MAMUN

MAMUN অপ্রয়োজনীয় কথা না বলা ভালো

18/11/2023

প্রয়োজনে রাস্তা
পরিবর্তন করবো,
তবুও লক্ষ্য পরিবর্তন
করব না।

08/10/2023

আমরা ৭৩ কাতারে ভাগ হচ্ছি কেনো??
আমাদেরকে কে ভাগ করতেছে?
শায়েখ আলী হাসান ওসামা

খ্রিস্টান ধর্ম থেকে ফিরে আসা এক নও মুসলিম বলছেন: আমি আমার ছেলেকে সাথে নিয়ে হাঁটছিলাম। আমরা গির্জার কাছে জিশু খ্রিস্টের ...
25/09/2023

খ্রিস্টান ধর্ম থেকে ফিরে আসা এক নও মুসলিম বলছেন: আমি আমার ছেলেকে সাথে নিয়ে হাঁটছিলাম। আমরা গির্জার কাছে জিশু খ্রিস্টের একটি মূর্তি অতিক্রম করছিলাম।

ছেলে আমাকে জিজ্ঞেস করল: বাবা, এটা কে?

আমি বললাম: ইনি ঈশ্বরের পুত্র!

আবার প্রশ্ন করল: কেন তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে? তার শরীর ক্ষত বিক্ষত এবং দেখতে কী দুর্বল, তার জন্য আমার খুব মায়া হচ্ছে!

আমি বললাম: তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে। যে অপরাধীরা তাকে বিশ্বাস করেনি তারা তার সাথে এমনটা করেছে!

আমার ছেলে আমাকে বলল: কেন তার বাবা তাকে রক্ষা করেননি? অথবা তিনি নিজে একজন শক্তিশালী দেবতা হয়ে নিজেকে কেন রক্ষা করেননি?

আমি বললাম: আমাদের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য ঈশ্বর এটা বেছে নিয়েছেন! তিনি তার ছেলেকে ক্রুশবিদ্ধ করতে রাজি হন কারণ তার ক্রুশবিদ্ধ হওয়া ছিল আমাদের জন্য একটি উৎসর্গ এবং আমাদের পাপের প্রায়শ্চিত্ত!

ছেলে আমাকে বলল: বাবা, আপনি কি এতে রাজী হবেন যে, লোকেরা আমাকে শুলিতে চড়াবে এবং আমাকে কারো জন্য শাস্তি দিবে! আর প্রতিহত করার ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি তা প্রতিহত করবেন না! আমাকে রক্ষা করবেন না!!

আমি বললামঃ অবশ্যই না!
আমার ছেলে বললঃ তাহলে ঈশ্বর কীভাবে তার পুত্রের সাথে এমনটা করলেন?
তিনি তো পুত্রকে শাস্তি না দিয়ে, মানুষের হাতে লাঞ্ছিত না করেও আমাদের পাপ ক্ষমা করতে পারতেন!

আমার কাছে এর কোন উত্তর ছিল না! উত্তর না পেয়ে
পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত! আমি এখন একজন গর্বিত মুসলিম আলহামদুলিল্লাহ।

24/09/2023

আল্লাহু আকবারের ধ্বনিতে আবারো মুখরিত আদালত চত্বর।
শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক।

সফলতার প্রত্যেক বিন্দু লুকিয়ে আছে ইলম অর্জনের মধ্যে ।
24/09/2023

সফলতার প্রত্যেক বিন্দু লুকিয়ে আছে ইলম অর্জনের মধ্যে ।

23/09/2023

পুলিশ বাহিনী ছাড়া দলকে
নিয়ে মাঠে আসেন খেলা হবে।
খতিব বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব

23/09/2023

লুঙ্গি খুলে মাথায় পাগড়ি পড়া যেমন বোকামি,
সিরাতুন নবী বাদ দিয়ে
মিলাদুন নবী পালন করা তেমন বোকামি।,,
আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী

ভালো থাকার জন্য সব সময় হাসি মুখে থাকতে হবে।
23/09/2023

ভালো থাকার জন্য সব সময় হাসি মুখে থাকতে হবে।

Address


Alerts

Be the first to know and let us send you an email when MAMUN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share