14/11/2024
"একুশ বছর বয়সে কেউ সাজায় স্বপ্ন, পড়াশোনা, সংসারের সাধ, কিংবা ক্যারিয়ার। কেউ হয়তো অসংখ্য দায়িত্ব কাঁধে নিয়ে প্রত্যেকটা মুহুর্ত শুধু পরিবর্তনের ভেতর দিয়ে হাঁটে কেউবা অনিচ্ছায় দায়িত্ব শূন্যতায় ভোগে।
আবার কারোর সামনে বিভিন্ন মাধ্যম থাকা সত্ত্বেও একদম নিষ্ক্রিয়। জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করা, ভালো থাকা কিংবা ভালো রাখার দায়িত্ব আমাদের নিজেদেরই। কেননা আমরা যত দ্রুত দায়িত্ব নিতে শিখি, আমাদের পরিবারের তত বেশি দিন ভালো থাকার সম্ভাবনা বাড়ে। জীবন বদলায় না, জীবনের প্রয়োজনে বদলে যেতে হয় আমাদের।