
21/06/2024
ইন্ডিয়ান ভিসায় নতুন পোর্ট অ্যাড করার জন্য কোন অ্যাপয়েন্টমেন্ট নেয়া লাগে না।
ডকুমেন্টস:-
১. অরিজিনাল পাসপোর্ট।
২. ২"*২" সাইজের ছবি।
৩. পাসপোর্ট ফটোকপি।
৪. ইন্ডিয়ান ভিসার ফটোকপি ( ভিসার মেয়াদ তিন মাস থাকতে হবে)।
৫. পোর্ট অ্যাড করার আবেদন ফর্ম।
৬. পোর্ট অ্যাড ফী, 300 টাকা।
৭. যে IVAC থেকে মূল ভিসা। পেয়েছেন সেখানেই IVAC পোর্ট অ্যাড করতে হবে।
যমুনা ফিউচার পার্কের ইন্ডিয়ান এম্বাসির 41 নং কাউন্টারে 300 টাকা সহ জমা দিবেন।