11/04/2025
চূড়ান্ত বিজয় মুসলমানদেরই হবে !
অভিশপ্ত ইহুদী জাতি নাসারাদের সহযোগিতায় পবিত্র ভূমি ফিলিস্তিন ও মসজিদে আকসা দখল নেওয়ার জন্য এই বর্বরতা ও গণহত্যা চালাচ্ছে। কিন্তু আমরা আল্লাহর কসম করে বলতে পারি, তাদের এই দুঃস্বপ্ন কোন কালেই পূরণ হবে না। মুসলিম মুজাহিদরা তাদেরকে রুখে দিবে, ইনশাআল্লাহ । কারণ বাইতুল মাকদিস ও আশেপাশে অবস্থানকারী মুজাহিদদেরকে তাবত দুনিয়া মিলে শেষ করে দিতে চাইলেও পারবে না। তারা কিয়ামত পর্যন্ত কোন সময়ই এই পবিত্র ভূমি হাতছাড়া করবে না। সর্বশক্তি দিয়ে কেয়ামত পর্যন্ত তারা খোদার দুশমনদের সাথে জিহাদ চালিয়ে যাবে ।
হাদীস শরীফে এসেছে নবীজি বলেন, لا تزال طائفه من امتي على الدين ظاهرين لعدوهم قاهرين لا يضرهم من خالفهم الا ما اصابهم من لاؤاء حتى ياتيهم امر الله وهم كذلك قالوا يا رسول الله واينهم قال في بيت المقدس واكناف بيت المقدس
; আমার উম্মতের একটি দল আল্লাহর বিধানের উপর প্রতিষ্ঠিত থেকে লড়ে যাবে। তারা তাদের শত্রুদের মোকাবেলায় অত্যন্ত প্রতাপশালী হবে। যারা বিরোধিতা করবে তারা তাদের কোন অনিষ্ট করতে পারবে না। তবে তাদের ওপর যে বিপদ এসেছে তাছাড়া। এভাবে চলতে চলতে তাদের নিকট কেয়ামত এসে যাবে আর তারা এর ওপরে প্রতিষ্ঠিত থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, তারা কোথায় থাকবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইতুল মাকদিস এবং আশপাশে থাকবে;। (মাজমাউয যাওয়ায়েদ১২২৪৮)
অন্যদিকে অভিশপ্ত ইহুদী জাতির শেষ পরিনাম খুবই ভয়ঙ্কর। সামনে এমন দিন আসছে সেদিন কোন ইহুদি পালাবার জায়গা পাবে না। অত্যন্ত লাঞ্চিত ও অপমানিত হয়ে মুসলমানদের হাতে ধরাশায়ী হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎ বাণী দিয়ে বলেন, সেসময় ইহুদিরা মুসলিম মুজাহিদদের ভয়ে গাছের আড়ালে, পাথরের আবডালে আশ্রয় নিবে, তখন গাছ এবং পাথর বলবে, يا مسلم هذا يهودي وراءي تعال فاقتله
হে মুসলিম! এই যে ইহুদি আমার পেছনে। এসো তাকে হত্যা করো, (সহিহ মুসলিম ২৯২১)
এভাবে একদিন লাঞ্ছিত অবস্থায় দুনিয়া থেকে তাদের বিদায় নিতে হবে।