ডায়েরিッ

ডায়েরিッ I'm alive, there is nothing more wonderful and joyful then this.
(3)

14/11/2024

"একুশ বছর বয়সে কেউ সাজায় স্বপ্ন, পড়াশোনা, সংসারের সাধ, কিংবা ক্যারিয়ার। কেউ হয়তো অসংখ্য দায়িত্ব কাঁধে নিয়ে প্রত্যেকটা মুহুর্ত শুধু পরিবর্তনের ভেতর দিয়ে হাঁটে কেউবা অনিচ্ছায় দায়িত্ব শূন্যতায় ভোগে।

আবার কারোর সামনে বিভিন্ন মাধ্যম থাকা সত্ত্বেও একদম নিষ্ক্রিয়। জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করা, ভালো থাকা কিংবা ভালো রাখার দায়িত্ব আমাদের নিজেদেরই। কেননা আমরা যত দ্রুত দায়িত্ব নিতে শিখি, আমাদের পরিবারের তত বেশি দিন ভালো থাকার সম্ভাবনা বাড়ে। জীবন বদলায় না, জীবনের প্রয়োজনে বদলে যেতে হয় আমাদের।

08/02/2024

কিশোরগঞ্জের মানুষ আমরা
ভাষার নেইকো তুলনা
ভাবতে ভাবতে লিখছি আমি
পড়তে তোমরা ভুলো না।

সবাই যাকে মেয়ে বলে
আমরা বলি ছেরি,
শিম হইলো আমার মতে
বেইন্নে বাজারের ওড়ি।

হাগ হইলো শাক যেইটা
কলা গাছের থওড়া
খেতে মজা ডেঙ্গা দিয়ে
লাডি মাছের সওড়া।

সবার মতে আঙিনা যেটা
আমি কই তারে বিছ্ছা
দর ফুরি হাছুন দিয়া
বাড়ির পিছে হাইছা।

সবাই যারে চাচি ডাকে
আমরা ডাহি জেডি
ফুজি হইলো বাপের বোন
মহিলারে কই বেডি।

বিশ্রাম যারে বলে সবাই
আমি বলি ভাই জিরান
জামা হইলো আমার মতে
শইল্লে দেয়ার পিরান।

নকশী পিঠার অন্য নাম
রাখছি পাক্কন পিডা
রান্না করার সরঞ্জাম ছিল
মাটির তৈরি ইডা।

সবাই যারে সরিষা কয়
আমরা কই তারে হৌরা
গালি দেওয়ার আরেক নাম
জাউরার ঘরের জাউরা।

মাছের আরেক জাত
আমরা ডাকি বাইল্লা
পাটগাছ নিয়ে বলব কি আর
নাম দিছি যার নাইল্লা।

চামচ রে কই ছিপি আর
কেঅর হইলো দরজা
হাড়ি রে কই ডেগ আর
কড়াই হইলো লড়া।

ভালোবাসি আঞ্চলিকতা
কিশোরগঞ্জেই বাসা
শুনতে হাসি পাইলেও
এটাই মোদের ভাষা।

Sharmin Jahan Sony

08/02/2024

বাস্তবতা সহজে মেনে নিতে পারি না কেন !!

এটার কারণ অতি ক্ষুদ্রাতিক্ষুদ্র। যা আমরা ধারনা করতে পারি না বলেই মন খারাপের কারণ বুঝতে পারি না।
মানব মন কখন কি চায় তা কল্পনার বহিরাগত। আমরা চাই এবং পাই। পাই বলেই মন চাই। কল্পনার আলোকে বাস্তবতায় চোখ বুলালে সবই গুলাটে। মন যা চায় তার বিপরীতে বাস্তবতা আমাদের অনাকাঙ্ক্ষিত কিছু উপহার দেয় যা আমরা সহজে মেনে নিতে পারি না বলে হুটহাট মন খারাপ করি।

বাস্তব জগত আর মানব কল্পিত জগত সম্পূর্ণ ভিন্ন। বাস্তবতা ধূসর হলেও প্রতিটা কল্পিত জগত শোভাময়,অনিন্দিত। আমাদের ভাবনার জগত; যেখানে বসবাস করে শত স্বপ্ন, ইচ্ছা, আশা, প্রত্যাশা যা আমাদের বাঁচতে শেখায়। অতঃপর নতুন করে বাঁচতে শেখায়।

31/12/2023

দিন যায় দিন আসে
সময় স্রোতে ভাসে
কেউ কাঁদে কেউ হাসে
তাতে কি যায় আসে!!

বিরতিহীন বয়ে চলা কালের স্রোত ও সময়ের গতিপ্রবাহের ধারাবাহিকতায় নতুন আরেকটি বছরের সূচনা।❤️

20/12/2023

একুশ বছর বয়সে কেউ সাজায় স্বপ্ন, পড়াশোনা, সংসারের সাধ, কিংবা ক্যারিয়ার। কেউ হয়তো অসংখ্য দায়িত্ব কাঁধে নিয়ে প্রত্যেকটা মুহুর্ত শুধু পরিবর্তনের ভেতর দিয়ে হাঁটে কেউবা অনিচ্ছায় দায়িত্ব শূন্যতায় ভোগে। আবার কারোর সামনে বিভিন্ন মাধ্যম থাকা সত্ত্বেও একদম নিষ্ক্রিয়। জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করা, ভালো থাকা কিংবা ভালো রাখার দায়িত্ব আমাদের নিজেদেরই। কেননা আমরা যত দ্রুত দায়িত্ব নিতে শিখি, আমাদের পরিবারের তত বেশি দিন ভালো থাকার সম্ভাবনা বাড়ে। জীবন বদলায় না, জীবনের প্রয়োজনে বদলে যেতে হয় আমাদের।
Life does not change. We have to change in need of life.👍

03/12/2023

'ঘরে ফেরা পাখি'
কলমে : Sheikh Sony

তোমার পিছু ছুটতে গিয়ে অবশেষে নিজের অবস্থান টাই হারিয়ে ফেললাম। হারিয়ে ফেললাম আনন্দময় দিনগুলো।
আমার ছোট্ট কুটিরে থেকে তুমি অবাক দৃষ্টিতে চেয়ে থাকতে কোন এক অচেনা পথের দিকে,
তবে অবিশ্বাস্য এটাই যে, সেই অচেনা পথটা ছিল তোমার অজানা গন্তব্যে পৌঁছানোর একটা ধাপ কেবল।

তুমি তো রহস্যময় মানব।
এই ছদ্দবেশী ধরণীতে কেবল নিজের প্রেম বিলিয়েই বেড়াও, কিন্তু কারো প্রেম কুড়িয়ে নেয়ার মতো সময় তোমার কাছে নেই।
কি অদ্ভুত প্রণয়লীলা তোমার।
এই নশ্বর দুনিয়ায় তোমাকে আর পাওয়া হবে না যতই ছুটি তোমার পিছু নিয়ে নিস্তব্ধ বাঁকে ।

ইচ্ছে হলে ফিরে এসো প্রবীণ কুটির নামক সেই ছোট্ট বাসভবনে, আর মন চাহিলে ফিরে যেও- তবে নিশ্চুপে

০৯/০৪/২০২১ ইং

28/11/2023

মায়ের স্বর্গ
কলমে✍️: Sheikh Sony

জীবন সমরে হেরে আমি বেছে নিলাম পরপার
পৃথ্বীতে সহিলো না মোর সুখের বসত গড়িবার।

সুখের পরশ পেতে ছাড়িলাম পিতার মহল
সাত জন্মের বন্দনে আমি করিলাম গৃহ বদল।
দু-চালা বসতি আমার মাটির তৈয়ারি মেঝে খানি
প্রীতির আবেশে দিন কাটায় তিন শাবকের জননী।
দিল ডহরে লুকিয়ে থাকা সীমাহীন স্বপ্ন আঁকা
মৃত্তির বুনিয়াদ ভেঙে আমি করিব বসত পাকা।
সর্বকালের সুখ লগনে স্বাদ জাগিলো মনে
অব্যক্ত এই কথাগুলো বলিলাম তাহার সনে।
সাধন হলো কাম্যতা মোর পেয়ে পতির আশ্বাস
নিজ হাতে গড়া মোর অপরূপ এক নিবাস‌।
বেদনার সিঁড়ি বেয়ে হলাম স্বর্গের রানি
অমিত্রদের চাহনি আজ উদ্দাম আমি মানি।

সুচেতা এক রাজ্ঞী হয়ে রহিবো জনম ভর
বাসা বাঁধিলো বৃক্ক-ব্যাধি বছর খানেক পর।
রঙিন বেশে অভ্র হাসে প্রবহণ ভব রীতি
নিগূঢ় আরাধনার পরও সারিলো না মম ব্যাধি।
ঠাঁই হয়নি ভুবনে মোর উপাগম কালরাত্রি
বেলা শেষে হলাম আমি ভিন্ন পথের যাত্রী।
জীবন সমরে হেরে আমি বেছে নিলাম পরপার
পৃথ্বীতে সহিলো না মোর সুখের বসত গড়িবার।

সুখীরে করিয়া স্মরণ আঁখিতে সলিল বন্যা,
বছর সাতেক আগের কথা-
লিখিলো মম কনিষ্ঠ কন্যা।

24/11/2023

সময় খুবই অদ্ভুত।
সুন্দর মুহূর্ত গুলোকে জীবন থেকে খুব দ্রুত অতীত বানিয়ে দেয়। মানব জীবনে প্রত্যেকটা দিনই ভিন্ন রকম সুন্দর। অতীতের সুন্দর মুহূর্ত গুলোকে ভেবে আমাদের যেমন অনুশোচনা হয় খারাপ লাগে ঠিক আজকের দিনটাও একদিন অতীতে রূপ নিবে। তখন আজকের দিনটাও ফিরে পেতে ইচ্ছে হবে। এটাই প্রকৃতির নিয়ম।

আমাদের জীবনে প্রতিটা সেকেন্ডের মূল্য অপরিসীম। প্রতিটা মুহূর্তই স্বরণীয়। প্রতিটা মুহূর্তই ভিন্ন রকম সুন্দর।

21/11/2023

ডিসেম্বরের লম্বা ছুটি শেষে জানুয়ারিতে নতুন ক্লাস করার দিনগুলো আর হয়তো আসবে না। পৃথিবী যতই আধুনিক হবে ততই নিয়ম শৃঙ্খলার বাইরে চলে যাবে। সময় বারংবার বলে দেয়, নতুনত্ব নয় বরং অতীতকে আঁকড়ে ধরে রাখতে পছন্দ করি আমরা।

17/11/2023

আয়নার মধ্যে যদি মানুষের চেহারার পরিবর্তে তাদের দূষ-ক্রুটি ও খারাপ দিক গুলো ভেসে ওঠতো তাহলে বোঝা যেতো মানুষ কতটা ভয়ংকর প্রাণী। একটি হিংস্র পশু একটি মানুষকে পিষে মেরে খেয়ে ফেলে। কিন্তু একটা মানুষ একটি হিংস্র পশুকে দিনের পর দিন পোষ মানিয়ে রাখতে পারে। পশু নয়, বরং মানুষই হিংস্র। যে হিংস্রতার বহিঃপ্রকাশ খুবই ভয়ংকর।

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডায়েরিッ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ডায়েরিッ:

Share