বড়দের কাছ থেকে জীবনের অনেক মূল্যবান শিক্ষা পেয়েছি, যা আমাদের ভবিষ্যতে পথ চলতে সাহায্য করবে।

আমাদের এই অসাধারণ সফরের জন্য কওমি পরিষদের সভাপতি আজমল হোসেন খান সাহেব এবং হোসাইন ভাই, শিবলী ভাই, মারুফ ভাই, ওমর ফারুক সাহেব হুজুরসহ সকল মুরব্বিদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তাদের উদারতা এবং ভালোবাসা এই সফরকে অবিস্মরণীয় করে রেখেছে। আশা করি, ভবিষ্যতেও এমন আরও সুন্দর ও প্রাণবন্ত সফরে অংশ নেওয়ার সুযোগ হবে, যেখানে ভালোবাসার এই বন্ধন আরও দৃঢ় হবে।

ইনশাআল্লাহ।

05/08/2025

ময়মনসিংহে পবিত্র কোরআন থেকে সেরা তাফসীর । মুফতী হাদিউল ইসলাম কাসেমী । bangla waz 2025

29/07/2025

যে ব্যাক্তি কোনো আমল না করেও জান্নাতি । শিক্ষণীয় একটি ঘটনা । মুফতী হাদিউল ইসলাম কাসেমী । bangla waz 2025

Address

Gazipur, Dhaka
Gazipur
1730

Telephone

+8801611352527

Website

Alerts

Be the first to know and let us send you an email when মুফতি হাদিউল ইসলাম কাসেমী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মুফতি হাদিউল ইসলাম কাসেমী:

Share