Traveller Ovi

Traveller Ovi Travel is my addiction.If you want to get involved in this addiction of Nature.You must follow me.

Travel is my addiction, if you want to get involved in this addiction of nature, you must follow me.

21/07/2025

দূর্ঘটনাস্থলে তখনও এম্বুলেন্স পৌঁছাতে পারেনি। তাই আশেপাশের মানুষজন পুড়ে যাওয়া বাচ্চাদের কোলে নিয়েই দৌড়াচ্ছিল হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যে।

মেট্রো স্টেশন থেকে সবচেয়ে কাছের হাসপাতাল মন্সুর আলী মেডিকেল কলেজের রেগুলার ভাগা ৩০-৪০ টাকা। কিন্তু রিকশাওয়ালারা চাচ্ছিল ১২০ টাকা, ১৫০ টাকা।

মাইলস্টোন থেকে কাছাকাছি মর্ডান হাসপাতালে রেগুলার ভাড়া ২৫০-৩০০ টাকা, অথচ সিএনজিওয়ালারা চাচ্ছে ১০০০ টাকা, ১২০০ টাকা।

একজন লোক পুড়ে যাওয়া একটা বাচ্চাকে নিয়ে অনেকক্ষণ যাবত ঘুরছিল কিন্তু একটা রিকশাওয়ালা, সিএনজিওয়ালাও রেগুলার ভাড়ায় যেতে চাচ্ছিল না। তাদেরকে বেশি ভাড়াই দিতে হবে।

এমনকি একটা প্রাইভেট কার পর্যন্ত থামেনি পুড়ে যাওয়া মাসুম বাচ্চাগুলোকে নিয়ে যাওয়ার জন্যে। এইদিকে বাচ্চাগুলোর পুরো শরীর পোড়া,শরীরের মাংস গলে গলে পড়ার মতো অবস্থা।

বাচ্চাগুলো তখন পোড়া শরীর নিয়ে যন্ত্রণায় ছটফট করছিল, গোঙাচ্ছিল শুধু।

একটাবার ভাবেন আপনি আগুনে পুড়ে গেছেন ,আপনার ড্রেস পুড়ে চামড় পুড়ে গেছে ।আগুনের ফুলকি নিয়ে আপনি দৌড়াচ্ছেন আর কাদছেন ।
ডানে বামে তাকাচ্ছেন দেখছেন সবাই ক্যামেরা হাতে দাড়াইয়া আছে ,ভিডিও করছে ।এই ঘটনাই আজকে ঘটলো মাইলস্টোনে ।

Why we are so messed up nation ? So much frustrating.

এদেশের মানুষগুলো এমন কেন.? বিপদ দেখলেই ওরা সবকিছুর দাম বাড়িয়ে দেয়। এদেশের মানুষগুলো সভ্য হবে কবে.?

প্রশ্নটা কি খুব অবান্তর?

জগতের কোন দেশে আছে এমন!
Collected

04/04/2025

তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা,ভয় পেও না আমিও দিছি। এসএসসি পরীক্ষা এত সহজ না🐸

১৫ কোটি ৯৯ লক্ষ ৯৯ হাজার ৯৯৫। আমাকেও বাদ দেন।
15/02/2025

১৫ কোটি ৯৯ লক্ষ ৯৯ হাজার ৯৯৫। আমাকেও বাদ দেন।

Say Alhamdulillah 🤲
27/11/2024

Say Alhamdulillah 🤲

30/08/2024

Alert🚨
যাদের পুরাতন ছবি লাড়া দেওয়া হচ্ছে,সবাই শাহাবাগে চলে আসুন।আর বসে থাকা যায় না ✊

23/08/2024

আহ্ কি জীবন!

কেউ রয়েছে পানির নিচে, কেউবা পানির তীব্রতা সহ্য করতে না পেরে নিথুর দেহটাকে ভাসিয়ে দিয়েছে পানিতে।কেউবা চেয়ে আছে কখন উদ্ধার কর্মী আসবে আর উদ্ধার করবে।আর আমরা বেশ সুখে আছি সুন্দর খাচ্ছি,দাচ্ছি,গুমাচ্ছি 😥।

সবাই বন্যার্তদের জন্য দোয়া করি আর যার যার অবস্থান থেকে যতটা পারি সাহায্য করি।

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে এই বন্যা প্ররিস্থিতি থেকে রক্ষা করুক, আমিন।

15/07/2024

একই আলো বাতাসে বেড়ে ওঠা,একই আঁচলে ঠাই;তুমি আজ যার রক্ত ঝরালে সেও তো তোমার ভাই✊

27/06/2024

রিক্সাওলাকে সালাম দিতে যদি ভিতরে বাধা না আসে,
তবে ধরে নিও তুমি অহংকার মুক্ত।

12/06/2024

মনে রাখবেন,

কর্মফল খুব ভয়ানক জিনিস,
আজ আপনি যা করবেন, কাল তা'ই ফিরে পাবেন..🤍💛

Address

Gazipur
1700

Alerts

Be the first to know and let us send you an email when Traveller Ovi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Traveller Ovi:

Share