স্পন্দন সাহিত্য সাংস্কৃতিক সংসদ, গাজীপুর

  • Home
  • Bangladesh
  • Gazipur
  • স্পন্দন সাহিত্য সাংস্কৃতিক সংসদ, গাজীপুর

স্পন্দন সাহিত্য সাংস্কৃতিক সংসদ, গাজীপুর “সৃজনশীল সংস্কৃতি চর্চাই আমাদের অঙ্গীকার“

আলহামদুলিল্লাহ, পবিত্র সীরাত উপলক্ষে  ❝হৃদয়ে মুহাম্মদ (সাঃ)❞ সাংস্কৃতিক সন্ধ্যায় স্পন্দন সাহিত্য সাংস্কৃতিক সংসদ  এর পরি...
20/09/2025

আলহামদুলিল্লাহ,
পবিত্র সীরাত উপলক্ষে ❝হৃদয়ে মুহাম্মদ (সাঃ)❞ সাংস্কৃতিক সন্ধ্যায় স্পন্দন সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর পরিবেশনা।

কৃতজ্ঞতা ও ধন্যবাদ Sosas-সসাস কে এক অনন্য আয়োজন করার জন্য 🌸💙

19/09/2025

হৃদয়ে মোহাম্মদ (সাঃ)

পবিত্র সীরাত উপলক্ষে সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর আয়োজনে, হতে যাচ্ছে ঐতিহাসিক সাংস্কৃতিক সন্ধ্যা "হৃদয়ে মোহাম্মদ (স...
18/09/2025

পবিত্র সীরাত উপলক্ষে সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর আয়োজনে, হতে যাচ্ছে ঐতিহাসিক সাংস্কৃতিক সন্ধ্যা "হৃদয়ে মোহাম্মদ (সাঃ)” -

আমরা থাকছি স্পন্দন পরিবার ইনশাআল্লাহ

🗓তারিখঃ ১৯ সেপ্টেম্বর ২০২৫
☑️রোজঃ শুক্রবার
📍স্থানঃ উন্মুক্ত মাঠ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা।
⏱️ সময়ঃ বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত।
✔️আয়োজনেঃ সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

আপনারা সপরিবারে আমন্ত্রিত

#হৃদয়ে_মোহাম্মদ #সমন্বিত_সাংস্কৃতিক_সংসদ #সসাস #সাংস্কৃতিক_সন্ধ্যা

বিসমিল্লাহির রাহমানির রাহিম শুরু হচ্ছে ❝সেরাদের সেরা-সিজন ৬❞সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)-এর উদ্যোগে ৬ষ্ঠ বারের মতো আয়ো...
18/09/2025

বিসমিল্লাহির রাহমানির রাহিম
শুরু হচ্ছে ❝সেরাদের সেরা-সিজন ৬❞

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)-এর উদ্যোগে ৬ষ্ঠ বারের মতো আয়োজন হতে যাচ্ছে, জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ❝সেরাদের সেরা-সিজন ৬❞

🎙️প্রতিযোগিতার বিষয়:
১। গান
২। অভিনয়
৩। আবৃত্তি

রেজিস্ট্রেশনের শেষ সময়:
০১ অক্টোবর ২০২৫
রেজিস্ট্রেশন ফি: ১০০৳

🏅পুরস্কার

চ্যাম্পিয়ন: নগদ ১ লক্ষ টাকা (ক্রেস্ট + সনদ)

১ম রানার আপ: নগদ ৭৫ হাজার টাকা (ক্রেস্ট + সনদ)

২য় রানার আপ: নগদ ৫০ হাজার টাকা (ক্রেস্ট + সনদ)

৩য় ও ৪র্থ স্থান: ক্রেস্ট + সনদ + নগদ অর্থ

(এ ছাড়াও মোট ১০ জনকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে)

🎗️নিয়মাবলি:

১- প্রতিযোগিতা থানা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে।

২- প্রতিটি বিষয়ে ক ও খ গ্রুপ থাকবে।
ক-গ্রুপ: ১ম থেকে ৮ম শ্রেণী পর্যন্ত (মেয়েদের ক্ষেত্রে ৪র্থ শ্রেণি পর্যন্ত অংশগ্রহণ করতে পারবে)
খ-গ্রুপ: ৯ম থেকে মার্স্টাস পর্যন্ত।

৩- অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রতিযোগীরা সসাসের ওয়েবসাইট (www.sosasbd.org) গিয়ে সেরাদের সেরা ব্লগে গিয়ে রেজিস্ট্রেশন ফরম যথাযথ ভাবে পূরণ করে আবেদন সাবমিট করতে হবে।

৪- এছাড়াও জেলা ভিত্তিক সসাসের প্রতিনিধির মাধ্যমে সরাসরি ফরম সংগ্রহ করে আবেদন করতে পারবে।

৫- রেজিস্ট্রেশন ফরম অনলাইনে সাবমিট ব্যতীত কোন প্রতিযোগি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না।

৬- রেজিস্ট্রেশন ফি:১০০/- টাকা অনলাইন ফরম পূরণের সময় নির্ধারিত নিয়মে বিকাশ পেমেন্ট করতে হবে।

৭- কোন প্রতিযোগি একের অধিক বিষয়ে প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে তাকে অবশ্যই ভিন্ন ভিন্ন ফরম পূরণ ও পেমেন্ট করে অনলাইন সাবমিট নিশ্চিত করতে হবে।

🌐যোগাযোগ:
গাজীপুর মহানগর এর ক্ষেত্রে -
📱 01974805735
📱 0 1928-322530
------------------------------------------
📱 01760-626742 (WhatsApp)
📧 [email protected]

আলহামদুলিল্লাহ!ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন স্পন্দন সাহিত্য সাংস্কৃতিক সংসদ   কর্তৃক আয়োজিত ❝ সাংস্কৃতিক কর্মশালা ❞ সম্পন...
15/09/2025

আলহামদুলিল্লাহ!
ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন স্পন্দন সাহিত্য সাংস্কৃতিক সংসদ কর্তৃক আয়োজিত ❝ সাংস্কৃতিক কর্মশালা ❞ সম্পন্ন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্পন্দন সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর সম্মানিত চেয়ারম্যান রেজাউল ইসলাম।
এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর সম্মানিত সহকারী নির্বাহী পরিচালক জাকির হুসাইন।
এবং প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর সংগীত পরিচালক - হাদিউজ্জামান বুলবুল।

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন স্পন্দন সাহিত্য সাংস্কৃতিক সংসদের এর উপদেষ্টা মো: আল-আমিন।

উক্ত কর্মশালায় স্পন্দন সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর পরিচালক সোবাইল চৌধুরী এর সভাপতি তে ও স্পন্দন সহকারী পরিচালক
ইশতিয়াক আহম্মেদ এর পরিচালনায়-
সম্পন্ন হয়।

লাইভ গানের অনুষ্ঠান | Kids Tune Live | পর্ব : ২২৫ ১৩ সেপ্টেম্বর ২০২৫শনিবার বিকাল ৫ টায়শিল্পী : হাসনাইন আহমেদ জারিফশিশু শ...
12/09/2025

লাইভ গানের অনুষ্ঠান | Kids Tune Live | পর্ব : ২২৫

১৩ সেপ্টেম্বর ২০২৫
শনিবার বিকাল ৫ টায়

শিল্পী : হাসনাইন আহমেদ জারিফ
শিশু শিল্পী স্পন্দন সাহিত্য সাংস্কৃতিক সংসদ
উপস্থাপনা : তাসনীম ফারহান মাহীর

আজ আমরা আছি মধ্যে ছায়াবীথি
08/09/2025

আজ আমরা আছি মধ্যে ছায়াবীথি

”হোমল্যান্ড আবাসন লিমিটেড“ নিবেদিত লাইভ গানের অনুষ্ঠান 'সুরের আহবান' || পর্ব : ৩৯০⏰ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর' ২০২৫) ৭ ট...
03/09/2025

”হোমল্যান্ড আবাসন লিমিটেড“ নিবেদিত লাইভ গানের অনুষ্ঠান 'সুরের আহবান' || পর্ব : ৩৯০
⏰ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর' ২০২৫) ৭ টা ১৫ মিনিট ⏰

=== আমন্ত্রিত অতিথি ===
শিল্পী ইশতিয়াক অহমেদ
=== উপস্থাপক ===
শিল্পী আব্দুর রউফ

পছন্দের গান শুনতে ফোন করুন ☎+8801315-001952

বি: দ্র: অনুষ্ঠানটি প্যানভিশন টিভির অফিসিয়াল ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে

02/09/2025

স্পন্দন সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিশু বিভাগের পরিবেশনায়
গান:“ আয়রে নবিন করবো যে পন ”
কথা: হেলাল আনোয়ার
সুর: ইশতিয়াক আহম্মেদ

দেশ সেরা শিশু-কিশোর শিল্পীদের অংশগ্রহণে নিয়মিত লাইভ অনুষ্ঠান -❝ ফুল পাখিদের গান ❞• পর্ব - ৬০• সরাসরি- স্টুডিও লাইভ• তারি...
30/08/2025

দেশ সেরা শিশু-কিশোর শিল্পীদের অংশগ্রহণে নিয়মিত লাইভ অনুষ্ঠান -
❝ ফুল পাখিদের গান ❞
• পর্ব - ৬০
• সরাসরি- স্টুডিও লাইভ
• তারিখঃ৩১/০৮/২০২৫ রোজঃ সোমবার
• সময়ঃ সন্ধ্যা ৭.০০মিনিট

এ পর্বে থাকছে দেশের জনপ্রিয় শিল্পী হাদিউজ্জামান বুলবুল এর উপস্থাপনায় আমন্ত্রিত শিল্পী কক্সবাজার জেলার অনির্বাণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর শিশু শিল্পী মাহির লাবিব এবং গাজীপুর স্পন্দন সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর শিশু শিল্পী হাসনাইন আহমেদ জারিফ।

সুন্দর এ আয়োজনে কিডস ভিশনের সাথেই থাকুন।

12/08/2025
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরনে , ঐতিহাসিক ৩৬ জুলাই এর "জুলাই ও গণঅভ্যুত্থান” কে ধারন করে স্পন্দন সাহিত...
22/07/2025

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরনে , ঐতিহাসিক ৩৬ জুলাই এর "জুলাই ও গণঅভ্যুত্থান” কে ধারন করে স্পন্দন সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর আয়োজিত ❝র‍্যালি ও জুলাই সন্ধ্যা ❞ এর কিছু স্থিরচিত্র।

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when স্পন্দন সাহিত্য সাংস্কৃতিক সংসদ, গাজীপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to স্পন্দন সাহিত্য সাংস্কৃতিক সংসদ, গাজীপুর:

Share