Mufty Abdullah Sadi official

Mufty Abdullah Sadi official Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mufty Abdullah Sadi official, Digital creator, Gazipur.

স্বামী গরীব হলেনারী সাহাবিদের রীতি ছিল, যখন তাঁদের কারও স্বামী ঘর থেকে বের হতো, তিনি স্বামীকে বলতেন, ‘হারাম উপার্জন থেকে...
22/10/2024

স্বামী গরীব হলে
নারী সাহাবিদের রীতি ছিল, যখন তাঁদের কারও স্বামী ঘর থেকে বের হতো, তিনি স্বামীকে বলতেন, ‘হারাম উপার্জন থেকে অবশ্যই বেঁচে থাকবেন। কারণ, ক্ষুধা লাগলে আমরা তা সহ্য করতে পারব; কিন্তু জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারব না।’
কিন্তু বর্তমানে বহু নারী এমন আছে, যে তার স্বামীর আর্থিক সংকটে ধৈর্যধারণ করে না; বরং তার কাছে এমন কিছু চায়, যার সামর্থ্য সে রাখে না। তাহলে স্বামী বেচারা কী করবে? সে কি চুরি করবে বা ঘুষ নেওয়া শুরু করবে? স্ত্রী এটা বোঝে না যে, ধৈর্য ঈমানের অঙ্গ। শুধু তাই নয়, ধৈর্যশীলদের আল্লাহ অফুরন্ত ও বেহিসাব প্রতিদান দেবেন।
কাজেই প্রিয় বোন, তুমি এমন স্ত্রী হও, যে বিপদের বিরুদ্ধে স্বামীকে শক্তি জোগায়; স্বামীর বিরুদ্ধে বিপদকে শক্তি জোগায় না। নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীটি ভালো করে মনে রেখো : ‘আদমসন্তানের সৌভাগ্যের উপকরণ তিনটি, আর দুর্ভাগ্যের উপকরণও তিনটি। সৌভাগ্যেরগুলো : সতী নারী, উত্তম বাসস্থান ও উত্তম বাহন। আর দুর্ভাগ্যেরগুলো : অসতী নারী, নিকৃষ্ট বাসস্থান, নিকৃষ্ট বাহন।’ (আহমাদ)

11/01/2024

Sura an nas
M H Abdullah Sadi

এই হলো আমাদের নবীর ওয়ারিশানের নমূনা!মাহফিলের ১ সপ্তাহ আগে ছোট ছোট বাচ্চা ছেলেরা গাড়ি থামিয়ে, বাজারে বাজারে, গ্রামে গ্...
29/12/2023

এই হলো আমাদের নবীর ওয়ারিশানের নমূনা!

মাহফিলের ১ সপ্তাহ আগে ছোট ছোট বাচ্চা ছেলেরা গাড়ি থামিয়ে, বাজারে বাজারে, গ্রামে গ্রামে গিয়ে, টাকা ওঠালো। আয়োজক কমিটি, বড় বড় দুর্নীতিবাজ,
ঘুষখোর, সুদখোরদের থেকে ডোনেশন নিলেন।

অতঃপর মাহফিলের দিন... তিনি হেলিকপ্টারে উড়িয়া আসিলেন। হেলিকপ্টার থামিলো, দেখিলাম হুজুর হেলিকপ্টার হইতে অবতরণ করিলেন। অতঃপর
কিছুক্ষণ বিশ্রাম শেষে উন্নতমানের নাস্তা গলাধঃকরণ
করিয়া হুজুর স্টেজে উঠিলেন।

তারপর চোখের পানি ছেড়ে দিয়া কান্দিয়া কান্দিয়া, নবীজি (সাঃ) কীভাবে
খেজুরের পাটিতে শুইতেন, কীভাবে পায়ে হেঁটে হেঁটে শতশত মাইল ভ্ৰমণ করিয়া ইসলামের দাওয়াত দিতেন,
কীভাবে প্রায়শই অনাহারে অর্ধাহারে থাকিতেন, এগুলো বয়ান করিলেন।

অতঃপর বয়ান শেষে গলা পর্যন্ত উদরপূর্তি করিয়া তৃপ্তির ঢেঁকুর তুলিয়া ১ লাখ টাকার ২টা বান্ডিল পকেটে পুরিয়া, আবার হেলিকপ্টারযোগে প্রস্থান
করিলেন। আর আমরা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ
বলিতে বলিতে বাড়ির পথে রওয়ানা হইলাম! অতঃপর
সকাল ১২টায় ঘুম থেকে উঠিয়া দোজাহানের অশেষ
নেকি হাসিল করিলাম।

আল্লাহ এমন লেভাসধারী বক্তা থেকে হেফাজত করুন।

অতঃপর কিছু অন্ধভক্ত'দের এই পোস্ট দেখে ঘা'জ্বলতে পারে তার জন্য দুঃখীত।

খুব অবাক না হলেও, কৌতুহলবসত জিজ্ঞেস করলাম,আমিঃ ভাইজান আপনার জামাটা ছিড়ে গেছে, কিন্তু এতো সুন্দর করে কে সেলাই করলো??!রিকশ...
22/12/2023

খুব অবাক না হলেও, কৌতুহলবসত জিজ্ঞেস করলাম,
আমিঃ ভাইজান আপনার জামাটা ছিড়ে গেছে, কিন্তু এতো সুন্দর করে কে সেলাই করলো??!

রিকশাওয়ালাঃ ভাই আমার বৌ করছে। এক সাহেবের লগে ঝগরা হইছিলো, হেয় টান দিয়া ছিরসে৷ আমার শাশুরি দিছিলো জামাডা। ভাই জানেন, আমার বৌয়ের না গুন আছে। অনেক কিছু বুঝে না ৷ তবুও আমি কিছু কই না। আমি খুব ভালা পাই তারে। আসলে বুঝি তো বাপ মারে রাইখা আমার লগে তাহে। আর আমি গরীব সামান্য রিকশা চালাইয়া দুইডা টাকা কামাই ৷ দুঃখ হয় তেমন কিছুই এহনও দিতে পারিনাই। কিন্তু ভাই বিশ্বাস করেন ডাইল ভাতটাও যে কি সুন্দর কইরা রান্দে।

আমিঃ আলহামদুলিল্লাহ!!! ভাইজান আপনার সুখে আমিও সুখী হলাম ৷ এখানেই রাখেন আর যেতে হবে না, ৫০ টাকা ভাঙতি দেন।

বিঃদ্রঃ ৫ থেকে ৭ মিনিটের মধ্যেই সে আমাকে বুঝিয়ে দিলো বউয়ের প্রতি কতটা ভালোবাসা আর শ্রদ্ধাবোধ তার ৷ সারাদিন কাজ করে ক্লান্ত হলেও বউয়ের প্রতি কতটা নমনীয় সে ৷ হতে পারো তারা স্বামী স্ত্রী গরীব ঘরের ৷ কিন্তু তাদের মাঝে থাকা ভালোবাসার পরিসীমাটা বিলগেটসের টাকার অংকের চেয়েও সীমাহীন 💜
বেঁচে থাকুক ভালোবাসাগুলো...💟
খুব সুন্দর।

@followersM H Abdullah SadiM H Abdullah sadiMufty Abdullah Sadi official

02/12/2023

পুরুষ দের নিয়ে সেরা উক্তি

30/11/2023

মায়ের ভালো বাসা 💞

কথা সংগৃহীত
M H Abdullah Sadi
কবিতায় গল্প বলা মানুষ।

22/11/2023

‘তুমি কারো উপকার করেছো, কিন্তু সে তোমার কোনো ক্ষতি করবে না, এমনটা খুব কম ঘটে’।

আজ একজন ভাইয়ের মুখে শোনা চমৎকার একটা কথা! কথাটা এতো জীবনঘনিষ্ঠ যে—দেয়ালে বাঁধাই করে রাখার মতো।

একজনের গল্প জানি যিনি নিজের একটা ব্যবসা শুরুর সময়ে কেবল ‘পরিচিত’, ‘দ্বীনি ভাই’, ‘ভালো মানুষ’ এসব ভেবে কয়েকজনকে সাথে রেখেছিলেন৷ কোনো যোগ্যতা বিবেচনায় যাননি। যাদেরকে ব্যবসায় নিচ্ছেন তাদের প্রায় সবাই তখন খুব স্ট্রাগল করে জীবন নির্বাহ করছে।

তারপর সেই ব্যবসা সাঁই সাঁই করে বড় হলো৷ প্রত্যেকের জীবনে আড়ম্বরতা আসলো। জীবনমান উন্নত হলো অনেকগুণ।

যিনি একদিন অন্য সকলকে একসাথে নিয়ে ব্যবসাটা শুরু করেছিলেন, তাদের কেউ কেউ এখন সেই লোকটার সাথে চোখ রাঙিয়ে, আঙুল উঁচিয়ে, টেবিল চাপড়িয়ে কথা বলে।

ওই যে, ‘কারো উপকার করেছেন, কিন্তু সে যে আপনার ক্ষতি করবে না, এমনটা কম ঘটে’।

'মানুষ বড়ই অকৃতজ্ঞ’।
আল কুরআন, সূরা আল-হাজ্জ, আয়াত-৬৬

হাসিখুশি থাকা সুন্যত। মুচকি হেসে কথা বলা সুন্যত😊।beautiful picture of the day ❤❤❤    #                                  ...
05/11/2023

হাসিখুশি থাকা সুন্যত।
মুচকি হেসে কথা বলা সুন্যত😊।

beautiful picture of the day ❤❤❤ #






’sgo
Islamic video 1See less See less See less See See less See less Se See less See less See less See less See less See less

M H Abdullah Sadii M H Abdullah sadii Mufty Abdullah Sadi officiall M***i Menkk Mushfiqur Rahimm Virat Kohlii AvoidRafaa

 #জনস্বার্থে_প্রচারিত 🙏সাবধান হন ,সচেতন করুন।মানুষ মানুষেরই জন্য 🙏🙏🙏মিথ্যা রূপচাঁদা মাছ চান্দা মাছ থেকে সাবধানআজকাল বিশে...
01/11/2023

#জনস্বার্থে_প্রচারিত 🙏সাবধান হন ,সচেতন করুন।মানুষ মানুষেরই জন্য 🙏🙏🙏

মিথ্যা রূপচাঁদা মাছ চান্দা মাছ থেকে সাবধান

আজকাল বিশেষত অনেক শহরে এবং গ্রামগঞ্জের বাজারে একধরনের মাছ বিক্রি হতে দেখা যাচ্ছে, যাকে মৎস ব্যবসায়ীরা রূপচাঁদা মাছ বা চান্দা মাছ অথবা চাঁদা মাছ বলছেন। এই মাছ কোথা থেকে আসে জিজ্ঞাসা করা হলে তাঁরা বলছেন, এই মাছ পুকুরে চাষ করা হয়। দামেও অন্যান্য মাছের তুলনায় বেশ সস্তা। তাই গ্রামগঞ্জে মানুষের পছন্দের তালিকায় একেবারে প্রথম সারিতে এখন এই মাছ। কিন্তু এই মাছের সম্পর্কে শুনলে আপনি চমকে উঠবেন। এই মাছ মূলত মাংসাশী শ্রেণির। এখন অনেক মৎস ব্যবসায়ীও এই মাছ চাষ করছেন। এই মাছগুলি ধরতে ও মারতে পুকুরে তীব্রমাত্রায় বিষ প্রয়োগ করতে হয়। এরা নাকি মানুষখেকো সেই পিরানহা মাছের জাত। যে জলে এই পিরানহা মাছ হয়, সেখানে নামলে সর্বোচ্চ ১৫ মিনিট সময় লাগে একজন আস্ত মানুষকে হজম করতে। এই মাছ চেনার উপায় হল, এর সামনের দাঁত অবিকল মানুষের মতো। এই মাছ খেলে ফুসফুস ক্যানসার, ব্রেন ক্যানসার, স্ট্রোক ইত্যাদি রোগ শরীরে দানা বাঁধে। যদি কোনো মৎস ব্যবসায়ী এই মাছ বিক্রি করেন, তবে তাঁর বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক জেল- জরিমানা হওয়ারও বিধান রয়েছে। অথচ সাধারণ মানুষকে বোকা বানিয়ে প্রশাসনের নাকের ডগায় বসে ব্যবসায়ীরা এই মাছকে রূপচাঁদা বা চাঁদা অথবা চান্দা বলে বিক্রি করে চলেছেন। কাজেই সবাইকে সতর্ক হতে অনুরোধ করছি। এই মাছ এলাকায় বিক্রি হতে দেখলে অবিলম্বে ওই মৎস্য ব্যবসায়ীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন। তাঁদেরও সাবধান করুন।
• Today's the best Photo 🌿🥰
•🔴 Beautiful


















































Today's the best Photo 🌿🥰
💚💚💚💚💚💚💚💚💚💚

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Mufty Abdullah Sadi official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share